- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ভেনিজুয়েলা এবং ডাব্লিউসিআইটি-১২

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, ভেনেজুয়েলা, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রযুক্তি, সরকার

ইন্টারনেট শাসন করবে কে এবং কিভাবে? এই বিতর্কে ভেনিজুয়েলার অবস্থান কী? দাভিঞ্চিপন্থী [1]র [স্প্যানিশ ভাষায়] জন্যে লেখা একটি পোস্টে লুইস কার্লোস দিয়াজ এই দু’টি প্রশ্ন মোকাবেলা করার চেষ্টা করেছেন। এখানে তিনি আন্তর্জাতিক টেলিযোগাযোগ বিশ্ব  সম্মেলন (ডাব্লিউসিআইটি-১২) [2] এবং বিষয়গুলির ব্যাপারে ভেনেজুয়েলার অবস্থানের দিকে লক্ষ্য রেখেছেন।