বিশ্বের বিভিন্ন ঘুম পাড়ানি গানঃ আপনার প্রিয় কোনটি ?

Baby sleeps

ফিলিপাইনে দক্ষিণ লুজনের একটি হাসপাতালে একটি সদ্যজাত শিশু ঘুমাচ্ছে। ছবিঃ অলিভার বেলারজা – CC BY-NC-ND 2.0

এপ্রিল পিয়েভির লেখা এই গল্পটি সারা বিশ্বের জন্য প্রকৃতপক্ষে পিআরআই ডট ওআরজিতে গত ৭ এপ্রিল, ২০১৪ তারিখে প্রকাশিত হয়েছে। প্রকাশ সূচী শেয়ারিং বিষয়ক একটি চুক্তির অংশ হিসেবে এটি গ্লোবাল ভয়েসেসে পুনরায় প্রকাশ করা হল।

সব জায়গাতেই নতুন বাবা মা একটি সাধারণ সমস্যার সম্মুখীন হন। আর সেটি হচ্ছে, বাচ্চাদের ঘুম পাড়ানো। এই সমস্যার একটি সাধারণ সমাধান হলঃ ঘুম পাড়ানি গান। 

লেখক ক্যাথি হ্যান্ডারসন ব্যাখ্যা করেছেন, ঘুম পাড়ানি গানগুলো শুধুমাত্র শিশুদেরকেই আরাম দেয় না, বরং বড়দেরও সাহায্য করে থাকে। তাঁর শিশুতোষ বই ‘হাশ, বেবি হাশ’ লেখার জন্য তিনি সারা বিশ্বের বিভিন্ন ঘুম পাড়ানি গান সংগ্রহ করেছেন। তিনি বলেন, ঘুম পাড়ানি গান বাবা মাকে “সে সব পরিস্থিতিতে সাহায্য করে, যখন বাচ্চারা তাদেরকে ভয় পাইয়ে দেয় অথবা তারা যখন বাচ্চাদের ঘুম পাড়াতে ব্যর্থ হন। বিশেষ করে, সে সব মুহূর্তে যখন বাবা মা নিজেরাই খুব বেশি ক্লান্তি বোধ করেন। তখন এই ঘুম পাড়ানি গানগুলো তাদের খুব সাহায্য করে থাকে।”

জ্যামাইকার একটি ঘুম পাড়ানি গান “হাশ বেবি হাশ” নামটি থেকে হেন্ডারসন তার বইটির নাম রেখেছেন। যার একটি সংস্করণ দ্যা কিচেন সিস্টারস রেকর্ড করেছে

লেখক আরও বলেছেন, ঘুম পাড়ানি গান কিছু নির্দিস্ট চারিত্রিক বৈশিষ্ট্য শেয়ার করে। প্রায় সব ক্ষেত্রে এগুলোতে কথা এবং সুর উভয়ই থাকে। ঘুম পাড়ানী গানের সুরটিকে অবশ্যই খুব “শান্ত ছন্দময়” এবং বরং বেশ সরু পরিসরের হতে হয়।

তিনি আরও বলেন, এ ধরনের গানের কথা যেকোন বিষয়ের উপর হতে পারে। মানবীয় আবেগ এবং মানসিক অবস্থার একটি বিস্তৃত পরিসর এসব গানের কথায় উঠে আসে।

এছাড়াও রাগ, হতাশা এবং হাস্যরস নিয়ে অনেক ঘুম পাড়ানি গান আছে। হেন্ডারসন লক্ষ্য করেছেন, “খাবার, পরিবার, দৈত্য-দানব, দুষ্টু বাচ্চা” এবং এমনি আরও অনেক কিছু নিয়েও রয়েছে ঘুম পাড়ানি গান। 

“দানদিনি দান” হচ্ছে একটি তুর্কি ঘুম পাড়ানি গান। এই গানের একটি স্তবকে বলা হয়েছে, গরু ছাগল বাগানে ঢুকে গেছে এবং কৃষক তার বাগান থেকে সেগুলোকে তাড়িয়ে বের করছে। 

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=gNWGnTtKZwA

শুধুমাত্র বাচ্চাদের বিছানায় ঘুম পাড়ানোর জন্য নয়, বরং সব ধরনের পরিস্থিতিতে ঘুম পাড়ানি গান গাওয়া হয়। উদাহরণ স্বরূপ বলা যায়, মায়েরা মাঝে মাঝে কাজ করার সময়ও ঘুম পাড়ানি গান গেয়ে থাকেন। তাদের বাচ্চাদের শান্ত করে বসিয়ে রাখতে এবং তারা যেন নির্বিঘ্নে কাজ করে যেতে পারেন তাই তারা এমনটি করে থাকেন। 

হেন্ডারসন হিসেব করে দেখেছেন, সবচেয়ে পুরাতন ঘুম পাড়ানি গানটি সাধারণ যুগের চেয়েও অনেক অনেক বছরের পুরানো। তিনি বলেছেন, গবেষকরা সবচেয়ে পুরানো সাহিত্যের মাঝে ঘুম পাড়ানি গানের সন্ধান পেয়েছেন।

পিআরআই আমাদের নতুন এ্যাপ দ্যা ওয়ার্ল্ডস লুলাবাইসে সারা বিশ্বজুড়ে জনপ্রিয় ঘুম পাড়ানি গানগুলোকে সংগ্রহ করছে এবং শেয়ার করছে। আপনি সেগুলো শুনুন এবং আমাদের বলুন, কোন গানটি আপনার পছন্দ। আপনার পছন্দের ঘুম পাড়ানি গানটি কী আপনি শেয়ার করতে চান? তাহলে আপনি গানটির রেকর্ড অথবা ভিডিও আপলোড করতে পারেন – অথবা শুধুমাত্র একটি বোতাম টিপে আপনার মোবাইল ফোন বা কম্পিঊটারে নিজে গাইতে পারেন।

এপ্রিল পিয়াভি হচ্ছেন পিআরআই দ্যা ওয়ার্ল্ডের স্টুডিও এর পরিচালক এবং প্রযোজক। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .