কাতালোনিয়া: স্পেন থেকে স্বাধীন হয়ে কী করবে?

এই পোস্টটি আমাদের আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা সংক্রান্ত কভারেজের অংশ।

Pro-independence rally on Via Laietana on September 11, 2012.

১১ই সেপ্টেম্বর, ২০১১ তারিখে ভায়া লাইয়েতানা’তে (বার্সেলোনা) স্বাধীনতার জন্যে সমাবেশ। উইকিমিডিয়া কমন্সে লোহান১১ (সিসি বাই-এসএ ৩.০)

২৫শে নভেম্বর, ২০১২ কাতালানরা একটি তাৎক্ষণিক আঞ্চলিক নির্বাচনের জন্য ভোটের দিকে অগ্রসর হয়েছে। স্বাধীনতার জন্যে বার্সেলোনাতে সংঘটিত একটি বিশাল সমাবেশের মাত্র দুই মাস পরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট প্রদানকারীদের সংখ্যা ৩০ বছরের সর্বোচ্চ প্রায় ৭০%-এ উন্নীত হয়েছিল এবং আত্মনির্ধারণের (সিআইইউ-ইআরসি-আইসিভি-সিইউপি) জন্যে একটি গণভোট অনুষ্ঠানের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ চারটি রাজনৈতিক দল রক্ষণশীলদের (পিএসসি-পিপি-সি) চেয়ে দ্বিগুণের বেশি আসন লাভ করেছে। তাৎপর্যপূর্ণভাবে, কাতালোনিয়ার প্রধান দু’টি দল – শাসক মধ্য-ডানপন্থী সিআইইউ এবং সমাজতান্ত্রিক পিএসসি – শোচনীয়ভাবে পিছিয়ে যায়।

সেই অনুসারে, মনে হচ্ছে কাতালোনিয়া এখন বাকি স্পেনের সঙ্গে তার বন্ধন সম্পর্কে একটি গণভোটের দিকে যাচ্ছে এবং তারা প্রধান রাজনৈতিক দলগুলোর মাধ্যমে প্রক্রিয়াটি পরিচালনায় বিশ্বাস করে না। স্পেন অবশ্য কাতালানদের ভোট প্রদানের কাজটি সহজ করবে না, যেহেতু ফ্রান্সিসকো ফ্রাংকোর স্বৈরশাসনের পতনের পর ১৯৭৮ সালে লিখিত দেশটির সংবিধানে স্পেনকে বিভক্ত করার যে কোন প্রচেষ্টা অবৈধ বিবেচিত।

সাংস্কৃতিক পার্থক্যের কথা বাদ দিলেও অনেক কাতালান স্বাধীনতার প্রতি আকৃষ্ট বোধ করছে কারণ এটি তাদেরকে আরো দক্ষ, গণতান্ত্রিক, স্বচ্ছ এবং উদ্ভাবনী একটি নতুন রাষ্ট্র নির্মাণের সুযোগ প্রদান করবে। একটি স্বাধীন কাতালোনিয়া সদা অর্থনৈতিক সংকট, অস্বচ্ছতা এবং পৃষ্ঠপোষিত রাজনীতি আক্রান্ত আজকের স্পেন থেকে অনেক আলাদা হতে পারে।

তবে একটি স্বাধীন কাতালোনিয়া কী ১৯৭০ এর দশকের শেষ ভাগ থেকে স্পেনে আধিপত্যশীল প্রাতিষ্ঠানিক গতিশীলতার ভাঙ্গনে নেতৃত্ব দিতে পারে? আশাবাদীরা তাই বিশ্বাস করে। উদাহরণস্বরূপ, একটি স্বাধীন কাতালোনিয়ার অর্থনৈতিক সম্ভাব্যতা ব্যাপকভাবে আলোচিত এবং সেটা ততদিন পর্যন্ত সম্ভব যতদিন সামান্য কয়েকটি বাণিজ্য বাধা থাকবে। তবে সম্ভাব্যতা শুধু যথেষ্ট সম্পদ থাকার ব্যাপার নয়। একটি কাতালান সংবাদপত্রের উপসম্পাদকীয়তে অর্থনীতিবিদ ইয়োর্দি গালির লেখা অনুবাদ করেছে  উইলসন উদ্যোগ:

এই প্রতিবেদন [“বিশ্বব্যাংকের ব্যবসা”] এবং বিশ্বব্যাংকের প্রতিযোগিতামূলক প্রতিবেদনের মতো একইধরনের অন্য কোনটি কোনো ব্যবসা ব্যবস্থাপকের জন্যে যা প্রয়োজন শুধু সেটা নিশ্চিত করে: উৎপাদনশীলতার উপর ভিত্তি করে সম্পদ সৃষ্টির আদর্শ পরিস্থিতি থেকে স্প্যানিশ প্রাতিষ্ঠানিক পরিকাঠামো অনেক দূরে রয়েছে। সুতরাং গোড়া থেকে একটি নতুন রাস্ট্র নির্মাণ অতীতের ভারমুক্ত ভবিষ্যতমুখী একটি উচ্চাভিলাষী এবং আকর্ষক প্রক্রিয়া শুরু করার অনন্য সুযোগ সৃষ্টি করে।

কিন্তু পৃষ্ঠপোষিত রাজনীতি ভিত্তিক একটি সমাজ কিভাবে উৎপাদনশীল হতে পারে? এসমোগলু এবং রবিনসন লিখিত জাতি কেন ব্যর্থ হয় বই থেকে অনুপ্রেরণা গ্রহণ করে এদ্রিয়া এলসিনা কাতালোনিয়ার ক্ষমতার কাঠামোর পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে ই-নোটিসিসে[কাতালান ভাষায়] লিখেছেন:

শোষক অভিজাতরা সরকারী ক্ষমতা এবং বড় বড় পরিষেবা কোম্পানীগুলো নিয়ন্ত্রণ করে একটি সামাজিক শ্রেণী গঠণ করে ঠিক পোষক থেকে পরজীবীর মতো করে দেশ থেকে সম্পদ শুঁষে নেয়। তারা একে জাতীয় স্বার্থ, সরকারী পরিষেবা বা স্থানীয় শিল্পের সুরক্ষার ছদ্মাবরণ দিলেও তা সবসময় সংখ্যাগরিষ্ঠের স্বার্থের উপর সংখ্যালঘুর সুবিধার সেই একই সুরক্ষায় পর্যবসিত হয়।

একটি ফলোআপ নিবন্ধে  [কাতালান ভাষায়] তিনি বলেছেন:

নিজস্ব রাষ্ট্রে পৌঁছাতে পারলে কাতালোনিয়া এই জোয়াল থেকে পরিত্রাণ লাভের সুযোগ। তবে এটা শুধুমাত্র কিছু শোষক অভিজাতের প্রতিস্থাপনও হতে পারে। … আগামী বছরগুলোতে আমাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিজাতদের মধ্যেকার যে ভয়ানক অশুভ আঁতাত আমাদেরকে বিপর্যয়ের নিয়ে যাওয়া এই কাঠামোটি পাল্টানোর সুযোগ রয়েছে। রাজনীতিবিদ এবং নির্মাণ ব্যবসায়ীদের সেবাদানকারী আধা-সরকারী ব্যাংকগুলির অর্থায়ণপুষ্ট জমি ও গৃহায়ণ ব্যবসার বুদ্বুদের বিপরীতে অধিকাংশ কাতালান কোম্পানীগুলো এখনো ফ্রাংকোর আমলে পড়ে রয়েছে।

প্রক্রিয়াটি প্রধান মধ্য-ডানপন্থী পার্টি সিআইইউ’র নেতৃত্বাধীন থাকায় কেউ কেউ সন্দেহ করেন এই কাঠামোগত পরিবর্তন সম্ভব কিনা। উদাহরণস্বরূপ, ৬,৮১০ জন অনুসরণকারী সম্বলিত ব্লগ এবং টুইটার একাউন্ট @সিআইইউয়েন্সরবা(‘সিআইইউ আমাদের লুণ্ঠন করছে’) এর টুইটার প্রোফাইল বর্ণনায় বলেছে:

Catalunya es mereix una independència sense lladres. CiU ens ha robat llibertats, sobirania, identitat, benestar… i ho continuarà fent!

কাতালোনিয়া চোরমুক্ত একটি স্বাধীনতার দাবিদার। সিআইইউ আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরিচয়, কল্যাণ… চুরি করেছে এবং এটা করতে থাকবে!

অন্যরা যুক্তি তুলে ধরেছে যে স্পেন থেকে স্বাধীনতার চেয়ে দুর্নীতির অবসান সাধারণভাবে আরো অনেক বেশি জরুরী।

@Moragasanti: Al Oasi catala no hi han Datils (pel poble, clar) Volem la Independencia, pero amb la motxilla de la nostra corrupció política A sobre? Bdia

@মোরাগাসান্তি: কাতালান মরুদ্যানে (জনগণের জন্যে অবশ্যই) খুর্মা-খেজুর নেই। আমরা স্বাধীনতা চাই, কিন্তু আমাদের পিঠে রাজনৈতিক দুর্নীতির সেই থলে বহন করবো কী?

@afarrasc: Els jutges han esperat el #25N+2 x imputar dirigents PSC per presumpta corrupció La indèpendència judicial és més urgent que la de Catalunya

@আফারাস্ক: কথিত দুর্নীতিতে পিএসসি নেতাদের অভিযুক্ত করতে ম্যাজিস্ট্রেটরা #২৫ন+২ (দিন) পর্যন্ত অপেক্ষা করেছে কাতালোনিয়ার চেয়ে বিচার বিভাগীয় স্বাধীনতা বেশি জরুরী

স্বাধীনতার একটি প্রক্রিয়া অঞ্চলটির রাজনৈতিক এবং অর্থনৈতিক শৃংখলে নাড়া দিবে। তবে, সামাজিক এবং ক্ষমতার গতিপ্রকৃতিতে নাড়া দিতে একটি গণভোটের চেয়ে অনেক বড় কিছু দরকার। এটা কী একটা প্রথম পদক্ষেপ হতে পারে?

ISN logoবিশ্বব্যাপী আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিষয়ে নাগরিক কণ্ঠস্বর অন্বেষণের অংশ হিসাবে এই পোস্ট এবং এর স্প্যানিশ, আরবি এবং ফরাসি অনুবাদের দ্বায়িত্ব আন্তর্জাতিক নিরাপত্তা নেটওয়ার্ক (আইএসএন) এর। আইএসএন ব্লগে এই পোস্টটি প্রথমে প্রকাশিত, আরো গল্পের জন্যে এখানে দেখুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .