- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

বাংলাদেশঃ শাহবাগ প্রজন্ম চত্বরের কিছু ভিডিওচিত্র

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, চলচ্চিত্র, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রতিবাদ, রাজনীতি

রাজধানী ঢাকার শাহবাগ [1]চত্বর তথা প্রজন্ম চত্বরে আন্দোলনের বয়স আজ চৌদ্দ দিনে পা দিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ লুটপাট ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ জামাতে ইসলামী [2]ও বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) [3] এর কয়েকজন নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। ট্রাইবুনাল ইতোমধ্যেই দুজন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে রায় ঘোষণা করেছে।

গত ৫ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে বাংলাদেশ জামাতে ইসলামীর [2] সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে  ১৯৭১ সালে ৩৪৪ জনকে হত্যা, ধর্ষন, অগ্নিসংযোগ ও মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারক  যাবজ্জীবন কারাদণ্ড প্রদান [4] করেন। জনগণ বিচারের এ রায়কে প্রত্যাখ্যান করে ব্লগার্স এন্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক [5] (বোয়ান) এর আহ‌বানে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ [1] চত্বরে সমবেত হয়।

Demonstration Continues at Shahbag. Image by Zahidul Salim. Cpyright Demotix (18/2/2013) [6]

শাহবাগে প্রতিবাদ চলছে। ছবি জাহিদুল ইসলামের। কপিরাইট ডেমোটিক্স (১৮/২/২০১৩)

এ আন্দোলনের বিষয়ে কিছু ভিডিওচিত্র নিচে দেওয়া হলঃ

ইয়েলো রোজ সিনে- এর পরিচালক দীপু [7] তাঁর ফেসবুকে শাহবাগ আন্দোলন নিয়ে করা এ ভিডিওটি [8] শেয়ার করেছেন-

http://vimeo.com/59197524

আহসান উল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজীর ছাত্র কাজী সুদীপ্ত [9] ইউটিউবে নিচের ভিডিওটি [10] আপলোড করেনঃ

তাসমিয়া তাহসিন [11] ইউটিউব-এ নিচের এ ভিডিওটি [12] শেয়ার করেছেন:

এনামুল হক ভিমিওতে এ্‌ই ভিডিওটি আপলোড করেছেন – সাদ মাহমুদের [13] দ্যা আপরাইজিং (জাগরণ) [14]

শাহবাগ আন্দোলন নিয়ে প্রতিদিনই রচিত হচ্ছে প্রতিবাদী গান, কবিতা, ব্যংগচিত্র, নাটক। প্রদর্শিত হচ্ছে মুক্তিযুদ্ধের নাটক, চলচিত্র, পোস্টার ও কার্টুন। এ আন্দোলনে রচিত গান ভিডিও ও ডকুমেন্টারিগুলো একসাথে পাওয়া যাবে শাহবাগ গণজাগরণের সকল ভিডিও-গান ডকুমেন্টারী [15]শাহবাগ গণ আন্দোলনে [16]

আন্দোলনকারীরা তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

[এ পোস্টটিতে সহায়তা করেছেন দীপু]