সিরিয়া: জানুয়ারিতে১৮ জন সাংবাদিক নিহত

Freedom-of-the-press-worldwide-in-2013. Source: Reporters without Borders on facebook

২০১৩-এ বিশ্ব জুড়ে সংবাদপত্রের স্বাধীনতার সার্বিক পরিস্থিতি। সূত্র: রিপোটার্স উইদাউট বর্ডার্স-এর ফেসবুকের পাতা


সিরীয় সাংবাদিক সমিতি (এসজেএ) ফেসবুকে [আরবী ভাষায়] সংবাদ প্রদান করেছে যে, ২০১১ সালে শুরু হওয়া সিরীয় বিক্ষোভের পর ২০১৩-এর জানুয়ারী মাস ছিল সবচেয়ে বেশী সাংবাদিক নিহত হওয়ার মাস।

এই পাতার সংবাদ অনুসারে:

كانون ثاني/يناير الأعنف بحق الصحفيين والنشاط الإعلاميين منذ انطلاقة الثورة
في حصيلة هي الأعنف بحق رجال الإعلام منذ بداية الثورة السورية، وثقت لجنة الحريات الصحفية في رابطة الصحفيين السوريين والمعنية برصد وتوثيق الانتهاكات بحق الصحفيين والنشطاء الإعلاميين. وثقت مقتل /18/ صحفياً وناشطاً إعلامياً في شهر كانون ثاني يناير 2013 ليرتفع بذلك ضحايا الإعلام /127/

বিপ্লব শুরুর পর থেকে ২০১৩-এর জানুয়ারি মাস ছিল সাংবাদিক এবং প্রচার মাধ্যম একটিভিস্টদের জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস। এসজেএ-এর সংবাদপত্র স্বাধীনতা সমিতি, এই মাসে ১৮ জন সাংবাদিকের হত্যার ঘটনা নথিভুক্ত করেছে। এতে মোট নিহত সাংবাদিকের সংখ্যা গিয়ে দাড়ালো ১২৭ জনে।

রিপোটার্স উইদাউট বর্ডারসের ২০১২ সালের সংবাদ অনুসার, সংবাদপত্র স্বাধীনতা সুচকে বিশ্বের ১৭৯টি দেশের মধ্যে সিরিয়ার অবস্থান ১৭৬ তম। একই সাথে দেশটির রাষ্ট্রপতি বাশার আল আসাদ বিশ্বের ৩৮ জন “ সংবাদপত্র স্বাধীনতা ঘাতকের” একজন বলে বিবেচিত।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .