মধ্য প্রাচ্যের নারীদের পোশাক জরিপের প্যারোডি করলেন লেবানিজ ব্লগার

মিশিগান বিশ্ববিদ্যালয়ের করা “মধ্য প্রাচ্যের নারীদের জনসম্মুখে কি ধরণের পোশাক পড়া উচিত” প্রশ্নটি অনলাইনে বেশ মজার প্যারোডির সম্মুখীন হয়েছে। এর বিষয়বস্তু এতোটাই উদ্ভাবনমূলক যে আমাদের এ সংক্রান্ত পোস্টটির অতিরিক্ত আরেকটি পোস্টের প্রয়োজন হয়ে পড়েছে।

যখন ওয়াশিংটন পোস্টের বৈদেশিক নীতি ব্লগার মাক্স ফিশার টুইটারে এ সংক্রান্ত মূল ছবিটি শেয়ার করেন, তখন তিনি একই পত্রিকার ব্লগার টম গারার কাছ থেকে এই প্রতিক্রিয়াটি নিশ্চয়ই আশা করেন নি:

বন্ধুরা, আমার কাছে সবচেয়ে চমৎকার নিন্দুক রয়েছে। তারা খুবই সৃজনশীল!

কিন্তু নিঃসন্দেহে কার্লরেমার্ক্সের কার্ল শারোর প্যারোডিটি সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে:

আমেরিকান নারীদের জন্য জনসম্মুখে কি ধরণের পোশাক উপযুক্ত সে সম্পর্কে এই আকর্ষণীয় জরিপের আয়োজন করে একটি আরব বিশ্ববিদ্যালয়।

পিআরআই এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার প্রেরণার ব্যাখ্যা দিয়েছেন:

এটা যেন মুসলিম নারীদের ১ থেকে ৬ স্কেলে সম্পূর্ণরূপে আচ্ছাদিত থেকে সম্পূর্ণরূপে অনাচ্ছাদিত এমন পরিমাপে ফেলে দেওয়া, যা আমার কাছে বেশ অযৌক্তিক বলে মনে হয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .