২০১৪ সালের ১৪ তম সপ্তাহে রাশিয়ান ভাষায় শীর্ষ ১০ টি টুইট

Top tweets in the Russian twittersphere. Images mixed by Kevin Rothrock.

রুশ টুইটারের শীর্ষ টুইটগুলো। ছবিঃ কেভিন রথরক। 

রুনেট ইকো নতুন ধারাবাহিক সৃষ্টির প্রবণতায় রুনেট টুইটারস্ফিয়ার অনুসরণ করে যাচ্ছে। প্রতি সপ্তাহের শেষে রুনেট ইকো রাশিয়ান ভাষার শীর্ষ ১০ টি টুইট সংগ্রহ করবে। শীর্ষস্থান অধিকারকারী এই টুইটগুলো গ্লোবাল ভয়েসেসের পাঠকদের জন্য প্রকাশ করা হবে। টিজার্নাল ডট আরইউ’এর “সবচেয়ে ভালো টুইট” নির্বাচন প্রণালীর উপর ভিত্তি করে আমরা টুইট নির্বাচনের কাজটি করব। যথা সময়ে এই নির্বাচন কাজের আপডেট এখানে দেওয়া হবে এবং এগুলো এখানে সহজেই পাওয়া যাবে।

#১০ – ম্যাকডোনাল্ডসের জন্য ক্রিমিয়ার দরজা বন্ধ, ফলে ক্রিমিয়াতে এর দোকানগুলোও বন্ধ  

ম্যাকডোনাল্ডসের পরিবর্তে সিম্ফেরপোল রেল স্টেশনের কাছে আমরা একই মালিকানায় অনেকগুলো বিনামূল্যের বাথরুম তৈরি করব। #আকসেনোভ 

#৯ – নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বেশ কার্যকর। 

দয়া করে আবার টুইট করুন! 

#৮ – আড়ি পেতে শোনা

যখন আপনার বাবা-মা আপনাকে জন্ম দিয়েছেন ঘরবাড়ি পরিষ্কার করার জন্য, তখনকার সেই অনুভূতি।  

#৭ –“তথ্য যুদ্ধের” বিরুদ্ধে টেলিভিশন ব্যক্তিত্বের মত প্রকাশ।  

পূর্ণ আনন্দের সাথে কিয়েভ থেকে ফিরে এসেছি। এসে টেলিভিশন চালু করলামঃ সেই একই রকম হতাশাজনক মিথ্যার ফুলঝুরি। কৈফিয়ত বিহীন এই আতঙ্ককে বলা হয় তথ্য যুদ্ধ। 

#৬ – ভিকনতাকতের প্রতিষ্ঠাতা পাভেল দুরোভ তার সফল এপ্রিল ফুল ছলনা [গ্লোবাল ভয়েসেস রিপোর্ট] নিয়ে সংকীর্ণ আত্মতৃপ্তিতে তাকিয়ে আছেন। 

যারা ভেবেছেন আমি স্বেচ্ছায় [ইডি ডট প্রধান নির্বাহী অফিসার পদ থেকে] পদত্যাগ করব, খুব বেশি দেরীতে হলেও তাদেরকে জানাই শুভ এপ্রিল ফুল দিবস। 

#৫ – আলেক্সি নাভালনি সন্তুষ্ট নন। কেননা ভরোনেঝ অঞ্চলে করণীয় কাজের চেয়ে প্রধান নির্বাহী অফিসার আলেক্সি মিলারের জন্য গ্যাসপ্রম বেশি অর্থ খরচ করছে। 

আমি চাই [ভোট গ্রহণ সংস্থা] ভিটিসিওম আমাদের প্রিয় দেশবাসীকে জিজ্ঞাসা করুক, তারা এই বিষয়টি নিয়ে কি ভাবে। এই নির্বাচনে শতকরা ৯৯ ভাগ লোক যদি ফায়ারিং স্কোয়াডের সাহায্যে তাৎক্ষনিক কাজ সম্পাদনের প্রতি তাদের সমর্থন জানায়, তবে তাতেও আমি অবাক হব না। 

#৪ – ইন্টারনেট সেন্সরশিপ বাস্তবায়নের উপর বাঁধা প্রদান করতে আলেক্সি নাভালনির নির্দেশনামূলক পোস্ট।

দয়া করে, এই নির্দেশ গুলো পুনরায় পোস্ট করুন। কেননা, প্রতিবার পুনরায় পোস্ট করলে রসকম সেন্সরশিপকে আরও বেশি যন্ত্রণা দেওয়া যাবে। 

 http://t.co/DXuuGzEHPC মিরর: http://t.co/TIAGC7E9Hk
 

#৩ – সিরিয়ার কেসাব অঞ্চলে উপজাতি আর্মেনিয়ানদের দুরবস্থা সম্পর্কে অভিনেতাদের কথোপকথন। 

ইউক্রেনের মাইদান স্কয়ার ট্র্যাজেডির এখনও ৪০ দিন পার হয়নি। তথাপি ইতোমধ্যে বিশ্বে আরও সব দুঃখ জনক ঘটনা ঘটে গেল… কেসাবে ট্র্যাজেডি… আমরা সেসব আরমেনিয়ান লোকেদের জন্য অত্যন্ত শোকাহত!  

#২ –কীভাবে মার্কিন দাতারা কাজ করে তার ব্যাখ্যা আলেক্সি নাভালনি তার ব্লগ পোস্টে সংযুক্ত করেছেন। আলেক্সি মিলার এবং ইগর সেচিনের ছবি সহকারে তিনি পোস্টটি ব্যাখ্যা করেছেন।

রাশিয়ার বিরুদ্ধে কীভাবে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হল তা বুঝতে। ব্লগ করুনঃ http://t.co/O9laDEsOF0 ,মিররঃ http://t.co/Up3d3JfZBH

#১ – আড়ি পেতে শোনা

ঘুমাতে যাওয়ার আগে আমি “মাথার গুপ্ত ভান্ডারটিকে পরিষ্কার করার” সক্ষমতা অর্জন করতে চাই।  

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .