ইরানের আইনজীবী নাসরিন সতুদেহ-এর কারাগারে অনশন ধর্মঘট শুরু

ইরানের মানবাধিকার কর্মী, আইনজীবী এবং শাখারভ পুরস্কার বিজেতা নাসরিন সতুদেহ, কারাগারে তার পরিবারের আগমনের উপর নিয়ন্ত্রণ জারি করায় এবং দেশটির রাজবন্দীদের প্রতি কর্তৃপক্ষের অন্যায় আচরণের প্রতিবাদে চার সপ্তাহের বেশী সময় ধরে অনশন ধর্মঘট পালন করে আসছেন।

নাসরিনের স্বামী রেজা খানদান, ১২ নভেম্বর ২০১২ তারিখে ফেসবুকে একটি তাজা সংবাদ পোস্ট করেছেন [ফার্সী ভাষায়], যেখানে তিনি জানাচ্ছেন যে সন্তানের চার মাসের মধ্যে এই প্রথম তাদের মাকে দেখতে সক্ষম হল।

জনাব.খানদান তার পোস্টে লিখেছেন:

গত রাতে ইভিন কারাগার থেকে আমাকে ডেকে পাঠায় এবং আজকে সন্তান সহ আমাকে কারাগারে আসতে বলে। সন্তানরা কয়েক মিনিটের জন্য তাদের মায়ের সাথে মিলিত হয়েছিল এবং নিরাপত্তা কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের উক্ত সাক্ষাৎকার কক্ষ থেকে বের হয়ে আসতে হয়।

জনাব.খানদান-এর পোস্ট অনুসারে, “তাদের কিশোরী কন্যা মেহেরাইয়ে বলেছে, এই কয়েক মাসে তার মা কয়েক কেজি ওজন হারিয়েছে এবং নাসরিনকে মাঝে মাঝে কারা স্বাস্থ্য কেন্দ্রের যেতে হয়েছে।

কারাগারে আটক এই আইনজীবীর প্রতি ইন্টারনেটে ইরানের অজস্র নাগরিক সমর্থন প্রদর্শন করেছে।
নাসরিনের জন্য ফুল

ইরানের নাগরিকরা ফেসবুক, টুইটার এবং গুগলে নাসরিনের প্রতি সমর্থন প্রকাশ করেছে। বর্তমানে লন্ডন ভিত্তিক এক ছাত্র একটিভিস্ট মোহাম্মদ রেজা জালেয়পুর পরামর্শ প্রদান করছে যে নাসরিনের অনশন ধর্মঘটের সমর্থনে তার সমর্থকরা সামাজিক নেটওয়ার্কে নিজেদের প্রোফাইলের ছবি পাল্টে যেন একটি ফুলের ছবি প্রদান করে (পারস্যের নাসরিন ফুলের ছবি)।

আত্মপক্ষ সমর্থনে নাসরিন “ন্যাপকিনে” লিখে।

এখানে একটি ভিডিও রয়েছে যেখানে বলা হয়েছে নাসরিন সাতুদেহ যে কিনা বেশ কিছু রাজবন্দীর হয়ে লড়াই করেছে, তাকে আত্মপক্ষ সমর্থনে লেখার জন্য কোন কাগজ প্রদান করা হয়নি। সে তার সব কিছু ন্যাপকিনে লিখেছে।

ইন্টারনেট এক মাত্র স্থান নয় যেখানে ইরানিরা এই কারাবন্দী আইনজীবীকে নিয়ে আলোচনা করছে, সতুদেহ-এর আটকের ঘটনায় ইরানের বাইরে বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে।

আয়ারল্যান্ডের ডাবলিন-এ ইরানি দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শনী

নিউইয়র্কে সতুদেহ-এর প্রতি সমর্থন

এবং নরওয়েতে

নাসরিনের সমর্থনে এক ডাকটিকিট

নেদারল্যান্ড-এ বসবাসরত কয়েকজন ইরানি নাগরিক তাদের কাছে থাকা সতুদেহ-এর মাগ শট (ক্ষুদ্রকায় ছবি যা সাধারণ পুলিশের কাছে অপরাধীর পরিচয়ের জন্য ব্যবহার করা হয়) দিয়ে তৈরি নাসরিনের একটি ডাকটিকেট ছাপিয়েছে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .