আমাদের পর্তুগীজ ভাষার সংবাদকে যথাযথ রূপে প্রকাশ করার জন্য গ্লোবাল ভয়েসেস একজন একনিষ্ঠ সম্পাদকের অনুসন্ধান করছে।

A typical rabelo boat from Porto carrying the open data flag for the #OpenDataDay. Banner by Ana Carvalho / Transparência Hackday.

পোর্তোয় প্রচলিত রাবেলা নৌকা যা ওপেন ডাটা দিবস-এ ওপেন ডাটার পতাকা বহন করছে। ব্যানার, আনা কারভালহোর/ ট্রান্সপ্যারেন্সিয়া হ্যাকডে।

আপনি কি পর্তুগীজ ভাষী- এবং ইংরেজী সংবাদ সুদক্ষ, যে কিনা সীমান্তের বাইরে, ন্যায়বিচার, সাম্যতা এবং বন্ধুত্বকে মূল্য প্রদান করে এবং মনে হচ্ছে ইন্টারনেটে থেকে–এ যথেষ্ট পাচ্ছেন না? সপ্তাহে ১০ ঘণ্টা কাজের জন্য আপনার হাতে কি যথেষ্ট সময় আছে? তাহলে গ্লোবাল ভয়েসেস আপনাকে খুঁজছে!

আমাদের নিউজরুম একটু অন্যরকম-এটা পুরোপুরি ভার্চুয়াল, আমাদের লেখকেরা স্বেচ্ছাসেবী, আমাদের সংবাদ সংগ্রহের উৎস হচ্ছে বহুভাষিক সাইট-এর ব্যক্তিরা এবং তাদের বাস ইন্টারনেটে। আমরা সমসাময়িক আলোচিত ঘটনা,বাকস্বাধীনতা বিষয়ক ঘটনা, সংবাদ সংগ্রহ করি

খণ্ডকালীন পর্তুগীজ ভাষার সম্পাদক, পর্তুগাল, এ্যাঙ্গোলা মোজাম্বিক কেপ ভার্দে, গিনি বিসাউ, সাও তোমে এন্ড প্রিন্সিপে এবং পূর্ব তিমুর-এর প্রতিদিনের সংবাদ সংগ্রহে নেতৃত্ব প্রদান করবে। সম্পাদক লেখক এবং স্বেচ্ছাসেবীদের দ্বারা তৈরী করা কাহিনী লিখবে এবং সম্পাদনা করতে শুরু করবে, এদিকে আঞ্চলিক সামাজিক, রাজনৈতিক এবং একটিভিজম ধারা সচল রাখার জন্য একটি জোরালো সূত্রের উন্নয়ন ঘটাবে।

প্রাথমিক কাজ :

পর্তুগাল, এ্যাঙ্গোলা, মোজাম্বিক, কেপ ভার্দে গিনি বিসাউ, সাওতোমে এন্ড প্রিন্সিপে এবং পূর্ব তিমুর থেকে পাওয়া সংবাদের দায়িত্ব গ্রহণ করা।

তাদের অঞ্চলের অনলাইন সূত্র থেকে লেখা, ঘটনা যাচাই করা এবং তাদের অঞ্চলের অনলাইন সূত্র থেকে সবচেয়ে কম্পাইল এবং গুরুত্বপূর্ণ কাহিনীর সম্পাদনা করা।

এবং বিশ্ব জুড়ে আমাদের যে সকল শ্রোতা,তাদের জন্য প্রাসঙ্গিক প্রেক্ষাপট কাহিনী বলা।

এই অঞ্চলের সোশ্যাল মিডিয়া এবং সিটিজেন মিডিয়ায় প্রধান কাহিনী, গুঞ্জন এবং ধারাকে উন্নয়ন করতে থাকা।

এই অঞ্চলের জুড়ে এক বিশ্বাস যোগ্য এবং যাচাই করে তথ্য সূত্র তৈরী করা।

স্বেচ্ছাসেবী লেখকদের নিয়ে কাজ করা।

নির্ধারিত সময় এবং পোস্টিং–এর প্রয়োজনীয় অনুসারে কাজ করা।

আঞ্চলিক ভার্চুয়াল দল, নিউজ রুম এবং এক বড় আকারের সম্প্রদায়ের সাথে যুক্ত থাকা।

গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়, সম্পাদকীয় নীতিমালা, উদ্দেশ্য এবং সংস্কৃতির প্রেক্ষাপটে কাজ চালিয়ে যাওয়া।

সফল প্রার্থীর যে সমস্ত গুণাবলী থাকতে হবে:

ইংরেজি এবং পর্তুগীজ ভাষায় দক্ষ হতে হবে।
সাংবাদিকতায় এবং ডিজিটাল অধিকার কার্যকমে জোরালো অভিজ্ঞতা থাকতে হবে।
আঞ্চলিক বিষয়াবলী নিখুঁতভাবে সম্পাদনার দক্ষতা থাকতে হবে।
এই সকল অঞ্চলে কারা গ্রহণযোগ্য সামাজিক এবং নাগরিক কণ্ঠস্বর তা জানতে হবে।
এই অঞ্চলের মূল ধারার প্রচার মাধ্যম, স্থানীয় সংবাদ এবং সামাজিক প্রচার মাধ্যমের শক্তির বিষয়ে উপলব্ধি থাকতে হবে।
এই অঞ্চলের ডিজিটাল অধিকার, বাকস্বাধীনতা, একটিভিজম সম্পর্কিত বিষয় এবং শক্তি সম্বন্ধে ধারণা থাকতে হবে।
প্রমাণিত সোর্স এবং সংবাদ লেখার যোগ্যতা থাকতে হবে।
দক্ষ নেতৃত্বের গুণ থাকতে হবে।
জোরালো এবং গ্রহণযোগ্য ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
সপ্তাহে ১০ ঘন্টা কাজ করতে হবে।

কি ভাবে দরখাস্ত করতে হবে:

দয়া করে একটি দরখাস্তের সাথে আপনার জীবন বৃত্তান্ত পাঠান, যা আপনার কাজকে তুলে ধরবে এবং ব্যাখ্যা করবে কেন আপনি গ্লোবাল ভয়েসেস-এ কাজের যোগ্য। adminjob@globalvoicesonline.org-এই ঠিকানায় মেইল করে এর জন্য আপনি আবেদন করুন, সাথে আপনার নাম এবং “পর্তুগীজ ভাষার সম্পাদক” বিষয়টি যুক্ত করুন।

কেন গ্লোবাল ভয়েসেস-এ কাজ করবেন সে বিষয়ে ৮টি জোরালো কারণ সম্বন্ধে পড়ুন এখানে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .