- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গাজা নিয়ে বৈঠকে বসতে আরব লীগের এতো তাড়া কেন?

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., প্যালেস্টাইন, মিশর, আন্তর্জাতিক সম্পর্ক, নাগরিক মাধ্যম, যুদ্ধ এবং সংঘর্ষ

গাজায় সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলা এবং এর ফলশ্রুতিতে ইসরাইলে হামাসের রকেট হামলার ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বুধবার রাতে একটি জরুরী সভা আয়োজন করে। অন্যদিকে আরব লীগ বলেছে, তাঁরা সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শনিবারে [১৭ ই নভেম্বর,২০১২] সাক্ষাৎ করবে। আরব বিশ্ব জুড়ে নেট নাগরিকদের ক্রোধ ও উপহাসের প্রেক্ষিতে আরব লীগের পদক্ষেপের [অভাবের] জন্য এ সাক্ষাতের আয়োজন।

আমর টুইটারে বিদ্রুপ করে বলেছেনঃ

@৩আমরবিঃ [1] – আজ রাতে তারা লোকেদের হত্যা করছে! – ঠিক আছে, চলুন তিন দিনের মধ্যে এটা নিয়ে আলোচনায় বসি।

তিনি আরও করেছেনঃ

@৩আমরবিঃ [1] আরব বিশ্ব কবে কনফারেন্স কলিং এর মতো উন্নত প্রযুক্তির ব্যবহার শুরু করবে?

Brazilian Carlos Latuff shares this cartoon on the latest Gaza-Israel conflict [2]

সাম্প্রতিক গাজা-ইসরাইল দন্দ্ব নিয়ে আঁকা কার্টুনটি শেয়ার করেছেন ব্রাজিলের কার্লোস লাটুফ

এবং তিনি আরও যোগ করেছেনঃ

@৩আমরবিঃ [1] কল্পনা করুন যে মোবাইল ফোনে এফএম রেডিও চলছে, তাদের কেউই জানেনা যে কোন বোতামটি চাপতে হবে, সবাই একই সময়ে কথা বলছে, কেউ জানেনা কে কথা বলছে।

মিশরীয় লিলিয়ান ওয়াগজি ভেবেছেন [আরবি]:

وليه اجتماع الجامعة العربية يبقى يوم السبت؟ امال لو مكانش اجتماع طاريء كانوا هيعملوه امتى؟!

@লিলিয়ানওয়াগজিঃ [3] আরব লীগের সভা কেন শনিবার অনুষ্ঠিত হচ্ছে? তারা কি একটি জরুরী সভা ডাকতে পারত না?

লেবাননের অক্টেভিয়া নাসর আরব লীগের ব্যর্থতা নিয়ে উচ্চস্বরে বলেছেনঃ

@অক্টেভিয়ানাসরঃ [4] দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে আরব লীগঃ ভুক্তভোগী লোকেরা এই মুহূর্তে একটি “জরুরী” সভা আশা করছে, তিন দিন পরে নয়!! #ইসরাইল #গাজা #সিরিয়া

ফিলিস্তিনি ভিডিও বলছেঃ

@ফিলিস্তিনভিডিওঃ [5] যেহেতু [যে] আরব লীগের পররাষ্ট্র মন্ত্রিরা ব্যস্ত, তারা আপনাকে জানাতে চায় যে গাজায় ইসরাইলি হামলা নিয়ে ডাকা সভা শনিবার পর্যন্ত পিছিয়ে নিতে হয়েছে।

এবং তিনি আরও বলেছেনঃ

@ফিলিস্তিনিভিডিওঃ [5] [যে] জনশ্রুতি পেয়ে আরব লীগ তার জরুরী সভা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, রুচি সম্মত খাবার ও পানীয় পৌছানোর সাথে সাথেই তাদের সভা শুরু হবে।

সিরিয়ার শেখর মন্তব্য করেছেনঃ

@সিরিয়ানিউজঃ [6] আরব লীগ একটি *জরুরী* বৈঠক করতে যাচ্ছে। আগামীকাল, অথবা হতে পারে কিছুদিনের মধ্যে। (আন্তরিকতার সাথে)।