কর্মীদের বেতন বৃদ্ধিতে কম্বোডিয়ায় আবর্জনা ধর্মঘটের সমাপ্তি

কম্বোডিয়ার রাজধানী নমপেনের কয়েক শত ময়লা আবর্জনা সংগ্রহকারী তাদের মজুরি বৃদ্ধি এবং আরও উন্নত কর্ম পরিবেশের দাবিতে ধর্মঘট ডাকে। এর ফলে সেখানে গত তিন দিন ধরে জমে থাকা আবর্জনার স্তুপ সৃষ্টি হয়। কর্মীদের মজুরি কিছুটা বাড়ানোর আশ্বাস দেয়ার পর এ ধর্মঘটটি গত ৫ ফেব্রুয়ারি, বুধবারে শেষ হয়েছে।

চিনত্রি কোম্পানির চার শতেরও বেশী আবর্জনা সংগ্রহকারী তাদের মাসিক মজুরি ৬৫ ডলার হওয়ায় আন্দোলন করতে গত রবিবারে কাজ করতে অস্বীকৃতি জানায়। দাবি অনুযায়ী, মাসিক ১৫০ ডলার মজুরি, স্বাস্থ্য ভাতা এবং সপ্তাহান্তে অতিরিক্ত কর্মঘণ্টার জন্য আলাদা মজুরি না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার শপথ করে। 

কানাডিয়ান চিনটেক কোম্পানির একটি সম্পূরক প্রতিষ্ঠান হচ্ছে চিনত্রি। এটি নমপেনের ময়লা আবর্জনা সংগ্রহ করতে ২০০২ সালে ৫০ বছর মেয়াদী একটি স্বতন্ত্র চুক্তি করে।

শুরুতে কর্তৃপক্ষ কর্মীদের মজুরি সামান্য বাড়াতে সম্মত হয়েছেঃ 

চিনত্রি কর্তৃপক্ষ সাধারণ কর্মীদের জন্য মাসিক মূল বেতন ৬৫ ডলার থেকে বাড়িয়ে ৮০ ডলার এবং দিনের বেলাতে আবর্জনা সংগ্রহকারীদের বেতন ৭০.৫ ডলার থেকে ৯৫ ডলার করতে সম্মত হয়েছে। রাতের বেলা আবর্জনা সংগ্রহকারীদের বেতন ৯৭.৫ ডলার থেকে বাড়িয়ে ১১০ ডলার করার প্রস্তাব রাখা হয়েছে। এদের মধ্যে দিনের বেলা আবর্জনা সংগ্রহকারী ট্রাক চালকের বেতন ১১০ ডলার থেকে বাড়িয়ে ১২০ ডলার এবং রাতের বেলা আবর্জনা সংগ্রহকারী ট্রাক চালকের বেতন ১২০ ডলার থেকে বাড়িয়ে ১৩৫ ডলার করার প্রস্তাব রাখা হয়েছে।   

কিন্তু কর্মীরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বেশ কিছু সমঝোতা আলোচনা এবং শহরটিতে বেশ কিছুদিন ময়লা আবর্জনা জমে থাকার পর উভয় পক্ষ একটি সমঝোতায় পৌছাতে পেরেছে। রাস্তা পরিষ্কারকেরা এখন থেকে প্রতি মাসে ৯০ ডলার এবং ট্রাক চালকেরা ১৩০ ডলার বেতন পাবে। তাঁর সাথে সাথে কোম্পানির অর্থায়নে একটি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রও প্রতিষ্ঠা করা হবে। কর্মীদের উর্দির খরচ আগে কর্মীদের কাছ থেকে নেয়া হত, যা এখন থেকে আর করা হবে না

এই সংক্ষিপ্ত আবর্জনা ধর্মঘটের সময়ে নমপেনের অধিবাসীরা রাস্তায় পরে থাকা ময়লা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়ান সম্পর্কে অভিযোগ করেছে। টুইটার থেকে নেয়া তাদের কিছু প্রতিক্রিয়া নিচে উল্লেখ করা হলঃ  

এমটি @ডয়লে_কেভিনঃ নমপেনের প্রধান পোস্ট অফিসের বাইরে শহরের আবর্জনা সংগ্রহকারীদের ডাকা ধর্মঘটের তৃতীয় দিনে।  

লে পারফিউম ডু পেন সুগন্ধির জন্য কাঁচামাল তৈরি করা হচ্ছে। এটির লক্ষ হচ্ছে, এ সপ্তাহের …অথবা তাঁর চেয়েও বেশী সময়ের জন্য সুগন্ধির খেতাব জেতা। 

#গারবেজডন #কম্বোডিয়া! যদিও দূর্গন্ধ ছড়াচ্ছে, তথাপি হয় আবর্জনা সংগ্রহকারী বা পোশাক শ্রমিকদের জাগরণ দেখে আমি অভিভূত। 

“এখানে ময়লা ফেলবেন না” লেখাটি অবশ্যই আর কাজে আসছে না।  

যদিও কম্বোডিয়ার প্রথম সরকারি বাস চালুর ঘটনাটি ধর্মঘটের ঘটনার সময়েই ঘটেছে, তথাপি এ সম্পর্কে এতোটা আগ্রহ নিয়ে রিপোর্ট করা হয়নি।   

গত একমাস ধরে নমপেনে সরকারী বাস সেবা চালু আছে! কিন্তু বাস স্টপে আজ বেশী লোকজন দেখা যাচ্ছে না। তাহলে কি, আবর্জনার স্তূপের কারণে লোকজন এখানে আসেনি ?   

এই ধর্মঘট শেষ হওয়ার পর ময়লা আবর্জনা সংগ্রহকারীরা আবার রাস্তার আবর্জনা পরিষ্কার করতে শুরু করেছেন।   

তবে কি আবর্জনা সংগ্রহকারীরা আবার তাদের কাজে ফিরে গেছে ? তারা এখন উত্তর কোরিয়ার দূতাবাসের সামনে থেকে আবর্জনা সংগ্রহ করছে।  

ইইয়ে! আবর্জনা সংগ্রহকারীরা তাদের বেতন চুক্তি করে ফেলেছে এবং নমপেন পরিষ্কার হয়ে গেছে। এমটি ’’ @ইন্সটুপরঃ চিনত্রি কর্মীরা নদীর পাশে একটি ট্রাকে আবর্জনা তুলছে।

এটা শুনে ভালো লাগছে যে, চিনত্রি কর্মীরা আবার কাজে ফিরে গেছেন। গতকাল প্রায় প্রতিটি স্থান থেকে ময়লার দুর্গন্ধ বের হওয়া শুরু হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কর্মীদের এই বাড়তি বেতন তাদের প্রাপ্য।  

পোশাক কর্মীদের ডাকা একটি ধর্মঘট সরকার সহিংসভাবে ছত্রভঙ্গ করে দেয়ার পরপরই এই আবর্জনা ধর্মঘট শুরু করা হয়। পোশাক কর্মীরা নূন্যতম ১৫০ ডলার মাসিক মজুরি দাবি করেছিল। আবর্জনা কর্মীরা শুরুতে ভয় পেয়েছিল যে তাদের আবর্জনা ধর্মঘটটিও একই ভাবে ছত্রভঙ্গ করে দেয়া হয় কিনা। কারণ, শহরে সামরিক বাহিনী এবং পুলিশ বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছিল।

*ছবিগুলো @এলটিও_কম্বোডিয়া থেকে পাওয়া। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .