ঘানার প্রথম কোন সোশ্যাল মিডিয়া পুরস্কার

২৩ মার্চ ২০১৩ তারিখে তের জন ব্যক্তি এবং তেরটি সংগঠনকে সোশ্যাল মিডিয়ার অসামান্য ব্যবহারের জন্য ঘানায় একটি অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘানায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জিনে এ ক্রেটজ। এই প্রতিযোগিতার আয়োজক ছিল ব্লগিং ঘানা, একদল ব্লগার এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী, যারা ঘানা বা ঘানায় বসবাসের অভিজ্ঞতা নিয়ে লেখেন।

blogCamp2013_OnlineBadge(Winner)

ব্লগিং ঘানা’স ওয়েব সাইট বিভিন্ন ক্যাটাগেরিতে বিজয়ীদের তালিকা প্রদান করেছে, যা নীচে তুলে ধরা হল। :

  1. সেরা ব্যবসা ও বাণিজ্যিক ব্লগ-ইস্টোক এ্যানালাইসিস
  2. সেরা প্রযুক্তি ব্লগ-  টেকি আফ্রিকা
  3. সেরা সাংগঠনিক ব্লগ- আক্রা ডট আল্টা
  4. সেরা শোবিজ ও বিনোদন ব্লগ- এমিওয়াহডেবরাহ.কম
  5. সেরা একটিভিস্ট ব্লগ – এ্যাডভেঞ্চার ফ্রম দি বেড রুম অফ আফ্রিকান ওমেন
  6. সেরা সিটিজেন জার্নালিস্ট ব্লগ – সারকামস্পেক্ট
  7. সেরা লাইফ স্টাইল ব্লগ- গানিওবিন্না.কম
  8. সেরা সৃষ্টিশীল, সাহিত্য , ছোট গল্প, কবিতার ব্লগ- গানিওবিন্না.কম
  9. সেরা ফটো ব্লগ– এ উইন্ডো টু ঘানা এন্ড আফ্রিকা-নানা কফি আকুচে
  10. সোশ্যাল মিডিয়ায় উপস্থিত সেরা ব্যক্তিত্বের পুরস্কার – @মুতোম্বদাপোয়েট
  11. সেরা মৌলিক লেখার জন্য পুরস্কার পেয়েছে – কাদ জো দেভানো পোয়েট্রি
  12. সেরা ব্লগ- এ্যাডভেঞ্চার ফ্রম দি বেড রুম অফ আফ্রিকান ওমেন
  13. সোশাল মিডিয়ার কার্যক্রমে উদাহরণ সৃষ্টির জন্য সম্মানসূচক পুরস্কার- – ঘানা ডেসিডেস

ব্লগিং ঘানা ওয়েবসাইট এর মতে,১৩টি ক্যাটাগরিতে ১১২৮ টি মনোনয়নের মধ্যে ৩১৪ জন পুরস্কার লাভ করেন। প্রতিটি ক্যাটাগরিতে মনোনয়োনের সংখ্যা ছিল ৮৭ জন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .