ব্রাজিল: পিনহেয়ারিনহো থেকে উচ্ছেদকৃত পরিবারেগুলো এখনো যথাযথ আশ্রয়হীন

সাও পাওলো রাজ্যের সাও হোজে ডস ক্যাম্পো শহর থেকে “পিনহেয়ারিনহো গণহত্যা” হিসেবে পরিচিত সহিংস উচ্ছেদের এক বছর পরে পিনহেয়ারিনহো বসতি থেকে ২২শে জানুয়ারী, ২০১২ তারিখে উচ্ছেদকৃত পরিবারেগুলোর আশু এবং স্থায়ী সমাধান দাবি করেছে [পর্তুগীজ ভাষায়] এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ব্রাজিল।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .