মর্যাদা, সাহস এবং ভণ্ডামিঃ পুলিশ কর্তৃক মিশরীয় এক ব্যক্তির বস্ত্রহরণ

হামাদা সেইবার নামক এক ব্যক্তির একটি ভিডিও চিত্র সর্বত্র ছড়িয়ে পড়ে যা কিনা সিএনএন-এ পর্যন্ত দেখানো হয়, যেখানে দেখা যায় পুলিশ তাকে নির্মমভাবে পেটাচ্ছে এবং তার পরিধেয় পোষাক টেনে হিঁচড়ে খুলে ফেলছে। এই ঘটনায় সমগ্র দেশ ক্ষোভে ফেটে পড়ে এবং নাগরিকরা ঘটনাটিকে বিশ্বাসই করতে পারছিল না। মজার বিষয় হচ্ছে, অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এই লোকটির সাথে যা করা হল তা এবং সে বিষয়ে নাগরিকদের প্রতিক্রিয়া তার বিপরীতে মিশরীয় নারীদের যে নির্মম যৌন হয়রানি এবং ধর্ষণের শিকার হতে হয় সে বিষয়ে আলোকপাত করেছেন।

এখানে সেই ভিডিও চিত্রটি দেখা যাবে:

গেদা একসেইহ টুইটারে লিখেছেন:

بس الفرق بين حمادة إل اتسحل والبنات ال اتحرشو بهم واغتصابهم كبير لأن الناس تعاطفت مع حمادة الجبان ولم تهتم بالبنات الشجعان! محتاج علاج نفسي!

@গেদাএকসেইহঃ: যাকে মারধর করা হল সেই হামাদা এবং যে সমস্ত মেয়েরা যৌন হয়রানি ও ধর্ষনের শিকার হচ্ছে, তার মধ্যে পার্থক্য আসলে বিশাল, কারণ লোকে হামাদার মত একটা কাপুরুষকে সহানুভূতি দেখাচ্ছে, যেখানে তারা এই সব সাহসী মেয়েগুলোর প্রতি ভ্রুক্ষেপও করছেনা। এদের আসলে মানসিক চিকিৎসার।

সেইবার কে অনেকে কাপুরুষ বলছে কারণ, প্রচার মাধ্যমে তার প্রাথমিক স্বীকারোক্তিতে সে বলে যে আইন শৃঙ্খলা বাহিনী নয় বরং প্রতিবাদকারীরা তার বস্ত্রহরণ করেছে। এই বক্তব্যের পরেই প্রতিক্রিয়া বিভক্ত হয়ে যায়। যদিও অনেকেই তাকে কাপুরুষ বলছে, তবে অনেকে মনে করেন যে তাকে হয়ত সত্য গোপন করার জন্যে চাপ দেয়া হয়েছে, যেমনটি রাশা এজব টুইটারে লিখেছে:

اوعوا تلوموا علي حمادة صابر .اوعوا تلوموا علي واحد قضي ليلة من الذل والخوف واحنا نايمين في بيوتنا.اوسخ حاجة انك تيجي ع الضحية..ارحموا الضعيف

@রাশাপ্রেসঃ:হামাদা সেইবারকে দোষারোপ করবেন না। হামদা, যে কিনা রাতভর প্রহসন আর ভয়ের মধ্যে কাটায়, আর ঠিক তখন আমরা নিজ নিজ বাড়িতে নিশ্চিন্তে ঘুমাই, সে লোকটিকে দোষ দেয়া উচিত নয়। ভুক্তভোগীকে দোষারোপ করার চেয়ে গর্হিত কাজ আর নেই… দুর্বলদের প্রতি সদয় হোউন।

আরেকটি মজার বৈপরীত্য হচ্ছে সেইবার (যে কিনা এক মধ্যবয়স্ক ব্যাক্তি) এবং তার মেয়ের প্রজন্মের মধ্যে। সেইবারের মেয়ে তার পিতার প্রাথমিক বক্তব্যের বিরুদ্ধাচারণ করে এই মন্তব্যকে মিথ্যে বলে অভিহিত করে। দি অ্যারাবিক ব্লগ তার উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছে:

এই দুঃখজনক অধ্যায়ের সবচেয়ে অদ্ভুত অংশটি হল যে, হামাদা সেইবার ও তার মেয়ে রন্দা একটি প্রথম সারির টেলিভিশন চ্যানেলে একটি অনুষ্ঠানে একে অপরকে দোষারোপ করেন, যেখানে হামাদা এই অভিযোগ করেন যে তা মেয়ে রন্দা চ্যানেলের কাছ থেকে টাকা নিয়েছে তার বিরুদ্ধে মিথ্যে বলার জন্য।

আহমেদ তালাত যোগ করেন:

لسه الناس مش قادرة تصدق أن فيه فرق بين جيل حمادة و جيل بنته ! جيل حمادة لسه بيخاف من أمين الشرطة ! جيل بنته مابيخافش من رئيس الجمهورية ..

@আহমেদতাল৩টঃ:জনগণ এখনো বুঝে উঠতে পারছে না যে হামাদা ও তার মেয়ের প্রজন্মের মধ্যে পার্থক্য রয়েছে। হামাদার প্রজন্ম এখনো পুলিশকে ভয় পায়, যেখানে তার মেয়ের প্রজন্ম রাষ্ট্রপতিকেও ভয় পায় না ।

অবশেষে, নিজের প্রাথমিক বক্তব্যের প্রতি পরিবার ও মিশরীয় জনগণের প্রতিক্রিয়া দেখে, সেইবার তার সাক্ষ্য পরিবর্তন করে। সে প্রতিবাদকারীদের নিকট ক্ষমা চায়, এবং বলে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে মারধর ও বিবস্ত্র করেছে । সে আরো জানায় যে প্রাথমিক সাক্ষ্য দেয়ার জন্যে সে কারো কাছ থেকে কোন টাকা গ্রহণ করেনি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .