সুনামির ফলে চিলির উত্তরে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প

রিখটার স্কেলে ৮.২ মাত্রার একটি শক্তিশালী ভুমিকম্প ২০:৪৬ টায় চিলির উত্তরে আঘাত হেনেছে। এর ফলে সেখানে সুনামির উৎপত্তি ঘটেছে, যা সারা দেশে শঙ্কার আলোড়ন সৃষ্টি করেছে। এই ভিডিওতে তার বর্ণনা রয়েছেঃ  

https://www.youtube.com/watch?v=Wg6du5bhVqE&feature=youtu.be

ভূমিকম্পের উপকেন্দ্রটি তারাপাকা উপকূলের সামনে, কুয়া থেকে ৮৯ কিমি দক্ষিণ পূর্বে অবস্থিত ছিল। 

মানচিত্র: উত্তর চিলির ৮.২ মাত্রার ভূমিকম্পের উপকেন্দ্র

ইকুইকির দিকে আগত প্রথম তরঙ্গ আঘাত করার পূর্বেই সরকার সমগ্র তটরেখা থেকে তাৎক্ষণিক ভাবে সবাইকে সরিয়ে নেওয়ার জন্য আহ্বান করেছে।

নাকিওন ডট সিল এর এই ভাইরাল সংগ্রহে উঁচু জায়গায় অবস্থান নেওয়া চলমান মানুষের এবং ভূমিকম্প দ্বারা সৃষ্ট ক্ষয় ক্ষতির বেশ কিছু ছবি রয়েছে।

কিছু টুইটার ব্যবহারকারী সরকারের জরুরি জাতীয় অফিস (অনেমি) সহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছেন:

সুনামি সতর্কতার সময়, পায়ে হেঁটে কাছের সাক্ষাৎ পয়েন্টে চলে যান। 

আপনার পোষা প্রাণীর কথা ভুলবেন না, অনুগ্রহ করে, সেগুলোকে আপনার সাথে নিয়ে নিন। #সুনামিসতর্কতা #সুনামি #টেরেমোটো [ভূমিকম্প] #ইকুইকি #আরিকা

২০১০ সালের প্রধান ভূমিকম্পের পর সরকারের ভিন্ন প্রতিক্রিয়ার ব্যাপারে অন্যান্যরা মন্তব্য করেছেন:

তারা তাদের ভুল থেকে শিখেছে: সুনামি সতর্কতা, স্থানত্যাগ ও রাস্তায় সেনাবাহিনী নেমেছে। অবশেষে, তারা তাদের প্যান্ট পড়েছে। 

উন্নয়নশীল সংবাদ 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .