তাজিকিস্তানে লেনিন: ‘সজ্জন হিটলার’ না ‘আসল নায়ক'?

১৯৯১ সালের ২১ সেপ্টেম্বরের ঘটনা। মাত্র দুই সপ্তাহ আগে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে তাজিকিস্তান স্বাধীন হয়েছে। ওইদিন উত্তেজিত জনতা দুশানবে'র কেন্দ্রস্থলে লেনিনের স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলে। মানুষজন জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে লেনিনের প্রতীক অপসারণ করে। এদিকে কিছু রাজনীতিবিদও তাদের কমিউনিস্ট আমলের স্মৃতি থেকে অব্যাহতি পেতে এটা করে।

গৃহযুদ্ধের পরপরই মধ্য এশিয়া প্রজাতন্ত্রের অনেক বলশেভিক নেতার স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলা হয়। ২০০০ সালে তাজিকিস্তানের নেতৃত্ব যখন নতুন জাতি নির্মাণ কর্মসূচী শুরু করে, তখন সারাদেশের লেনিনের স্মৃতিস্তম্ভগুলো ভেঙ্গে ফেলা হয়। তাজিকিস্তানের বেশিরভাগ শহর, নগরের কেন্দ্র থেকে ‘লেনিন দাদু’ মুছে যায়। লেনিনের স্মৃতিস্তম্ভের বদলে সেখানে জায়গায় পায় ইসমাঈল সামানি‘র স্মৃতিস্তম্ভ। তিনি দশম শতাব্দীতে তাজিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।

তাজিকিস্তানের বেশিরভাগ জেলা এবং শহরে লেনিনের স্মৃতিস্তম্ভের পরিবর্তে ইসমাঈল সামানি'র স্মৃতিস্তম্ভ জায়গা করে নিয়েছে। সামানি'র এই স্মৃতিস্তম্ভটি দুশানবে'র সেন্ট্রাল স্কয়ারের। ১৯৯১ সালে এর ঠিক বাম পাশেই লেনিনের স্মৃতিস্তম্ভটি ছিল। ছবি তুলেছেন আলেক্সজান্ডার সোদিকভ (২০১০)।

একজন ‘সজ্জন হিটলার’

সরকার তাড়াহুড়া করে লেনিনের স্থাপত্য ভেঙ্গে ফেলায় বিষয়টি নিয়ে দেশের ব্লগারদের মধ্যে বিতর্কের সুচনা করেছে। স্মৃতিস্তম্ভগুলো সোভিয়েত আমলের হওয়ায় সেগুলি ভেঙ্গে ফেলা এবং ভুলে যাওয়া উচিত বলে কিছু ব্লগার যুক্তি দিয়েছেন। কেন না এগুলো এই অঞ্চলে বলশেভিক বিজয়ের ভয়াবহ দুর্দশার কথা স্মরণ করিয়ে দেয়।

২০১১ সালের ডিসেম্বর মাসে সাংবাদিক সেলিম আইয়ুবজুদ তার ব্লগে নতুন তাজিকিস্তানে লেনিনের স্থাপত্য'র কেন স্থান নেই সেটার ব্যাখ্যা দিয়েছেন:

Ленин дар моҳи ноябри соли 1919 Михаил Фрунзеро ба ҳайси фармондеҳи Ҷабҳаи Туркистон ба Осиёи Марказӣ фиристод. Бо ин шиор, ки “мақсад ишғоли қаламрав нест, мақсад нобуд кардани ҳариф аст.” Барои ман инҳо далели кофиянд, ки ҳама чизи марбут ба Ленин ва шайкаи ӯ дар гулхан сӯзонида шавад. Пайкараҳои ӯро бояд барчид ва нобуд кард. Онҳо таърих нестанд, дарде таърих аст, ки аз он замон то ҳоло ва боз ҷовидонаҳо мардуми ҷаҳонро азият медиҳад.

১৯১৯ সালের নভেম্বর মাসে লেনিন মিখাইল ফ্রুঞ্জকে তুর্কিস্থান ফ্রন্টের কমান্ডার নিযুক্ত করে মধ্য এশিয়ায় পাঠান। ফ্রুঞ্জকে দ্রুত নিয়োগ দিয়ে পাঠানোর কারণ ছিল “এ অঞ্চল দখল নয়, সব শত্রুকে মেরে ফেলার”। আমি বিশ্বাস করি, লেনিন এবং তার সাঙ্গপাঙ্গদের সবকিছু পুড়ে দেয়ার জন্য এই তথ্যটাই যথেষ্ট। তার স্থাপত্যগুলো সংগ্রহ করে ধ্বংস করা উচিত। এই স্থাপত্যগুলো ইতিহাস নয়। ইতিহাস সেইসব দু:সহ বেদনা, যা অনেক মানুষ বহন করে চলেছে এবং সবসময় এই বেদনা বুকে পুষে রেখে যাবে।

তাজিকিস্তানে স্বাধীনতা ২১ বছর পরে লেনিনের অল্প যে কয়েকটি স্থাপত্য ছিল, তা গুঁড়িয়ে দেয়া হয়েছে। এই ছবিতে উত্তর তাজিকিস্তানের ইস্তারাভসানে লেনিনের বিশাল স্থাপত্য দেখা যাচ্ছে। ছবি তুলেছেন সার্গে আবাসিন (২০১২)। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

ব্লগাররা লেনিনকে জার্মানির ফ্যাসিবাদী নেতা এডলফ হিটলারের সাথে তুলনা করেছেন:

Агар пайкараҳо таъриханд, чаро дар Олмон пайкараҳои Адолф Ҳитлерро аз ҳама ҷо бардоштанд? Оре, Ленин Ҳитлери каме беҳтар буд, ҳарчанд шояд дар шумораи қурбониёни ҷангу террори онҳо тафовути зиёд нест. Миллионҳо нафар.

স্থাপত্যগুলো ঐতিহাসিক কারণে যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে জার্মানি হিটলারের সকল স্থাপত্য অপসারণ করেছে কেন? হ্যাঁ, স্বীকার করি, লেনিন হিটলারের থেকে সামান্য হলেও সজ্জন। তবে যুদ্ধে এবং সন্ত্রাসের পথে মানুষ হত্যার সংখ্যায় তাদের ব্যবধান খুব সামান্যই। তাদের উভয়ের নেতৃত্বে লাখ লাখ মানুষ মারা গেছেন। তোজিকজামিন লেনিনের স্থাপত্য দেখে বিহ্বল হয়ে যান। তিনি দাবি করেন:

Мо набояд аз он фаромӯш кунем, ки ҳайкал ин чизи безарар нест. Кӯдаконе ки дар муддати 11 соли хониш хар рӯз Ленинро мебинанд ҳеҷ гоҳ ватандӯстону миллатдӯстон намешаванд. Онхо доимо фикр мекунанд ки мо дар давлати Шуравӣ зиндагонӣ мекунем, яъне давлате ки аз тарафи Русия “матушка” роҳбарӣ мешавад. Ин кӯдакон доимо фикр мекунанд ки “бобои Ленин” кахрамони бузургтарини халқи тоҷик мебошад, ва аз кахрамонҳои аслии миллатамон бехабар мемонанд. Хузури даҳҳо ҳайкалхои Ленин дар ҷумҳурии соҳибистиқлоли мо барои тамоми тоҷикони ҷаҳон айб аст!

আমরা ভুলবো না যে, স্থাপত্য শুধুমাত্র ইঁট-কাঠের কাঠামো নয়। শিক্ষার্থীরা ১১ বছর ধরে স্কুলে যাওয়া-আসার পথে লেনিনকে দেখলে তাদের পিতৃভুমিকে কোনোভাবেই ভালোবাসতে পারবে না। তাদের সবসময় মনে হবে, আমরা এখনো সোভিয়েতের প্রদেশ হয়েই আছি। যা পরিচালনা করছে ‘মাতৃভুমি রাশিয়া'। তারা ‘লেনিন দাদু’-কে সবসময় তাজিকিস্তানের মানুষের নেতা হিসেবে ভাববে। তারা জানতে পারবে না তাজিক জাতির প্রকৃত নায়কদের নাম। আমাদের স্বাধীন তাজিক প্রজাতন্ত্রে লেনিনের হাজার হাজার স্থাপত্য থাকলে সারা দুনিয়ায় আমাদের কোনো সম্মান থাকবে না।

তাজিকিস্তানের পূর্বাঞ্চলের খোরোগের সেন্ট্রাল স্কয়ারে লেনিনের এই স্থাপত্যটি দীর্ঘকাল ধরেই ছিল। ২০১০ সালে এটি ভেঙ্গে এখানে সামানির স্থাপত্য প্রতিস্থাপন করা হয়। ছবি তুলেছেন আলেক্সজান্ডার সোদিকভ (২০০৯)।

একজন ‘আসল নায়ক’

যদিও কিছু নেটিজেন বিষয়টি অন্যভাবে দেখেছেন।

১৯৩৯-১৯৯২ সাল পর্যন্ত তাজিকিস্তানের উত্তরাঞ্চলের শহর খোজান্দ ‘লেনিনবাদ’ বলে পরিচিত ছিল। এখানকার লেনিনের স্থাপত্য ভেঙ্গে ফেলার সমালোচনা করে আলেক্স সোমিন তার ব্লগে লিখেছেন:

Разве этот памятник кому-то мешал? Разве мешал он нам строить новое государство, с новыми принципами и ценностями? Почему он просто не мог оставаться там, где стоял, и служить в качестве исторического памятника?

Самое обидное, что памятники и бюсты Ленина убирают по всей стране, заменяя их памятниками Сомони. Зачем? Что такое сделал Сомони, что он заслужил стоять на месте Ленина? Да, когда-то давно он основал империю, в которой таджикский язык был государственным. Но эта империя никогда не называлась “Таджикистаном” и она развалилась через 100 лет. После этого у таджиков не было своего государства, они жили под гнетом тюркских народов. А при Ленине это государство появилось. Так кто же тогда сделал больше для таджиков и для Таджикистана?

এই স্মৃতিস্তম্ভ কি কাউকে অসুবিধায় ফেলছিল? এটা কি আমাদের রাষ্ট্র এবং মূল্যবোধ গড়ে তোলায় বাধা দিচ্ছিল? একটা ঐতিহাসিক স্থাপত্য হিসেবে বিবেচনা করে আমরা এটাকে কেন একটা স্মৃতিস্তম্ভের জায়গায় থাকতে দিচ্ছি না?

সবচে’ বাজে বিষয়টি হলো, সারাদেশ থেকে লেনিনের সব স্থাপত্য উপড়ে ফেলে সেখানে সামানি'র স্মৃতিস্তম্ভ গড়ে তোলা। কিন্তু কেন? সামানি কি লেনিনের বিকল্প হওয়ার যোগ্য? হ্যাঁ, তিনি অনেক আগে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, যার রাষ্ট্রভাষা ছিল তাজিক। কিন্তু এই সাম্রাজ্যকে কখনোই ‘তাজিকিস্তান’ বলা হতো না। মাত্র ১০০ বছরের পরেই এর অবসান হয়েছিল। এরপর থেকে তাজিকদের নিজস্ব কোনো রাষ্ট্র ছিল না। তাই তাজিক এবং তাজিকিস্তানের জন্য কে বেশি করেছে?

তাজিকিস্তানের উত্তরাঞ্চলের খোজান্দ (সাবেক লেনিনবাদ) শহরে একসময় লেনিনের অনেক স্থাপত্য ছিল। ছবি তুলেছেন আলেক্সজান্ডার সোদিকভ (২২০৩)।

নিচের ব্লগে ডালনোবয়েসচিক মন্তব্য করেছেন:

Полностью согласен! Памятники Ленину нужно оставить! Это наша история, её нужно уважать. Пусть ставят новые памятники, кому угодно, но и Ленина пусть не трогают. Одно другому не мешает. История рассудит кто был настоящим героем и больше сделал для нашей страны.

আমি পুরোপুরি একমত! লেনিনের স্থাপত্য যেখানেই আছে আমাদের তা সেখানেই রাখা উচিত। এটা আমাদের ইতিহাস এখন। এটার সম্মান করা উচিত। তারা যেখানে ইচ্ছে সেখানেই নতুন স্থাপত্য নির্মাণ করুক, কিন্তু তারা লেনিনকে ভেঙ্গে সেটা করতে পারে না। ইতিহাস বলবে কে প্রকৃত নায়ক। আর কে আমাদের দেশের জন্য বেশি কিছু করেছে।

খোজান্দ শহরের লেনিন স্মৃতিস্তম্ভের শেষ দিন। ছবি তুলেছেন এশিয়া-প্লাস। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

কী করতে হবে?

স্মৃতিস্তম্ভ নিয়ে এই চলমান বিতর্কে ইতিহাস বিষয়ে তাজিক সমাজের ভিতরকার দ্বন্দ্ব এবং মূল্যবোধ উঠে এসেছে। ইতোমধ্যে সোভিয়েত আমলের যেসব স্থাপত্য সরকারী কর্তৃপক্ষ সরিয়ে নিচ্ছে সেগুলো নিয়ে কী করা যায় সে বিষয়ে কিছু তাজিক নেটিজেন আলোচনা করেছেন:

সোমিনের ব্লগের নিচের দিকে বেপারভো প্রস্তাব করেছেন:

Да я согласен что Ленин исторический памятник. Но тогда он не должен стоять в центре каждого города и поселка в Таджикистане. Он должен быть в музее. Да не нужно выкидывать эти памятники или разрушать их. Это история. Нужно их акуратно и спокойно перенести в музей.

লেনিনের স্থাপত্য ঐতিহাসিক এ ব্যাপারে আমি একমত। কিন্তু তার স্মৃতিস্তম্ভ দেশের প্রত্যেক শহর এবং গ্রামের কেন্দ্রস্থলে থাকতে পারে না। এগুলোর জাদুঘরে থাকতে পারে। তবে এই স্থাপত্যগুলো ভাঙ্গা যাবে না। এগুলো এখন ইতিহাস। এগুলোকে সতর্কতার সাথে অতিদ্রুত জাদুঘরে নিতে হবে।

তিমুর মেগ্লিয়েভ ভিন্ন একটি মতামত দিয়েছেন:

Нужно поступить умнее. Наиболее важные с исторической и эстетической точки зрения памятники Ленину нужно перенести в музеи. А все остальные – а таких по Таджикистану сотни – нужно продать посредством аукциона. Есть ведь граждане, для которых Ленин много значит. Вот пусть и покупают эти памятники и устанавливают у себя во дворе или на даче.

আমাদের আরো স্মার্ট হতে হবে। ঐতিহাসিক এবং সৌন্দর্যের দিক দিয়ে লেনিন স্থাপত্যের মূল অনেক। জাদুঘর এজন্য এটাকে নিতে পারে। এছাড়া তাজিকিস্তান জুড়ে বাকি যেসব স্থাপত্য আছে, সেগুলোকে নিলামে তুলতে হবে। যাদের কাছে লেনিনের মূল্য অনেক, তারা সেগুলো কিনে বাড়িতে রাখবেন।

স্বাধীনতার ২১ বছর পরেও অনেক তাজিক এখনো লেনিনকে শ্রদ্ধা করেন। দুশানবে শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে নতুন একটি ভবন লেনিনের শ্বেতপাথরের স্থাপত্য দিয়ে সাজানো হয়েছে। ছবি তুলেছেন ক্রিশ্চিয়ান মার্ক ব্লুয়ার। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .