- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ঘানা নির্বাচন ২০১২, ব্যালট বাক্স থেকে

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, ঘানা, নাগরিক মাধ্যম, নির্বাচন, রাজনীতি

আজ ৭ ডিসেম্বর ২০১২ তারিখে ঘানার ভোটাররা নতুন রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচনের জন্য ভোট প্রদান করবেন। ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি)- এর বর্তমান রাষ্ট্রপতি জন ড্রামানি মাহামা এবং প্রধান বিরোধী দল নিউ প্যাট্রিওটিক পার্টি (এনপিপি)-এর নানা আকুফো- আদ্দো হলেন প্রধান রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী। আফ্রিকার সবচাইতে রাজনৈতিক ভাবে স্থিতিশীল রাষ্ট্র কিভাবে ব্যালট বাক্সের মাধ্যমে তাঁদের ভবিষ্যৎ নির্ধারন করে সে বিষয়টির দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে। @আভিত্তে আমাদের মনে করিয়ে দেনঃ

@আভিত্ [1]তেঃ @আইডিইজি ঘানা জোসেফ স্ট্যালিনকে স্মরণ করছে; “যারা ভোট দিলেন তাঁদের ভোট বিবেচ্য হবে না বিবেচ্য হবে কারা ভোট গুনলেন”

বৃহত্তর আক্রা নির্বাচনী এলাকার ট্রবুতে ঘানার ভোটাররা ভোট প্রদানের জন্য অপেক্ষা করছে। ছবি- লিন্ডা আনান এর সৌজন্যে (অনুমতিক্রমে)।

সার্বিকভাবে সরেজমিন প্রতিবেদনে জানা যায় ভোট গ্রহণ প্রক্রিয়া স্বাভাবিক ভাবেই চলছে। টুইট প্রতিবেদনে ভোট বিক্রয়, দাঙ্গা, বিলম্বকরণ, হরতাল এবং ব্যালট বাক্স হারানোর মত সংবাদ উপস্থাপন করা হয়। #ঘানানির্বাচন [2] – এই হ্যাসট্যাগে নির্বাচন সংক্রান্ত সার সংক্ষেপ  নিম্নে উপস্থাপন করা হল।

বিলম্বঃ

@ওএমজিঘানাডটকমঃ [3] গোবা এসেনশন এস ডি এ ভোট কেন্দ্রে ভোট প্রদান বন্ধ রয়েছে… সকাল থেকেই কোন নির্বাচনী সামগ্রী নাই। সাড়ে তিন ঘণ্টা বাকী। #ঘানানির্বাচন #ঘানাডিসাইডস

@ঘানানির্বাচনঃ [4] স্টার অব দি ইস্ট স্কুলের ভোটাররা শঙ্কিত কারন এখন পর্যন্ত কোন ব্যালট বাক্স কেন্দ্রে পৌছায় নি #ঘানানির্বাচন @মেট্রোটিভিঘানা

@মিসওয়ে _কেঃ [5] উত্তরের নির্বাচনী এলাকা আবেল্কুমাতে গোলযোগ। ভোটদান বন্ধ রয়েছে।#ঘানাডিসাইডস #ঘানানির্বাচন

@এঞ্জেলোবেঞ্ [6]জঃ এদিক অদিকে #ব্যালট বাক্স ছিনতাই হচ্ছে…মানহিয়া, ক্যান্টিঙ্ক্রোন, আবেলকুমা, এ ধরণের দ্রুত আক্রমণের জন্য কাকে দায়ী করতে পারি? #ঘানানির্বাচন

@নি_ লোগোলোগি [7]: ভোট বিক্রয় এখন বাজার গরম করা বানিজ্য #ঘানানির্বাচন#ঘানাডিসাইডস

@বিগেক্সএইচডটকমঃ [8]ওয়ালেওয়ালে তে গ্রেফতার হওয়া ডিসিই কে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ এখন বলছে সে মেশিন মেরামত করতে গিয়েছিল…#ঘানাডিসাইডস#ঘানানির্বাচন

@ওএমজিঘানাডটকমঃ [9] গোলযোগকারী জনতাকে ঠেকাতে আবেলকুমা উত্তর নির্বাচনী এলাকায় কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে #ঘানানির্বাচন#ঘানাডিসাইডস

দীর্ঘ সারিঃ

@ঘানানির্বাচন [10]:  কুমাসিতে রাত ১০ টা থেকেই লোকজনের লাইন শুরু হয়। প্রতিবেশীদের স্বেচ্ছাসেবকেরা লোকজনকে আগলে রাখছে #ঘানানির্বাচন

@মিস আবেনা আন্নানঃ [11] গতকাল সন্ধ্যা সাতটা থেকেই লাইন শুরু হয়। @টিপ টো আক্রার @ভোটকেন্দ্রে ভোট প্রদানের জন্য লোকজন পাথর রেখে তাঁদের স্থান চিহ্নিত করে এবং ঘুমিয়ে যায়। #ঘানা

@ম্যাকজর্ডান [12]: রাত ৩ টা থেকে ভোট কেন্দ্রে জনগণ পাথর আর গ্যালন রেখে তাঁদের জায়গা চিহ্নিত করেছে। সবাই তাড়াতাড়ি ভোট দিতে চায়।#ঘানাডিসাইডস

@বিমার্শাল৬০১ [13]: ৫ ঘণ্টা অপেক্ষার পর শেষমেশ ভোট দিতে পারলাম! #ঘানানির্বাচন http://instagr.am/p/S791H9qWY3/

@নি_লোগোলোগির মতে টেমাতে ভোট গ্রহণ দ্রুত হয়েছেঃ

@ নি_লোগোলোগিঃ [14]#ঘানাডিসাইডস #ঘানানির্বাচন আরটি @মে৩_ইউরাবাঃ ৫ মিনিটেরও কম সময় লেগেছে …টেমার মত আর কোন জায়গা নেই।

গ্রেফতারঃ

@ঘানানির্বাচনঃ [15] অচিন্তনীয় কাণ্ড- আশান্তি এলাকায় ব্যালট পত্রে সীল মারতে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে#ঘানানির্বাচন @ভোয়া আফ্রিকা @জয়অনলাইনঘানা

@বিগেক্সএইচডটকমঃ [16] ওয়ালেওয়ালে তে গ্রেফতার হওয়া ডিসিই কে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ এখন বলছে সে মেশিন মেরামত করতে গিয়েছিল…#ঘানাডিসাইডস#ঘানানির্বাচন

@ঘানানির্বাচন [17]:  ভোট দেওয়া ২০০ এরও বেশি ব্যালটে সীল না দেওয়ার অপরাধে আইগাতে নির্বাচন কমিশন পোলিং কর্মকর্তা গ্রেফতার! #ঘানানির্বাচন

@ঘানানির্বাচন [18]: তারকোয়া-সুয়ায়েম নির্বাচনী এলাকায় দুবার ভোট প্রদানের জন্য গ্রেফতার http://ow.ly/fUd2t

ফেসবুকে @আফ্রিকাননির্বাচন এবং #ঘানানির্বাচন যোগদান করেছে, বিবিএম ও হোয়াটসআপ নির্বাচনের ছবি ও সংবাদ শেয়ার করেছেঃ

@আফ্রিকাননির্বাচন [19]: #ঘানানির্বাচন –এর হোয়াটসআপ –এ নির্বাচনের ছবি পাঠান ও আমাদের সাথে আড্ডা দিন ০২৪১৯৯৫৭৩৭, ০২০২৮৪১০২৯ ও ০২৪৪৮৩৮০৯৭

@ঘানানির্বাচন [20]: আমরা ফেসবুকেও আছি, আপনি আমাদের পাতাকে পছন্দ করতে পারেন http://ow.ly/fUdzp #ঘানানির্বাচন, হোয়াটসআপ ও বিবিএম২৮এফবিএফেফ+২৩৩৪১৯৯৫৭৩৭ এ আমাদের সাথে যোগ দিন