বাংলাদেশে হিজড়া’রা ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে স্বীকৃতি পেল

বাংলাদেশে এখন থেকে হিজড়াদের আলাদা লিঙ্গ হিসেবে বিবেচনা করা হবে। সরকার গত ১১ই নভেম্বর এ বিষয়ে একটি নীতিমালা অনুমোদন করেছে। সম্প্রতি জার্মানীও তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতির ফলে পাসপোর্টসহ সব ধরনের সরকারি নথিপত্রে ব্যক্তির লিঙ্গ পরিচয় হিসেবে ‘নারী’ ও ’পুরুষের’ পাশাপাশি ‘হিজড়া’ হিসেবে চিহ্নিত করার সুযোগ থাকবে।

বাংলাদেশে বর্তমানে ১০ হাজার হিজড়া বাস করে। বাংলাদেশের সামাজিক বাস্তবতায় এ ধরনের ব্যক্তিদের ‘নিচু’ দৃষ্টিতে দেখা হয় বলে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র- সব জায়গাতেই তাদের হতে হয় নিগৃহীত, অধিকারবঞ্চিত এবং তারা দল বেধে আলাদা থাকে। বাংলাদেশের বেশ কিছু সংগঠন দীর্ঘদিন ধরে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে আসছিলেন।

সুন্দরী প্রতিযোগিতায় হিজড়া'রা! ছবি তুলেছেন মোহাম্মদ আসাদ। স্বত্ত্ব: ডেমোটিক্স (১৮/১১/২০১১)

সুন্দরী প্রতিযোগিতায় হিজড়া'রা! ছবি তুলেছেন মোহাম্মদ আসাদ। স্বত্ত্ব: ডেমোটিক্স (১৮/১১/২০১১)

নেটিজেনরা হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়াটাকে সাধুবাদ জানিয়েছেন।

হযরত বিনয় ভদ্র (@hazratb9bhodroe) এটাকে একটি বড়ো অর্জন হিসেবে দেখছেন। তিনি টুইট করেছেন:

সাবরিনা হক (@sab918) মনে করে এটা লিঙ্গ বৈষম্য কমিয়ে আনবে:

খুব ভালো খবর! বাংলাদেশ লিঙ্গ সমতার দিকে এগিয়ে যাচ্ছে। দেশের জনগণের লিঙ্গ পরিচয় নির্ধারণ করেছে।

স্মিতা গাইথ (@smitagaith) টুইট করেছেন:

ওয়াও! বেশ বড়ো স্বীকৃতি এটা! রিটুইট @sepiamutiny: বাংলাদেশে হিজড়ারা এখন আইনত আলাদা লিঙ্গ।

ব্ল্যাক মাম্বা (@Snoozfest) বলেছেন:

পশ্চিমারা চাইলে বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে। বাংলাদেশে হিজড়ারা এখন আলাদা লিঙ্গ।

সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকেই, যেমন আইরিন সুলতানা (@ireen_sl):

2 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .