- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

সৌদি এক্টিভিস্টদের বিচার মুলতবি, নোটিশ ছাড়াই

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., সৌদি আরব, আইন, নাগরিক মাধ্যম, মানবাধিকার

এই পোস্টটি আমাদের সৌদি আরবে বিচারাধীন সংস্কারপন্থী [1]  সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

আজ [৪ঠা ফেব্রুয়ারি, ২০১৩]  সৌদি রাজনৈতিক ও নাগরিক অধিকার সংস্থার (এসিপিআরএ) সহ-প্রতিষ্ঠাতা ড. আব্দুলকরিম আল-খুদর [2] এর একটি নতুন বিচার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতাদের দু’জন ড. আব্দুল্লাহ আল-হামিদ এবং ড. মোহাম্মদ আল-কাহতানি ইতোমধ্যেই বিচারাধীন [1] এবং গত ছয় মাস ধরে বিতর্কিত সাপ্তাহিক জিজ্ঞাসাবাদ চলছে। রাষ্ট্রের সরকারি অবস্থানের বিরুদ্ধাচরণ করে ইসলামী দৃষ্টিকোন থেকে মামলাটিকে রাজনৈতিক ও নাগরিক অধিকারের জন্যে বানানো কয়েকটি পত্রে [3]র লেখক আল-খুদর।

বিচারটি আল-খুদর যেখানে বসবাস করেন রাজধানী রিয়াদ থেকে ৩০০ কিলোমিটার দূরে সেই বুরাইদাহতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিচারে উপস্থিত থাকার জন্যে খুব সকালে আল-হামিদ এবং আল-কাহতানিসহ জনা দশেক এক্টিভিস্টকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু (তারপর) তাদেরকে বলা হয়েছিল যে বিচারক সেখানে যাবেন না।

Dr. al-Khudr (right) outside the court building. via alajmi01

আদালত ভবনের বাইরে ড. আল-খুদর (ডান দিকে)। @আলআজমী০১ এর মাধ্যমে

আদালত ভবনের বাইরে চিত্রগ্রহণ করা একটি ভিডিও [4]তে আল-কাহতানি বলেছেন [আরবী ভাষায়]:

أنا أعلمك بالهدف. الهدف هو أنهم يعرفون أن الناس سيأتون للمحاكمة اليوم ولذلك فهم يريدون إلغاء المحاكمة حتى لا يأتيون الناس المرة القادمة. سنأتي وسنأتي وسنأتي.

তাদের লক্ষ্য কী আমি আপনাদেরকে বলবো। তাদের লক্ষ্য হলো,  আজকে শুনানির সময় জনগণের উপস্থিত থাকার কথা শুনে অধিবেশন বাতিল করা, যাতে জনগণ পরের বার উপস্থিত না হয়। আমরা উপস্থিত থাকবো। আমরা উপস্থিত থাকবো। আমরা উপস্থিত থাকবো।

এই পোস্টটি আমাদের সৌদি আরবে বিচারাধীন সংস্কারপন্থী [1]  সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।