৭.৪ মাত্রার ভূমিকম্পে গুয়াতেমালায় রেড এলার্ট

সর্বশেষ খবর (৭ নভেম্বর ২০১২) :

সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গুয়াতেমালায় ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ৩৯ জন [স্প্যানিশ] মারা গেছে । আহত হয়েছে আরও ১৫৫ জন লোক।

ক্ষয়ক্ষতির প্রতিবেদনটি ৭.৪ মাত্রার ভূমিকম্পের কারণে, যেটি ৭ নভেম্বর ২০১২ বুধবার প্রশান্ত মহাসাগর উপকূলে গুয়াতেমালার চামপেরিকো শহরে আঘাত হানে। খবরটি দ্রুত টুইটারের মাধ্যমে আসছে।

নেট নাগরিকরা #টেমব্লরজিটি, #টিয়েমব্লায়েনগুয়েট, #টেরেমোটোজিটি, #ফুয়েরটেসিসমোজিটি, #চামপেরিকো এবং আরও কিছু হ্যাশট্যাগের মাধ্যমে বিভিন্ন ছবি ও রিপোর্ট শেয়ার করছে।

পার্শ্ববর্তী মেক্সিকো ও এল সালভাদোরেও ভূমিকম্পটি জোড়ালোভাবে অনুভূত হয়েছে।

টুইটার ব্যবহারকারী গ্রিডলিস বারফি (@গ্রিডলিসবারফি ) [স্প্যানিশ] গুয়াতেমালার মাজাতেনাংগো থেকে নিচের ছবিগুলো টুইট করেছেনঃ

Mazatenango, Guatemala

ভূমিকম্পের পর গুয়াতেমালার মাজাতেনাংগো। ছবিটি শেয়ার করেছেন টুইটার ব্যবহারকারী @গ্রিদলিসবারফি

নুয়েস্ত্র দিয়ারিও (@নুয়েস্ত্রদিয়ারিও) [স্প্যানিশ] ও এসনার নাভারোর (@এসনারনাভারো) মতো অনেক টুইটার ব্যবহারকারীই সান মার্কোস শহরের ক্ষয়ক্ষতির ছবি শেয়ার করেছেন। প্রেনসা লিব্রের সর্বশেষ রিপোর্ট [স্প্যানিশ] অনুযায়ী সেখানে কমপক্ষে ৮ জন লোক মারা গেছে।

Police station in San Marcos

ভূমিকম্পের পর সান মার্কোস শহরের একটি পুলিশ ষ্টেশন। ছবিটি টুইটারে শেয়ার করেছেন @নুয়েস্ত্রদিয়ারিও।

San Marcos, Guatemala after earthquake

ভূমিকম্পের পর গুয়াতেমালার সান মার্কোস শহর। টুইটারে ছবিটি শেয়ার করেছেন টুইটার ব্যবহারকারী এসনার নাভারো (@এসনারনাভারো)।

গুয়েতেমালার প্রেসিডেন্ট ওট্টো পেরেজ মোলিনা (@ওট্টোপেরেজমোলিনা) [স্প্যানিশ] পরিস্থিতির আপডেট পাঠাতে টুইটার ব্যাবহার করছেন । এই পোস্টটি লেখার সময় পর্যন্ত তাঁর সাম্প্রতিক টুইটগুলো হচ্ছেঃ

@ottoperezmolina: Se declara alerta roja nacional, se suspenden actividades públicas y se recomienda evacuar edificios.

@ওট্টোপেরেজমোলিনাঃ আমরা জাতীয় সংকট মুহূর্ত ঘোষণা করছি। সাধারণ মানুষের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং আমরা বাড়ি থেকে তাঁদের অপসারণের জন্য সুপারিশ করছি।

@ottoperezmolina: Se trabaja para poder brindar ayuda a las personas afectadas. Estamos a la espera de datos oficiales.

@ওট্টোপেরেজমোলিনাঃ আমরা ভূমিকম্প কবলিত লোকদের সাহায্যের জন্য কাজ করে যাচ্ছি। আমরা সরকারি তথ্যের জন্য অপেক্ষা করছি।

গুয়াতেমালায় রেডক্রসও (@সিআরগুয়াতেমালতেকা) [স্প্যানিশ] টুইটারে তথ্য শেয়ার করছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .