সিরিয় সক্রিয়কর্মীঃ প্রচারমাধ্যম কর্মীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ বন্ধ করতে হবে

সিরিয়ার প্রচারমাধ্যম সংস্থাগুলো দেশটির জিহাদি দল কর্তৃক সাংবাদিকদের হয়রানি করার ঘটনা বেড়ে যাওয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। সাম্প্রতিক সময়ে ইসলামিক স্টেট অব ইরাক এন্ড সিরিয়া (আইএসআইএস) কর্তৃক অন্যায় সুবিধা গ্রহণের ফলে সিরিয়াতে এবং সারা বিশ্বজুড়ে যেসব আডভোকেসি গ্রুপ রয়েছে, তারা সবাই একটি প্রচারাভিযান শুরু করেছে। এই প্রচারাভিযানটি সিরিয়ার প্রচারমাধ্যম কর্মীদের প্রতি সহিংসতার অবসান ঘটানোর দাবি জানিয়েছে।

গ্লোবাল ভয়েসেসের আডভোকেসি গ্রুপ মুক্ত বাকশক্তির বিরুদ্ধে চরমপন্থী দলের হুমকি এবং আক্রমণের সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন। সিরিয়াতে শাসনতন্ত্রের নিয়ন্ত্রণের বাইরে থাকা এলাকাগুলোতে চরমপন্থী গ্রুপ আধিপত্য বিস্তার করেছে। যখন সিরিয়ার শাসনতন্ত্রের প্রচলিত ধারার কাজ বা দায়িত্ব, যোগাযোগ অবকাঠামোর ওপর একচেটে অধিকার এবং সাংবাদিক ও প্রচার মাধ্যম কর্মীদের বিরুদ্ধে দমননীতির প্রয়োগ সম্পর্কে সকলেই জানে, তখন তথাকথিত “স্বাধীন” ক্ষেত্রগুলোতে বাক স্বাধীনতার লঙ্ঘনের বিষয়টি একটি বিয়োগাত্মক নতুন ধারা ফাঁস করে দিয়েছে।

অন্যান্য স্থানীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে আমরা যোগ দিয়েছি। আমরা প্রেসের নির্ভয়তা এবং বাকস্বাধীনতার প্রতি সমর্থন চেয়েছি। আমরা সাজাপ্রাপ্তদের মুক্তি এবং সিরিয়াতে আইএসআইএসের কৃত অপরাধ ও প্রতারণার হাত থেকে মুক্তি চেয়েছি। ফ্রিপ্রেসফরসিরিয়া ডট কম সাইটটিতে একটি প্রচারাভিযান শুরু করার চেষ্টা চালানো হচ্ছে। 

আবেদনের বিবরণঃ সিরিয়ার জন্য স্বাধীন সংবাদ মাধ্যম

রিপোর্টারস উইথাউট বর্ডার তাঁদের শেষ রিপোর্টে উল্লেখ করেছে যে, তাঁরা সিরিয়াকে “সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপদজনক দেশ” বলে মনে করে। শাসনতন্ত্র এবং এর নিরাপত্তা বাহিনীর দ্বারা ২০১১ সাল থেকে তারা অগ্রগণ্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ২০১৩ সাল থেকে সিরিয়ার সাংবাদিকরা ধর্ম যোদ্ধা বেসামরিক বাহিনীর দ্বারা আরো বেশী হারে প্রাণঘাতী হুমকির শিকার হয়েছে।

যদি তারা উচ্চকণ্ঠে তাদের প্রতি অন্যায়ের প্রকাশ্যে অভিযোগ জানায়, তবে তারা পাল্টা দুর্ব্যবহারের মুখোমুখি হয়। আর যদি তারা মুখ না খোলে তবে তারা ধ্বংস হয়ে যাবে। সিরিয়ার প্রচার মাধ্যম প্রথম পন্থাটিই বেছে নিয়েছে। ভীতি প্রদর্শন এবং হুমকি দেওয়া সত্ত্বেও এই প্রথমবারের মত সিরিয়ার প্রচার মাধ্যম একতাবদ্ধ হয়েছে। সকল সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে করা অপরাধের অবসান চেয়ে তারা একসাথে উঠে দাঁড়িয়েছে। এটি আসলেই নজিরবিহীন এবং সত্যিকারের পরিবর্তন আনার জন্য যথেষ্ট সম্ভাবনাময় প্রচেষ্টা। প্রেসের স্বাধীনতার জন্য এই জোট গঠন এবং অসহনশীলতার বিরুদ্ধে প্রতিবাদ থেকে একটি ব্যাপক জনপ্রিয় আন্দোলনের প্রাণের সঞ্চারণ হতে পারে।

যেভাবেই হোক, সিরিয়ার প্রচার মাধ্যম এ ধরণের একটি কাজ করে একটি ভয়াবহ ঝুঁকি নিয়েছে। এ অবস্থার পরিবর্তনে যদি তারা যথেষ্ট পরিমানে জাতীয় এবং আন্তর্জাতিক সমর্থন পায় তবে তাদের এই কাজের একটি স্থায়ী প্রভাব পড়বে।

সিরিয়ার প্রচার মাধ্যমকে সমর্থন জানাতে দয়া করে এই আবেদনটিতে স্বাক্ষর করুন। কারন, তারা একটি অপরাধী শাসনতন্ত্র এবং অসহনশীল চরম ইসলামপন্থীর মাঝখান থেকে যেকোন একটিকে বেছে নিতে অস্বীকৃতি জানিয়েছে। তারা একটি তৃতীয় পথের সম্ভাবনা দেখিয়েছে। এই পথটি সিরিয়ার শাসনতন্ত্র এবং ধর্মযোদ্ধা বেসামরিক বাহিনী উভয়ের থেকে সমান দূরত্বে অবস্থিত।

এই আবেদনটিতে স্বাক্ষর করতে আভাজ ডট ওআরজিতে প্রবেশ করুন। এই আবেদনটি আরবি, ইংরেজী, ফ্রেঞ্চ এবং ইতালিয়ান ভাষায়ও পাওয়া যাচ্ছে।  

সিরিয়াতে প্রচার মাধ্যম কর্মীদের ওপর অত্যাচারের আরো কভারেজ জানতে পড়ুনঃ

গ্লোবাল ভয়েসেসে, মানবশূন্য সীমান্তঃ সিরিয়াতে সাংবাদিক অপহরণ আরো বেড়েছে

অব্যক্ত সিরিয়াতে, সিরিয়াঃ সাংবাদিকদের জন্য একটি বারমুডা ট্রায়াঙ্গেল 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .