- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

‘মিট দি স্টানস’: মধ্য এশিয়ার ভেতর দিয়ে এক যাত্রা

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, মধ্য এশিয়া-ককেশাস, আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, চীন, চলচ্চিত্র, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা
[1]

ভিমেও-তে রাখা ‘মিট দি স্টানস’ ভিডিওর একটি স্থিরচিত্র

যারা স্কেটিং করে এমন একদল কর্মীর জন্য ছয় সপ্তাহের জন্য মধ্য এশিয়ার সিল্ক রোডে [2] যাওয়া অস্বাভাবিক বিষয়। এমনকি তাদের এ রকম যাত্রা নিয়ে একটি চলচ্চিত্র বানানো আরো অস্বাভাবাবিক ঘটনা। আর এ কারণে ‘মিট দি স্টানস [1]’ নামের চলচ্চিত্রটি তৈরি হয়েছে। এই ৩০ মিনিটের চলচ্চিত্রে স্কেটিং করা একদল কর্মীর চীন,কাজাখস্তান,কিরগিজস্তান,উজবেকিস্তান, এবং আফগানিস্তান ভ্রমণের দৃশ্য ধারণ করা হয়েছে। ব্লগার বাখরাম মানানোভ এই চলচ্চিত্রটিকে অসাধারণ এবং এটি দর্শনযোগ্য হিসেবে সুপারিশ করেছে [3]