মৌরিতানিয়া: ভুমি ধ্বসে জনগণ গৃহহীন হয়ে পড়েছে

সাম্প্রতিক প্রবল বর্ষণে সৃষ্ট ভুমি ধ্বসে মৌরিতানিয়ার বিভিন্ন অংশের শত শত পরিবার গৃহহীন [আরবী ভাষায়] হয়ে পড়েছে। ভুমি ধ্বসে [২০১২ এর জুলাইয়ের শেষ ভাগে] বাড়ি ঘর ধ্বংস হয়ে যাওয়ায় কায়েদি [আরবী ভাষায়] (দক্ষিণ মৌরিতানিয়া), ম্যাকটা লাহজার ও  আলেগ (কেন্দ্রীয় মৌরিতানিয়া) এবং নেমার (পূর্ব মৌরিতানিয়া) শত শত পরিবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।

টানা দুই বছর কম বৃষ্টিপাতের পর এই ভারি বর্ষণ হল। এই অনাবৃষ্টি সারা মৌরিতানিয়াতে খরার সৃষ্টি করেছিল যেটি দেশের প্রানি সম্পদ প্রায় ধ্বংসের মুখোমুখি করে ফেলেছিল। মৌরিতানিয়ার জনগন তাঁদের জীবনের জন্য এসবের উপর অতিমাত্রায় নির্ভরশীল; বিশ্ব খাদ্য সংস্থার তথ্য অনুযায়ী, এর ফলে প্রায় ৭০ হাজার নাগরিক অনাহার ঝুঁকির সম্মুখীন হয়েছে।

A photo showing the effects of the floods published by @RimtodayRim on Twitter.

ছবিটি বন্যা পরবর্তী প্রতিক্রিয়া দেখাচ্ছে, টুইটারে প্রকাশ করেছেন @রিমটোডেরিম

আলেগকম [আরবী ভাষায়] ব্লগ বন্যার পর মাগতা-লিহজার শহরের অবস্থা সম্পর্কে বলছেঃ

تعيش مدينة مقطع لحجار هذه الأيام أوضاعا صعبة بفعل موجة السيول التي اجتاحت المدينة فجر الاثنين الماضي وأسفرت عن تشريد ما لا يقل عن ثلاث مائة أسرة، متسببة في قطع طريق الأمل الذي يعتبر شريان الحياة بالنسبة للموريتانيين في وسط البلاد وشرقها.

মাগতা-লিহজার শহর এই কয়দিনে কঠিন পরিস্থিতি পার করেছে। কারণ গত সোমবার শহরে আঘাতকৃত বন্যার স্রোতে বাড়ি ঘর ভেঙ্গে পড়েছে; যার ফলে প্রায় ৩০০ পরিবার গৃহহীন হয়েছে। দেশের মধ্য এবং পূর্বে অবস্থিত হোপ রাস্তা যেটি মৌরিতানিয়ার লাইফলাইন হিসেবে বিবেচিত সেটি বন্ধ হয়ে গেছে।
A photo of water flooding the 'Road of Hope' in Aleg published by Alegcom blog.

আলেগে ‘আশার রাস্তায়’ বন্যার পানির ছবি। আলেগকম ব্লগ থেকে প্রকাশিত

এছাড়াও ব্লগটি সানক্রাফাহ থেকে একটি অল্প বয়স্ক মানুষের ডুবে যাওয়ার কথা বলছে [আরবী ভাষায়]:

توفى عصر اليوم بمدينة صنكرافه أقصى شرقى لبراكنه الشاب ” سيدى محمد ولد أحمد لعياس “غرقا فى المياه الراكدة التى خلفتها الأمطار الأخيرة على المنطقة.

সিদি মোহাম্মদ আহমেদ আজ বিকেলে সানক্রাফাহতে [ব্রাকনার দূর পূর্বে]পানিতে ডুবে মারা গেছে। ঐ এলাকায় সাম্প্রতিক বৃষ্টিপাত থেকে জমাকৃত বদ্ধ পানিতে তিনি ডুবে যান।

কানকোসাটুডে [আরবী ভাষায়] ব্লগও একই গ্রাম থেকে ৩০ টি পরিবারের স্থানচ্যুতির কথা বলছেঃ

تسببت السيول الناتجة عن الأمطار الغزيرة التي شهدتها قرية كرل فلي على بعد 30 كلم جنوبي كنكوصه والتابعة لبلدية هامد في تشريد 30 أسرة على الأقل بعد أن جرفت منازلهم وقال مسؤول القرية السيد بولاي فلي في تصريح للمدونة إن 24 مسكنا تم جرفها بالكامل وقد استوت بالأرض فيما تشققت 6 منازل وأصبحت غير صالحة للسكن.

প্রবল বর্ষণে সৃষ্ট এই বন্যা কার্ল ফ্লে গ্রাম (কানকোসা থেকে ৩০ কি মি ) প্রত্যক্ষ করেছে, যেখানে ঘর বাড়ি ভেসে যাওয়ায় নুন্যতম ৩০ টি পরিবার গৃহহীন হয়েছে। মি বলাই, যিনি গ্রামের অফিসিয়াল ব্লগটিতে বলেছেন, ২৪ টি বাড়ি পুরোপুরি ভেসে গেছে ও ৬ টি বাড়ি ধ্বংস এবং বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

ফেইসবুকের মউরিতানিয়া ডিমাইন [আরবী ভাষায়] পাতাটি কায়েদিতে গৃহহীনদের সঙ্গে সংহতি দেখিয়েছে:

لا تنسوا إخوانكم في كيهيدي من دعائكم عند الإفطار فقد تضرروا من جراء الأمطار اليوم.

সকালের নাস্তা খাবার সময় কায়েদির ভাইদের জন্য দোয়া করতে ভুলো না। আজকের বৃষ্টিতে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .