বাংলাদেশে ইউটিউব খুলে দেয়া হয়েছে

বাংলাদেশে দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর আবার চালু হয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব।

উল্লেখ্য, মহানবী হযরত মুহম্মদ সা.-কে কটাক্ষ করে নির্মিত মার্কিন চলচ্চিত্রকে কেন্দ্র করে গত বছরের ১৭ সেপ্টেম্বর রাতে বিটিআরসি ইউটিউব বন্ধ করে দেয়। এর আগে বিটিআরসি গুগল কর্তৃপক্ষকে ওই ভিডিও সরিয়ে ফেলার অনুরোধ করে। গুগল ভিডিও সরিয়ে ফেলতে অস্বীকৃতি জানায়।

গত ৫ জুন ২০১৩ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি ইউটিউবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। ওইদিন বিকেল থেকেই বাংলাদেশের নেটিজেনরা সরাসরি ইউটিউব দেখতে পাচ্ছেন।

Image by Wikimedia Commons user HernandoJoseAJ.  CC By -SA

ছবি উইকিমিডিয়া কমন্স থেকে। সিসি বাই-এসএ

এই ৮ মাস ইউটিউব আটকে রেখে দেশের অর্থনীতি বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সাবেক সভাপতি ফাহিম মাশরুর ডয়েশে ভেলের সাথে এক সাক্ষাত্কারে বলেছেন, এই দীর্ঘসময় ইউটিউব বাংলাদেশে বন্ধ থাকায় আউট সোর্সিং শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বছর বাংলাদেশে আউট সোর্সিং শিল্পে কাজ হয়েছে ৫৭ মিলিয়ন মার্কিন ডলারের। আর প্রবৃদ্ধি হয়েছে ৫৪%। কিন্তু গত ৮ মাস ইউটিউব বন্ধ থাকায় ধারণা করা হচ্ছে এবার এই পরিমাণ প্রবৃদ্ধি হবে না।

শুধু ব্যবসায়িক ক্ষতিই নয়, শিক্ষাক্রম বা গবেষণা উপাদান ইউটিউবে দেখতে না পারায় বাংলাদেশের অনেক শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

ইউটিউব খুলে দেয়ায় নেটিজেনদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। আনন্দে উচ্ছ্বসিত হয়ে খালেদুর রহমান (@KRSHAKIL) টুইটারে লিখেন:

@KRSHAKIL: ‘মুক্তি’ পেল ইউটিউব ফুলের মালা দিয়ে বরণ করে নিলাম! জয় স্বাধীনতা।

নীল অপরাজিতা (@oporajita789) ফেসবুক, টুইটার সবখানেই ইউটিউব মুক্তির আনন্দ-উচ্ছ্বাস দেখে টুইট করেছেন:

@oporajita789: ইউটিউব জেলখানা থেকে ছাড়া পাওয়ার আনন্দে ফেসবুক-টুইটার-এ যেদিকে তাকাই, যেখানে চোখ যায়… অইস!! খালি ইউটিউব আর ইউটিউব! #ফিলিংগ্রেট

ইউটিউব বন্ধ থাকলেও বাংলাদেশে নানাভাবে এটা দেখা যেত। সেটা স্মরণ করে আশিকুর রহমান (@ashicunnoor) টু্‌ইটারে লিখেছেন:

@ashicunnoor: ডিজিটাল বাংলাদেশের স্বাধীনতা… 🙂 সোজা পথে অনেকদিন পর ইউটিউবে হান্দাইলাম… #চৌক্ষেপানি! 🙂

৮ মাস ইউটিউব বন্ধ রাখায় সরকারের কী লাভ হয়েছে সেই প্রশ্ন তুলেছেন ব্লগার বাহাদুর বাপ্পী। তিনি সামহোয়্যার ইন ব্লগে লিখেছেন:

আমার প্রশ্ন হৈল এই ৮ মাস ইউটিউবকে আটকিয়ে রেখে সরকার কি এমন লাভ করলো??

থাম্বনেইল ছবি ফ্লিকার ব্যবহারকারী স্পেইনভিক্টর কোম্পানীর সৌজন্যে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত।

2 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .