শ্রম দিবসে দক্ষিণ পূর্ব এশিয়ায় গৃহীত পদক্ষেপ সমূহ

গ্লোবাল ভয়েসেস ১ মে শ্রম দিবসে ক্যাম্বোডিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এবং সিঙ্গাপুরে বিক্ষোভ সমাবেশ পর্যালোচনা করেছে। কর্মী ও অ্যাডভোকেসি গ্রুপের বিভিন্ন দাবীর পুনরাবৃত্তির জন্য এই অঞ্চল জুড়ে সংগঠিত সমাবেশ গুলো শান্তিপূর্ণ ছিল।

ক্যাম্বোডিয়ায়, ৬০০০ এর অধিক বস্ত্র শ্রমিক ছাত্র, এনজিও, এবং নম পেন শহরের শহুরে দরিদ্র বাসিন্দাদের সাথে যোগ দেয়। ভালো মজুরি ও উন্নত কাজের পরিবেশের দাবিতে স্বাধীনতা পার্ক থেকে জাতীয় সংসদ পর্যন্ত তাঁরা মিছিল করে।

Garment workers march in Phnom Penh, Cambodia. Photo from Licadho

পোশাক শিল্পের শ্রমিকরা ফেনম পেন, ক্যাম্বোডিয়ায় মিছিল করছে। ছবিঃ লিকাধো   

Cambodian protesters near the National Assembly

জাতীয় সংসদের কাছে ক্যাম্বোডিয়ান প্রতিবাদ কর্মীরা। ছবিঃ লিকাদো 

কমিউনিটি লিগ্যাল শিক্ষা কেন্দ্র দ্বারা আপলোডকৃত এই ভিডিওতে, ক্যাম্বোডিয় শ্রমিকের প্রধান চাহিদা ও পরিস্থিতির সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে:

Thousands of workers march in Jakarta. Photo by Ibnu Mardhani, Copyright @Demotix (5/1/2013)

জাকার্তায় হাজার হাজার শ্রমিকের মিছিল। ছবিঃ ইবনে মারধানি, কপিরাইট @ডেমোটিক্স (5/1/2013)

ইন্দোনেশিয়ায়, শ্রম দিবস উপলক্ষে হাজার হাজার শ্রমিক জাকার্তার প্রেসিডেন্ট প্রাসাদের সামনে মিছিল করে। তাদের দাবীর মধ্যে ছিল, “ন্যূনতম মজুরী লাভ, স্বাস্থ্য বীমা এবং কর্মীদের জন্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সেই সাথে আউটসোর্সিং প্রত্যাখ্যান করা”।

Workers march in Jakarta during Labor Day. Photo by Ibnu Mardhani, Copyright @Demotix (5/1/2013)

শ্রম দিবসে জাকার্তায় শ্রমিকদের মিছিল। ছবিঃ ইবনে মারধানি, কপিরাইট @ ডেমোটিক্স (5/1/2013)

ফিলিপাইনে, শ্রম গ্রুপ কিলুসাং মেয়ো উনো সরকারের শ্রম নীতির ব্যাপারে হতাশঃ

ফিলিপাইনে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের মাধ্যমে ১২৭ তম আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং তার ১১০ তম উদযাপনকে আমরা কর্মীদের বিরোধী এবং পুঁজিবাদী শাসনের স্বপক্ষে প্রেস এর অবস্থানকে তীব্র নিন্দার সঙ্গে চিহ্নিত করেছি। নয়নয় আকুইনো

আকুইনো আবারও গুরুত্বপূর্ণ মজুরি বৃদ্ধি, চুক্তিগত কর্মসংস্থানের আবর্জনা এবং ট্রেড ইউনিয়ন দমনের পদক্ষেপ গ্রহণের জন্য শ্রমিকদের দাবি বাতিল করেছেন।

Filipino workers march near the presidential palace demanding higher wages and rollback of prices. Photo from Facebook of Tine Sabillo

প্রেসিডেন্ট প্রাসাদের সামনে উচ্চ মজুরির দাবিতে ফিলিপিনোদের মিছিল। ছবিটি টিনে সাবিলো'র ফেসবুক থেকে সংগৃহীত। 

Labor Day rally in the Philippines. Photo from Facebook of Tine Sabillo

ফিলিপাইনে শ্রম দিবসের মিছিল। ছবিটি টিনে সাবিলো'র ফেসবুক থেকে সংগৃহীত। 

ম্যানিলায় শ্রম দিবসের ঘটনাগুলোর উজ্জ্বলতম অংশসমুহ ইযে মিজারেস এর আপলোড করা এই ভিডিওটিতে রয়েছে:

সিঙ্গাপুরে। ট্রানজিশনইং ডট অরগ এর গিলবারট গহ সিঙ্গাপুরে ঐতিহাসিক শ্রম দিবসের প্রতিবাদ সম্বন্ধে লিখেছেন:

আমরা উপলব্ধি করতে পেরেছি, সিঙ্গাপুরে আমরাও একটি ইতিহাস তৈরি করছি। এখনও পর্যন্ত কেউ এখানে সব পর্যায়ে শ্রম দিবসের অনুষ্ঠান করতে পারেনি। আমরা প্রথমবারের মতো এটি করতে পেরে গর্বিত।

এমনকি আমরা এখন থেকে বার্ষিক শ্রম দিবসের প্রতিবাদ কর্মসূচি পালন করব বলে ভাবছি- অন্যান্য অনেক দেশে যেটি কয়েক দশক ধরে পালিত হয়ে আসছে।

Thousands of Singaporeans assembled in Hong Lim Park on Labor Day. Photo from Facebook of Lawrence Chong

শ্রম দিবসে হাজার হাজার সিংগাপুরিরা হং লিম পার্কে জমায়েত হন। ছবিটি লরেঞ্চ চং এর ফেসবুক থেকে সংগৃহীত। 

Singaporeans participate in historic Labor Day protest to air their views on the government's population policy paper. Photo from Facebook of Lawrence Chong

সরকারের জনসংখ্যা নীতি কাগজের বিরোধিতা করে সিঙ্গাপুরিরা শ্রম দিবসে তাঁদের ঐতিহাসিক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়। ছবিটি লরেঞ্চ চং এর ফেসবুক থেকে সংগৃহীত। 

ঘটনাটি গত ফেব্রুয়ারি মাসের সমাবেশের একটি পরিণাম প্রতিবাদ, যেখানে হাজার হাজার সিঙ্গাপুরি জনগণ সরকারের জনসংখ্যা নীতি কাগজের বিরোধিতা করতে জড়ো হয়। এই ভিডিওটিতে, সিঙ্গাপুরিরা এই পদক্ষেপ সংগঠিত করা এবং এতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেনঃ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .