পরিষ্কার তিউনিশিয়ার জন্য ‘আবর্জনা সেলফি’

সম্প্রতি বেশ কিছু তিউনিশিয়ান তাঁদের দেশের রাস্তার পাশে পড়ে থাকা আবর্জনার পাশে দাঁড়িয়ে সেলফি (নিজের ছবি) তুলছেন। পরে সেগুলো #সেলফিপাউবেলা (‘আবর্জনা সেলফি’) হ্যাশট্যাগের মাধ্যমে সামাজিক নেটওয়ার্কিং সাইটে প্রকাশ করছেন। দেশের রাস্তাগুলোকে ভরিয়ে তোলা আবর্জনা স্তূপের প্রতি নিন্দা জানিয়ে তাঁরা এই সেলফি কার্যক্রম শুরু করেছেন।

উত্তর আফ্রিকান দেশগুলোর পর্যটনের প্রচারনার জন্য পর্যটন মন্ত্রী আমেল কারবাউল সামাজিক মিডিয়াতে বেশ কিছু সেলফি এবং ছবি পোস্ট করলে তাঁর প্রতিক্রিয়া হিসেবে তিউনিশিয়ানদের এই প্রচারাভিযান শুরু হয়।

selfies

গত ১৬ মে তারিখে, ‘ক্লিন তিউনিশিয়া'র ফেসবুক পাতার প্রশাসক ব্যবহারকারীদের প্রতি তাদের সেলফি আপলোড করার [ফরাসী ভাষায়] আহ্বান জানিয়েছেন:

Nous attendons vos photos selfies qui montreront la gravité de la situation ds nos rues et partout ds le pays..Ils cherchent à cacher la triste réalité de nos quartiers avec les cartes postales des beaux paysages de la Tunisie et oublient qu'il y'a un peuple 3ayech fi ezzebla ….

আমাদের দেশের সর্বত্র ছড়িয়ে থাকা ও রাস্তার পাশের আবর্জনার করুন অবস্থা দেখা এবং প্রদর্শন করার জন্য আমরা আপনার সেলফির অপেক্ষায় রয়েছি … তারা আমাদের প্রতিবেশীদের কাছে তিউনিশিয়ার সুন্দর ল্যান্ডস্কেপ সমৃদ্ধ পোষ্টকার্ড দিয়ে আমাদের এলাকাগুলোর মধ্যে দু:খের বাস্তবতাকে আড়াল করতে এবং মানুষ যে আবর্জনার মাঝে বসবাস করছে তা ভুলে যেতে চাইছেন …

selfie 3

১৯ মে তারিখের আরেকটি পোস্টে অন্য একটি বার্তা [ফরাসী ভাষায়] জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে:

Si les selfies de Karboul sont généralement justifiés par la bonne cause touristique, cette campagne de Selfie Poubella se montre tant d’intérêt touristique que citoyen, puisqu’elle appelle, tout simplement, à débarrasser les villes de Tunisie des déchets qui jonchent ses rues.

Le principe est tout simple( …)Avec pour objectif que le citoyen tunisien, autant que le touriste de passage, profite d’un espace public propre.

«Montrons aux responsables de ce pays le vrai visage de nos rues et la pollution de l'environnement A vos Selfies!!

কারবুলার [পর্যটন মন্ত্রী] সেলফি যদি ভাল পর্যটনের কারণ দ্বারা সমর্থনযোগ্য হয়, তাহলে সেলফি পউবেলা শুধু পর্যটন ভিত্তিক নয় বরং নাগরিক সমাজের সুবিধা সম্বলিত একটি প্রচারাভিযান। কারণ এর মাধ্যমে তিউনিশিয়ার শহরগুলো পরিষ্কারের জন্য আহ্বান জানানো হয়েছে, যেগুলোর মাধ্যমে এর রাস্তাগুলো আস্তাকুঁড়ে পরিণত হয়েছে।

এই নীতির উদ্দেশ্য খুবই সহজ। এর ফলে তিউনিশিয়ার নাগরিকদের পাশাপাশি পরিষ্কার পাবলিক স্থান থেকে পর্যটকরাও সুবিধা পাবেন।

চলুন, দেশের কর্মকর্তাদের আমাদের রাস্তার আসল চেহারা এবং পরিবেশ দূষণের বাস্তব চিত্র দেখিয়ে দিই।

selfie 2

গত এপ্রিল মাসে, সরকার রাস্তায় জমে থাকা আনুমানিক ৩০০ হাজার টন আবর্জনা সরিয়ে ফেলেছে এবং পরিস্কারক শ্রমিকদের গৃহীত অসুস্থ ছুটির সংখ্যা বৃদ্ধি করেছে। দেশের বিভিন্ন অঞ্চলে কর্তৃপক্ষ এবং সুশীল সমাজের দল দ্বারা চালুকৃত একাধিক পরিচ্ছন্নতা প্রচারণা সত্ত্বেও আবর্জনার স্তুপ বেড়েই চলেছে।

selfie 1

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .