চীনে প্রেমিকা পেতে ১ মিলিয়ন ইউয়ান অফার!

চীনের এক ব্যক্তি প্রেমিকা চেয়ে অনলাইনে একটি পোস্ট দিয়েছেন। এরজন্য অফার করেছেন ১ মিলিয়ন ইউয়ান (১৬৫,২০০ মার্কিন ডলার)। প্রেমিকা নিয়ে বাড়ি গিয়ে নতুন বছর উদযাপন করতে তিনি এই উদ্যোগ নিয়েছেন।

ডাহে ডেইলির ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তি অনলাইনে লিখেছেন:

本人长期各地忙项目,老妈催结婚心切,所以特诚心租女友回家过年。百万现金酬劳,本人包机接送往返深圳郑州。要求女方:25岁以内,身高168cm以上,体重50kg以内,长相甜美,个人至少本科以上学历,博士或者处女优先并额外增加10%酬劳!出发当天付20万定金,结束后付全款。

The man attached a photo of a guy sitting in front of piles of money. (Photo from Weibo)

ইনিই প্রেমিকা পেতে অনলাইনে বিজ্ঞাপন দিয়েছেন। ছবি নেয়া হয়েছে উইবু থেকে।

প্রেমিকা চেয়ে অনলাইনে দেয়া মেসেজটি সবার দৃষ্টি আকর্ষণ করে। ইতোমধ্যে ৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এক দিনেই ১০ হাজারের বেশি মানুষ সেখানে মন্তব্য করেছেন। যদিও অনেক নেটিজেন বিষয়টি নিয়ে উত্সাহী নন। কেউ কেউ একে জনপ্রিয়তা কামানোর রাস্তা ভাবছেন। অনেকেই ধনী যুবকের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

আবার কেউ কেউ যোগ্য নারী নন বলে দু:খ প্রকাশ করেছেন।

সাংবাদিকরা ওই ব্যক্তির সাথে যোগাযোগ করলে তিনি প্রেমিকা ভাড়া চেয়ে পোস্ট দেয়ার কথা স্বীকার করেন। তবে তার ব্যক্তিগত তথ্য দিতে অস্বীকৃতি জানান।

এই ব্যক্তির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন থাকলেও চীনে নতুন বছর উদযাপন করতে প্রেমিক বা প্রেমিকা ভাড়া করে বাড়ি নিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। বিয়ে করার জন্য পারিবারিক চাপের কারণেই তারা এটি করে থাকেন। চীনের সবচে’ জনপ্রিয় শপিং ওয়েবসাইট টাওবাওয়ে কিছু তরুণ-তরুণী প্রেমিকা বা প্রেমিক চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন। অনেকে প্রেমিকা বা প্রেমিক হিসেবে সাময়িকভাবে সেবা দেয়ার অফার করেছেন।

বাবা-মাকে শান্ত করার জন্য কিছু তরুণ-তরুণী প্রেমিকা বা প্রেমিক ভাড়া করলেও অনেকে চায় এটা থেকে পালিয়ে বাঁচতে। গত সপ্তাহে নতুন বছর উদযাপনের সময়ে ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে একজন মা চাইনিজ মেলবোর্ন ডেইলিতে পূর্ণ পাতার বিজ্ঞাপন দিয়েছেন। তিনি তার ছেলেকে কয়েকবার জোর করে বিয়ে দিতে চেয়েছেন। কিন্তু ছেলে প্রতিবারই পালিয়ে গেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .