সৌদিদের উট চুম্বনের কারণ

সৌদি আরবের জনগণ তাদের প্রিয় পোষা প্রাণী – উটের ঘনিষ্ঠ হওয়া থেকে বিরত হবেন না, এমনকি মারাত্মক করোনাভাইরাসও তাঁদের এ থেকে নিবৃত্ত করতে পারবে না।  

টুইটার এবং ইউটিউবে সৌদিরা অবিরত তাঁদের প্রিয় প্রাণী উটকে চুম্বন করার ছবি ও ভিডিও পোস্ট করে যাচ্ছেন। মধ্য প্রাচ্য শ্বাস-প্রশ্বাস লক্ষণ (এমইআরএস) ঝুঁকি উট থেকে তৈরি হতে পারে বলে প্রচার করা সরকারের এই সতর্কবার্তার বিরুদ্ধে এটি মূলত এক ধরনের অসংগঠিত প্রচারণা। (# كورونا _ و _ الابل) হ্যাশট্যাগের অধীনে টুইটগুলো পোস্ট করা হচ্ছে, যার অর্থ, “পুষ্পমুকুট এবং উট”। হ্যাশট্যাগটি মরুভূমির এই প্রাণীর জন্য সৌদির জনগণের তীব্র আবেগকেই তুলে ধরছে।

যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই রোগের সংক্রমণের জন্য সম্ভবত সবচেয়ে উপযোগী পশু উৎস হল উট। এখনও পর্যন্ত এর কোন টীকা বা ভাইরাল বিরোধী চিকিতৎসা আবিষ্কৃত হয়নি।

​​টুইটার ব্যবহারকারীদের শেয়ার করা কিছু ছবি এখানে রয়েছে, যেখানে ঘোষণা করা হয়েছে, তাদের এবং তাদের উটের মধ্যে কোন রোগই বাঁধা হয়ে দাঁড়াবে না।

@ aaaa12200 এই আলোকচিত্রটি শেয়ার করেছেন:

Saudis kiss their camels in defiance of a warning that the source of a deadly disease Coronavirus could be from camels. Photograph shared on Twitter by @aaaa12200

সৌদিরা মারাত্মক রোগ করোনাভাইরাসের ব্যাপারে সতর্কবার্তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাঁদের প্রিয় প্রাণী উটকে চুম্বন করছে। টুইটারে ছবিটি শেয়ার করেছেন @aaaa12200

আর ফাহাদ বিন আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন, তিনি তাঁর উটের সঙ্গে দিনের বাকি সময় ব্যয় করবেনঃ  

Twitter user Fahad bin Abdulla shares this photograph of himself with his camel. Source: @AlHaqbani

টুইটার ব্যবহারকারী ফাহাদ বিন আবদুল্লাহ তাঁর উটের সাথের এই ছবিটি শেয়ার করেছেন। সূত্রঃ @AlHaqbani

অন্যরা এমনকি উট ও করোনাভাইরাসের মধ্যে এই সম্পর্কের কারণে তাঁদের প্রিয় উটের যত্নের আয়োজনটি দ্বিগুণ করে দিয়েছেন। নিচের ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মালিক তাঁর প্রিয় উট দুটিকে চুম্বন করেছেন। সে সময় তিনি পশুগুলোকে তাঁর মুখে কফ ফেলার জন্য বলছেন। তিনি তা করছেন এটা বোঝানোর জন্য যে তিনি তাদের থেকে আক্রান্ত হওয়ার কোন ভয় পান নাঃ 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .