- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

“নারীদের কি সুন্দরী হওয়া উচিত?”

বিষয়বস্তু: পশ্চিম ইউরোপ, স্পেন, নতুন চিন্তা, নাগরিক মাধ্যম, লিঙ্গ ও নারী

প্রশ্নটি নাদি২৩১০ তাঁর ব্লগ পোস্টে উত্থাপন করেছেন, “নারীদের কি সুন্দরী হওয়া উচিত?” [1] তিনি লিখেছেন [স্প্যানিশ ভাষায়]:

আজ আমি বলতে চাই ঐ সমস্ত নারীদের যারা অন্যান্য নারীর দৈহিক সৌন্দর্যের সমালোচনা করে, যে যথেষ্ট হয়েছে !!!

নারীদের তন্বী বা সুন্দর দেহের দাবি থামান। পত্রিকার নারী সংস্থাগুলো, পুরুষের চোখ দিয়ে তাঁদের দেখা বন্ধ করুণ।

এমনকি তিনি স্বীকার করেন যে তিনিও এমন ব্যবহার করেছিলেন এবং বলেন যে “সৌন্দর্য চেহারাকে ছাড়িয়ে যায়”।