জিভি অভিব্যাক্তি : সংবাদ চক্র বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সমাধান সাংবাদিকতা কি তা ঠিক করতে সক্ষম?

দক্ষিণ সুদানে সংঘাত ছড়িয়ে পড়েছে। মিশরে বিক্ষোভকারীদের প্রহার ও গ্রেফতার করা হচ্ছে। ফিলিপাইনস-এ তাইফুনের আঘাতে সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে। আমরা বিশ্বাস করি যে এই সমস্ত কাহিনীগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এগুলো যদি কেবল হতাশার সংবাদ হয় তাহলে কি হবে?

গ্লোবাল ভয়েসেস-এ, আমরা সারা বিশ্বের নাগরিকদের সেই সমস্ত কাহিনী তুলে ধরার প্রতিশ্রুতিবদ্ধ যেগুলো আলো ছড়ায়। যে কোন প্রচার মাধ্যম সংগঠনের মত, আমরাও প্রায়শই সংঘাত, রাজনৈতিক দূর্নীতি এবং পরিবেশ বিপর্যয়ের বিষয়ে মনোযোগ প্রদান করে থাকি–যে সমস্ত নাগরিকেরা এই সব কঠিন পরিস্থিতির মুখোমুখি, তাদের জন্য আমাদের সর্বাত্মক সহমর্মিতা রয়েছে এবং চাই তাদের কাহিনী সবাই জানুক। কিন্তু এমন এক সময় রয়েছে যখন জিভির দলটিও বাজফিড বা আলোচিত গুঞ্জরিত বিষয়ের সামনে মাথা নোয়াতে বাধ্য হয়, “২০১৩ সালের সবচেয়ে আলোচিত বিষয়” সারা বিশ্বের বিষণ্ণ কাহিনী তুলে ধরে। যখন এই ধরনের কাহিনীর তাজা সংবাদে ভরে যায়, তখন মনে হয় বিশ্ব দৃশ্যত এক অত্যন্ত বাজে স্থান। এমনকি তা আমাদের অসহায় হয়ে পড়ার অনুভূতি প্রদান করে। কিন্তু সম্ভবত তার সে ক্ষমতা নেই।

যদি সংবাদ আমাদের আরো সক্রিয় নাগরিক হয়ে ওঠার ক্ষমতা প্রদান করে, বিশ্বের উপর যার সত্যিকারের এক প্রভাব রয়েছে? তা সে ভালো বা মন্দ যাই হোক না কেন, যেখানে আমরা কাহিনীগুলো ইতিবাচক দৃষ্টিভঙ্গির আলোকে দেখতে পাব অথবা কঠিন পরিস্থিতিতেও যেন তা পাঠকের উপর এক প্রভাব ফেলতে পারে, এমনকি যদি তা বিশ্বের অন্য প্রান্তেও ঘটে তাহলে বিশ্বের বিভিন্ন ঘটনাবলিকে সে ভাবে উপস্থাপন করার কোন উপায় আছে কি?

এই সপ্তাহে, গ্লোবাল ভয়েসেস-এর নিজস্ব সংস্করণ জিভিফেস (গ্লোবাল ভয়েসেস-এর মুখের)-এর মাধ্যমে ২০১৩ সালকে বিদায় জানাচ্ছি। জিভির অন্যতম প্রতিষ্ঠাতা ইথান জুকারম্যান এবং জিভি নিউজরুম-এর প্রধান সম্পাদক সোলানা লারসেন ও শাহার হাবিব গাজী, জিভি এ্যাডভোকেসির সম্পাদক এলেরি রবার্টস বিডেল-এর সাথে “সমাধান সাংবাদিকতা” এবং “ভালো সংবাদ”-এর ধারণা নিয়ে কথা বলবে। “গতানুগতিক ভাবে সংবাদ তুলে ধরা। প্রচার মাধ্যমের পটভূমিতে পরিবর্তন, আমাদের নিজস্ব জিভিতে যার অনুশীলন হয়, তার সাথে যেহেতু সমাধান সাংবাদিকতার সংশ্লিষ্টতা রয়েছে” সেহেতু আমরা সমাধান সাংবাদিকতা নিয়ে আলোচনা করব। এবং আমরা উপায়ের দিকে তাকাব যেসবের মাধ্যমে সংবাদ কেবল তথ্য হবে না সাথে বিশ্বের নাগরিক হিসেবে এবং ইন্টারনেটের মাধ্যমে আমাদের ক্ষমতায়ন ঘটাবে।

এই বিষয়ে আরো কিছু পাঠ

সমস্যা:
নেতিবাচক টিভি সংবাদের মানসিক প্রভাব
সান্ধ্যকালীন দুঃসংবাদ: স্মৃতিতে জোরপূর্বক প্রদর্শিত নেতিবাচক টিভি সংবাদ চিত্রের প্রভাব
সমাধান:
ইথানের ব্লগ: এ্যাডভোকেসি সাংবাদিকতার মাধ্যমে সংবাদ রক্ষা করা
ইতিবাচক মানসিকতার মাধ্যমে উদ্ভাবনী সংবাদের সাংবাদিকতা
সমাধান সাংবাদিকতা বিশ্বকে বদলে দিতে পারে
কেন আমাদের সমাধান সাংবাদিকতার প্রয়োজন
সংবাদ বিশ্বের বাস্তবতার প্রতিফলন নয়
নতুন এক মূলধারার সমাধান সাংবাদিকতা
সমাধান সাংবাদিকতা: এটা কি ধরনের সাংবাদিকতা এবং কোন কোন বিষয় এর সাথে সংশ্লিষ্ট নয়

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .