- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মিসরে তাঁরা গাছ হত্যা করছে

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., মিশর, নাগরিক মাধ্যম, পরিবেশ, শিল্প ও সংস্কৃতি

ফার্মাসিস্ট ও মিসরীয় ব্লগার মাইকেল হান্না কায়রোর হেলিওপোলিস শহরতলীতে গাছ হত্যা ও পুরোনো বাড়িঘর ভাঙ্গার বিষয়ে তিনি শোক প্রকাশ করা অব্যাহত রেখেছেন। তিনি তাল গাছের জন্য গাঁথা [1] [আরবি] রচনা করেন।

তিনি তিন মাস আগে সম্ভবত এলাকার সবচাইতে প্রাচীন গাছের ছবি তুলেন। এর পর ব্লগে লিখেন তিনি:

لعل هذه كانت النخلة الأطول والأقدم في مصر الجديدة، عمرها من عمر الضاحية نفسها.
সম্ভবতঃ এই তাল গাছটি হেলিওপলিস এলাকার উচ্চতম ও প্রাচীনতম। সম্ভবতঃ এ শহরতলীর মতই প্রাচীন।
হেলিওপোলিস শহরতলীর আল আহরাম সড়কের একটি প্রাচীন তাল গাছ। [1]

হেলিওপোলিস শহরতলীর আল আহরাম সড়কের একটি প্রাচীন তাল গাছ।

হান্না আরও বলেন:

الصور بالأعلى ملتقطة منذ حوالي ثلاثة أشهر. أمس مررت بالمكان، وفوجئت بأن شخصا ما قرر إنهاء حياتها، ولم يتبق منها سوى هذا. بقايا جذع ومجرد حفرة يحشر فيها الناس القمامة.
উপরের ছবিটি তিন মাস আগের তোলা । গতকাল আমি যখন ঐ এলাকার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন অবাক হলাম এই ভেবে যে কেউ একজন এর জীবননাশের সীদ্ধান্ত নিয়েছিলেন। পরে আছে কেবল গাছের গুড়ির অবশিষ্টাংশ আর একটা গর্ত, যে গর্তে লোকেরা ময়লা ফেলে।
A hole, where people throw trash, where a palm tree once stood [1]

গর্ত, লোকেরা এখানে ময়লা ফেলে, এক সময় এখানে তাল গাছ ছিল।