সামরিক বিচারের মুখোমুখি সিরিয়ান নেট নাগরিকের জন্য #ফাস্টফরবাসেল প্রচারাভিযান শুরু

এই পোস্টটি আমাদের সিরিয়া প্রতিবাদ ২০১১/১২ এর বিশেষ কভারেজ একটি অংশ। 

বাসেল খারতাবিল, যিনি বাসেল সাফাদি নামেও পরিচিত, এখন সিরিয়াতে সামরিক বিচারাধীন রয়েছেন। সেখানে তাঁকে একজন আইনজীবি নিতে অস্বীকৃত জানানো হয়েছে। ওপেন সোর্স সফটওয়্যার প্রকৌশলী এবং ক্রিয়েটিভ কমন্সের এই স্বেচ্ছাসেবক গত মার্চ মাস থেকে কারাভোগ করছেন। বিশ্ব জুড়ে তাঁর সমর্থকেরা তাঁর মামলা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এইমাত্র টুইটারে #ফাস্টফরবাসেল প্রচারাভিযান শুরু করেছে।

মৌরিতানিয়ান স্বক্রিয় কর্মী নাসের ওয়েদাদি বলেছেন, অনেক লোক সাফাদির মারাত্মক অবস্থার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ এবং তাঁর মুক্তির জন্য চাপ প্রয়োগ করার জন্য একদিন উপোবাস করার সিদ্ধান্ত নিয়েছে । ফলে প্রচারাভিযানটি বেশ ভালো গতি লাভ করেছে।

টুইটারে সাফাদির জন্য উপোবাস থাকার ঘোষণা দিয়ে ওয়েদাদি সবার আগে টুইট করেছেনঃ

@ওয়েদাদিঃ বাসেল সাফাদির সাথে একাত্বতা প্রকাশের জন্য ১৯ ডিসেম্বর আমি উপোবাস থাকবো। কারা আমার সাথে যোগ দেবেন? #ফাস্টফরবাসেল # ফ্রিবাসেল

Bassel Khartabil (Safadi)

বাসেল খারতাবিল (সাফাদি)। ছবি তুলেছেন জই ইতো (সিসি বিওয়াই ২.০)

লেবানিজ ব্লগার মোহাম্মদ নাজেম বলেছেন শীঘ্রই তিনিও উপবাস থাকবেন। ওয়েদাদি প্রস্তাব করে বলেছেনঃ

@ওয়েদাদিঃ @মোনাজেম মো, আপনি যদি আমার উপবাসের পরের দিন উপোবাস থাকেন তবে কেমন হয়? যতদিন না বাসেলকে মুক্তি দিচ্ছে ততোদিন আমরা একটি উপোবাস-শৃংখল পালন করতে পারি # ফ্রিবাসেল

এরপর বাসেলের সমর্থনে যারা উপোবাস থাকতে ইচ্ছুক তাদের সাইন করার জন্য একটি ডুডল খোলা হয়েছে।

নাজেম লিখেছেনঃ

আমাদের বন্ধু বাসেল সাফাদিকে সমর্থন করতে এবং সিরিয়াতে তাঁর গ্রেপ্তারের ৯ মাসেরও বেশী সময় ধরে তাঁর যে অবস্থা সে সম্পর্কে সচেতনতা বাড়াতে আমরা একটি উপবাস-শৃংখল শুরু করতে যাচ্ছি। রাষ্ট্রটির নিরাপত্তা বাহিনী তাকে ঘৃণ্য “ফিল্ড কোর্ট” এর মুখোমুখি করতে বদলি করেছে। “ফিল্ড কোর্ট” হচ্ছে একটি সংক্ষিপ্ত সামরিক বিচার যেখানে বিচারপ্রার্থীদের জন্য কোন আইনজীবি নিয়োগের অনুমোদন দেওয়া হয় না। এমনকি তাদের রায়ের বিপক্ষে আপিল করার অধিকারও দেওয়া হয় না। আমরা আগামীকাল থেকে উপোস থাকা শুরু করবো, যা চলবে তাঁর মুক্তি না হওয়া পর্যন্ত। একটি উপোস-শৃংখল তৈরি করতে ফ্রি স্পিচে বাসেলের যেসব বন্ধু ও সমর্থক আছেন তাদের মধ্য থেকে একজন করে স্বেচ্ছাসেবক প্রতিদিন উপোস থাকবেন।

ওয়েদাদি, নাজেম এবং ক্রিয়েটিভ কমন্সের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি লেসিগের সাথে এই উপোস শৃংখলে যোগ দিন।

বিস্তারিত জানার জন্য দয়া করে ফ্রিবাসেল.অর্গ সাইটটি চেক করুন ।

এই পোস্টটি আমাদের সিরিয়া প্রতিবাদ ২০১১/১২ এর বিশেষ কভারেজ একটি অংশ। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .