- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

বাহরাইন নাগরিক সাংবাদিকদের জন্য স্বর্গ নয়

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., বাহরাইন, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, বাক স্বাধীনতা, মানবাধিকার

এই প্রবন্ধটি বাহরাইন বিক্ষোভ ২০১১ সম্বন্ধে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ [1]

বাহরাইনি পুলিশের মারা চড়ের ভিডিও দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ার পর [2] স্বরাষ্ট্রমন্ত্রী একটি বিবৃতি প্রদান করেন যেখানে তিনি উল্লেখ করেন “ যদি কেউ এ রকম কোন ঘটনার ভিডিও ধারণ করে, তাহলে যেন সাথে সাথে [3]” কর্তৃপক্ষকে সংবাদ প্রদান করে। এর ঠিক দুদিন পরে এবং এই বিবৃতির বিপরীতে একজন ফটো সাংবাদিককে গ্রেফতার করার ঘটনা সবাইকে হতভম্ব করে দেয়।

[4]

ফোটো সাংবাদিক আহমেদ হুমাইদান এবং তার আমেরিকান ফটোগ্রাফিক সোসাইটির সদস্যপদ-এর @আহমেদআলফারদান১ [4] দ্বারা প্রকাশিত

দি ইউরোপিয়ান বাহরাইন অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস নামক সংস্থা টুইট করেছেঃ

@ইবিহিউমানরাইটস [5]: গতকাল মাঝরাতে বাহরাইন সিটি সেন্টার মল থেকে থেকে গ্রেপ্তারকৃত তরুণ ফটোগ্রাফার আহমেদ হুমাইদান এখনো নিঁখোজ।

ফটোসাংবাদিক আহমাদ আলফারদান এর সাথে যোগ করেছে :

@আহমেদআলফারদান২ [6]: বাহরাইন সিটি সেন্টার থেকে ১৫ জনের বেশী ছদ্মবেশী পুলিশ হুমাইদানকে ধরে নিয়ে গেছে#ফ্রিহুমাইদান#ফ্রিবাহফটোগ্রাফার# #sitrapic.twitter.com/pSeM9YgJ

সাইয়েদ হুসাইন লিখেছেন:

@ওয়েলক্সটি [7]: #বাহরাইনের ফটোগ্রাফার এবং সাংবাদিকদের জন্য একটা কালো দিন। পুরস্কার বিজেতা নাগরিক ফটো সাংবাদিক #ফ্রিহুমাইদানকে গতকাল গ্রেফতার করা হয়েছে pic.twitter.com/c4ak9VFH

[8]

নিজের তোলা বিভিন্ন পুরস্কার বিজয়ী ছবিসহ আহমেদ হুমাইদান, এবং তার গ্রহণ করা কিছু পুরস্কার।

কুয়েতের লেখক এবং মানবাধিকার একটিভিস্ট হাদেল বুকারিইস টুইট করেছে:

بعد افلات قتلة المصور أحمد اسماعيل يتم استهداف المصور احمد حميدان في البحرين بإعتقاله

@হাদেলবুকারিইস [9]: ফটো সাংবাদিক আহমেদ–এর হত্যার ঘটনা কৌশলে এড়ানোর কৌশল হিসেবে আহমেদ হুমাইদিন লক্ষ্যবস্তু বানানো হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে

আহামেদ একজন ভিডিওগ্রাফার যিনি গত বছর সালামবাদ নামক এলাকায় এক বিক্ষোভের ছবি ধারণ করার সময় নিহত হন [10]। এক বেসামরিক নাগরিকের গাড়ি থেকে তাকে গুলি করা হয়।

দি দোহা সেন্টার ফর মিডিয়া ফ্রিডম এক বিবৃতি [11] জারি করেছে যেখানে বলা হচ্ছে :

হুমাইদান–এর দ্রুত মুক্তির দাবীতে এবং তার সম্বন্ধে তথ্য অনুসন্ধানে দোহা সেন্টার ফর মিডিয়া ফ্রিডম বাহরাইন ইয়োথ সোসাইটির সাথে যুক্ত হচ্ছে.

ফটো সাংবাদিকতায় হুমাইদান ১৪০টির বেশী আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে এবং ফটোগ্রাফি প্রতিযোগিতায় সর্বোচ্চ পুরস্কার জেতার তালিকায় তিনি দ্বিতীয় আরব।

 

জইনাব হাশেমি এর সাথে যোগ করেছে:

دائماً يخافون ممن ينشر عنفهم و تعنجهم لذا إختطفوه ، غداً ستصفق سميرة رجب و تقول كعادتها : لدينا حرية في الصحافة في البحرین

@জইনাবহাশেমি [12]: তারা সবসময় তাদের এই শক্তি এবং নিষ্ঠুরতা প্রদর্শনের বিষয়টির প্রকাশ হয়ে যাওয়া নিয়ে শঙ্কিত, তাই তারা হামাইদানকে গ্রেফতার করেছে, আগামীকাল সামেরা রাজেব [বাহরাইনের তথ্যমন্ত্রী] আমাদের আগের মতই বলবে, বাহরাইনের সংবাদপত্রের স্বাধীনতা রয়েছে।

এই প্রবন্ধটি বাহরাইন বিক্ষোভ ২০১১ সম্বন্ধে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ [1]