ইকুয়েডর: হাস্যরস এবং নির্বাচনকাল

[অন্যকিছু বলা না হলে সমস্ত সংযোগ স্প্যানিশ ভাষার পৃষ্ঠাগুলোতে যাবে]

নির্বাচনের সময়টি ইকুয়েডরে খুবই আলাদাভাবে অনুভূত হয়। বর্তমান রাজনৈতিক প্রচারণায় রাস্ট্রপতি পদপ্রার্থীদের সংগঠিত কাফেলা আর চলমান বিতর্ক ছাড়াও হাস্যরস এবং বিদ্রুপ সদাই উপস্থিত। বিভিন্ন মিডিয়া সাইট যেমন লা রিপুবলিকা (প্রজাতন্ত্র)দিয়ারিও হয় এবং এক্সপ্রেসো [সবগুলোই জাতীয় সংবাদপত্র] রিপোর্ট করেছে যে জাতীয় নির্বাচনী পর্ষদ (সিএনই) ¨লা ফেরিয়াত্তা¨ ভিডিওকে সিআরইও আন্দোলনের জাতীয় পরিচালক রাষ্ট্রপতি পদপ্রার্থী গুইলের্মো ল্যাসো’র বিরুদ্ধে নোংরা প্রচারণা অভিহিত করে নিন্দা করার পর তিরস্কার করার সিদ্ধান্ত নিয়েছে। সিএনই এছাড়াও (বর্তমান) রাষ্ট্রপতি এবং নির্বাচনে পুণরায় পদপ্রার্থী রাফায়েল কোড়িয়ার উপর আক্রমণ গণ্য করে ¨ছোট্ট রাজা এবং তার পারিষদ¨ ভিডিও’র বিপক্ষে মত দিয়েছে।

রাজনৈতিকভাবে ভ্রান্ত ইউটিউব চ্যানেলে লা ফেরিয়াত্তা পাওয়া যাবে:

রাষ্ট্রপতি পদপ্রার্থী আলবের্তো আকোস্তার ইউটিউব চ্যানেলে ছোট্ট রাজা এবং তার পারিষদ পাওয়া যাবে:

অন্যদিকে, রূপ্তুরা২৫ আন্দোলনের (@রূপ্তুরাইসি) প্রার্থী মারিয়া পলা রোমো’র (@মারিয়াপলারোমো) উপর গোঁফ আঁকা অভিযোজিত ছবিটি সামাজিক মিডিয়া নেটওয়ার্কে ব্যাপক প্রচারিত হয়েছে। #লুকরূপ্তুরা২৫ এবং #আত্রেভেতে আ রোম্পের [ভাঙ্গার সাহস] ট্যাগসহ আন্দোলনের সমর্থকবৃন্দ একই রকম গোঁফ পরা ছবি প্রকাশ করে তাদের সমর্থন প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে।

সোফিয়া মেরিনো  (@সোফিমেরিনো) তার টুইটার একাউন্টের মাধ্যমে রূপ্তুরা২৫ আন্দোলনের প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন:

@সোফিমেরিনো@রূপ্তুরাইসি #লুকরূপ্তুরা২৫#আত্রেভেতেআরোম্পের twitpic.com/bz3fh4

সোফিয়া মেরিনো আর @সোফিমেরিনো-এর ছবি

অন্যান্য ব্যবহারকারীদের মত বের্ণার্দা অর্দনেজ (@বের্ণার্দাওএম) তার গোঁফ নিয়ে খেলা করা একটি ছবি ভাগাভাগি করেছেন: 

@বের্ণার্দাওএম#লুকরূপ্তুরা২৫ @মারিয়াপলারোমো @ফেলিপেআব্রিলাম @রূপ্তুরাইসি pic.twitter.com/l13aKOHm

বের্ণার্দা অর্দনেজ এম @বের্ণার্দাওএম-এর ছবি

ব্যবহারকারী আন্দ্রে জাম্ব্রানো (@_আন্দ্রেজডাব্লিউজেড) #লুকরূপ্তুরা২৫ আন্দোলনে যোগদান করেছেন:

@_আন্দ্রেজডাব্লিউজেড: @ভানআরেইয়ানো  আগে থেকেই আমার একটি গোঁফ আছে #লুকরূপ্তুরা২৫ pic.twitter.com/ReH2mixf

আন্দ্রে জামব্রানোর ছবি@_Andreswz

ফেসবুক পৃষ্ঠা রূপ্তুরা দে লস ২৫ [২৫-এর বিস্ফোরণ], #লুকরূপ্তুরা২৫ আন্দোলনের সমর্থনে গোঁফবিশিষ্ট নাগরিকদের ছবির গ্যালারি প্রকাশ করেছে।

৩০শে জানুয়ারী, ২০১৩ তারিখে  এল ইউনিভার্সো তার ব্যাঙ্গচিত্র বিভাগে পরিচালকের প্রতি একটি চিঠি প্রকাশ করেছে। দুই পদপ্রার্থী রাফায়েল কোড়িয়া এবং জর্জ গ্লাস জেভিয়ার বোনিলার ব্যঙ্গচিত্রের ফলে তাদের ক্ষতিগ্রস্ত ভাবমূর্তির জন্যে পত্রিকাটিকে একটি ক্ষমাপ্রার্থণা (কৈফিয়ৎ) ছাপানোর অনুরোধ করে চিঠিটি পাঠিয়েছে। এছাড়াও এতে ইকুয়েডরের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক সভাপতি পেদ্রো দেলগাদো, তার উপ-রাস্ট্রপতি হোর্খে গ্লাস, যোগাযোগ সচিব ফের্ণান্দো আলভারাদো এবং তার ভাই জাতীয় জনপ্রশাসনের সচিব ভিন্সিও আলভারাদোকে যুক্ত করে লেখাচুরির ঘটনার উল্লেখ করা হয়েছে। সংবাদমাধ্যম সম্পূর্ণ চিঠিটি প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার ফলে বিভিন্ন রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জেভিয়ার বোনিলা  (@বোনিলকারিকাতুরা) তার টুইটার একাউন্টে প্রার্থীদের বিরক্ত করা ব্যঙ্গচিত্র প্রকাশ করেছেন:

@বোনিলকারিকাতুরা: যে অংকনটি মহামান্যকে বিরক্ত করেছে pic.twitter.com/LvYD0FW7

Caricature taken by the Twitter user Xavier Bonilla (@bonilcaricatura)

কার্টুন জাভিয়ের বোনিলার সৌজন্যে (@bonilcaricatura)

জনগণ প্রতিটি প্রস্তাব বিশ্লেষণ করে তাদের নতুন রাষ্ট্রপতি, ভাইস রাষ্ট্রপতি এবং অন্যান্য পরিষদ সদস্যদের বেছে নেওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে ইকুয়েডরের পরিবেশে হাস্যরস, বিদ্রুপ এবং সূক্ষ্ম আরো কিছু অনুভূত হয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .