আর্জেন্টিনীয় ম্যাক্সিমা জোরেগিয়েতা নেদারল্যান্ডের রাণী হবেন

নেদারল্যান্ডের রাণী বিয়েত্রিচের সিংহাসন থেকে অবরোহণের খবরে ম্যাক্সিমা জোরেগিয়েতা [স্প্যানিশ ভাষায়] হ্যাশট্যাগ টুইটার নেটওয়ার্কে বহুল আলোচিত বিষয় হয়ে ওঠে। আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী ম্যাক্সিমা প্রিন্স উইলিয়াম আলেকজান্ডার, অরেঞ্জ-নাসাউ রাজকুমারকে বিয়ে করে নেদারল্যান্ডের রাণী হবেন।

ছবি হোল্গের মোৎজকাউ, উইকিমিডিয়া কমন্স থেকে এট্রিবিউশনসহ নেওয়া।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আর্জেন্টিনীয় টুইটার ব্যবহারকারীরা, যেমন হুয়ান ক্রুজ মাল্ডোনাদো (@চাংক্রা_বালক)  টুইট করেছেন [স্প্যানিশ ভাষায়]:

@Chankra_Lad: Máxima Zorreguieta sera la reina de Holanda. Tipico, los argentinos triunfando afuera de Argentina

@চাংক্রা_বালক [স্প্যানিশ ভাষায়]: ম্যাক্সিমা জোরেগিয়েতা নেদারল্যান্ডের রাণী হবেন। এটা একেবারে সাধারণ ব্যাপার, আর্জেন্টিনা থেকে কোন আর্জেন্টিনীয় উত্তরাধিকারী হবে

Dটুইটার প্রোফাইল অনুসারে রাজপদ এবং এর ইতিহাস সম্পর্কে উৎসাহী  দারিও সিলভা দা’ন্দ্রেয়া (@দারিউসবাইরেস)  লিখেছেন  [স্প্যানিশ ভাষায়]:

@DariusBaires: Los reyes holandeses abdican; los reyes ingleses mueren, los reyes españoles… a ellos los echan.

@দারিউসবাইরেস [স্প্যানিশ ভাষায়]: ডাচ রাজবংশীয়রা অবরোহণ করেন, ইংরেজ রাজবংশীয়রা মৃত্যুবরণ করেন, স্প্যানিশ রাজবংশীয়রা… যারা নিক্ষিপ্ত হন।

ফেদেরিকো ক্রোসে (@ফেদেরিকোক্রোসে) রাজ্যাভিষেক থেকে বঞ্চিত হতে চান না এবং টুইট করেছেন যে তিনি সেখানে যেতে চান। তবে, অন্যান্য আর্জেন্টিনীয় টুইটার ব্যবহারকারীরা এতে একমত নন এবং (তারা) ম্যাক্সিমার নতুন অভিষেক উদযাপন না করার পক্ষে, ঠিক যেমন মাদিয়াস কার্নাগি (@মাদিয়াসকার্নাগি) লিখেছেন [স্প্যানিশ ভাষায়]:

@MathiasCarnaghi: Festejar que Máxima Zorreguieta sea reina es seguir avalando la monarquía en el mundo. Dejen de estar al pedo [de estar ociosos] y gastar la guita de la gente!

@মাদিয়াসকার্নাগি: ম্যাক্সিমা জোরেগিয়েতা রাণী হওয়া উদযাপন করার মানে হলো বিশ্বে রাজতন্ত্র সমর্থন করা। অলস হওয়া এবং জনগণের অর্থ খরচ করা বন্ধ করুন!

এছাড়াও #ওলান্দা [নেদারল্যান্ড] হ্যাশট্যাগ স্থানীয়ভাবে চাউর হয়ে উঠে।

আর্জেন্টিনীয় সামরিক স্বৈরশাসনে কণের পিতার পূর্বেকার ভূমিকার কারণে উইলিয়াম এবং ম্যাক্সিমার বিয়ে প্রায় ভেস্তে গিয়েছিল। কোমার ভিহার আমার (ভোজন ভ্রমণ প্রেম) [স্প্যানিশ ভাষায়] ব্লগ এই বিষয়ে [স্প্যানিশ ভাষায়] লিখেছে:

El noviazgo con Máxima en 1999 y su boda por amor, que estuvo a punto de frustrarse debido al pasado del padre de la novia, hicieron del príncipe una figura muy popular.

Guillermo y Máxima, la pareja herederacontrajeron matrimonio en 2002 en la Iglesia Nueva de Ámsterdam. El padre de ella no pudo acudir por el rechazo que creó en la clase política holandesa el hecho de que hubiera ejercido un cargo público durante la última dictadura militar argentina (1976-1983), cuando se desempeñó secretario de Agricultura y Ganadería.

১৯৯৯ সালে পিতার অতীতের কারণে ম্যাক্সিমার বাগদান এবং ভালবাসার বিয়ে প্রায় ভেঙ্গে যাবার উপক্রম হলে ঘটনাটি রাজকুমারকে খুবই জনপ্রিয় একজন ব্যক্তিতে পরিণত করে।

গিলের্মো (উইলিয়াম) এবং ম্যাক্সিমা, রাজদম্পতি  [স্প্যানিশ ভাষায়] ২০০২ সালে আমস্টারডামের নিউ কার্কে (নতুন চার্চ) বিয়ে করেন। সর্বশেষ আর্জেন্টিনীয় সামরিক একনায়কতন্ত্রের সময় (১৯৭৬-১৯৮৩) একটি সরকারী পদে – কৃষি ও পশুসম্পদ মন্ত্রী – থাকায় ডাচ রাজনৈতিক শ্রেণী কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে তার পিতা বিয়েতে উপস্থিত থাকতে পারেন নি।

ম্যাক্সিমা ডাচ জনগণের হৃদয়-মন জয় করেছেন এবং ৩০শে এপ্রিল, ২০১৩ তারিখে নেদারল্যান্ডের ভবিষ্যৎ রাণী হিসেবে তার রাজকীয় অভিষেক প্রত্যাশিত।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .