আর্জেন্টিনা: ফুটবল, ‘এভিতা কাপ’ এবং নতুন নিরাপত্তা ব্যবস্থা

গত ৩রা আগস্ট ২০১২ তারিখে আর্জেন্টিনায় জাতীয় ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। এ প্রতিযোগিতা শুরুর সাথে রাষ্ট্রপতি ক্রিস্টিনা ফার্নান্দেজ দে ক্রিচনারের দুটি ঘোষণা আর্জেন্টিনার সবচাইতে জনপ্রিয় খেলায় কিছু পরিবর্তন ঘটাবে।

২০১২ সালের মধ্যভাগে সংগঠিত সহিংস কর্মকাণ্ডের সাথে প্রথম ঘোষণাটি সম্পর্কিত। এই কার্যকলাপের কারণে আর্জেন্টিনীয় ফুটবল এসোসিয়েশন (এ এফ এ) [স্প্যানিশ ভাষায়] এবং আর্জেন্টিনীয় প্রেসিডেন্সি অফিস[স্প্যানিশ ভাষায়] সহিংসতা রোধে একটি চুক্তি [স্প্যানিশ ভাষায়] স্বাক্ষর করেন। এই পদক্ষেপের মধ্যে রয়েছে এস এ বি ই ডি (ক্রীড়া অনুষ্ঠানে প্রবেশের জন্য বায়োমেট্রিক ব্যবস্থা), যেখানে প্রতিটি দর্শক স্টেডিয়ামে প্রবেশের পূর্বে তাঁদের আঙ্গুলের ছাপ গ্রহণ করা হবে।

স্টেডিয়ামের ভিতরে ও বাইরে ফুটবল খেলায় সহিংসতা অনেক বছর ধরেই চলমান; এ সহিংসতা নির্দিষ্ট দল “বাররাস ব্রাভাস” বা এর বাইরেও সংগঠিত হয়। রাষ্ট্রপতি ক্রিস্টিনা ফারনান্দেজ দে ক্রিচনার তাঁর বক্তৃতায় [স্প্যানিশ ভাষায়] আর্জেন্টিনার ফুটবলের সহিংসতার ইতিহাস পর্যালোচনা করেন এবং পরিশেষে বলেন:

Y además otra cosa que también tengo que decir, cuando se arman bardos no se arman solamente bardos en la “popu”, se arman también bardos en la platea. Yo he visto agarrarse a piñas en la platea entre gente, inclusive, del mismo club porque tienen diferencias con respecto a la jugada del arbitro, a lo que opinan del técnico, a lo que opinan del fútbol. Así que creo que hacer un reduccionismo de creer que solamente un grupejo identificado puede generar un clima de violencia generalizada, lo hemos visto cuando hay una mala jugada. Lo que tenemos que lograr sí es que los réferis cobren bien, siempre uno tiene una mirada sesgada cuando es hincha, pero a veces yo no entiendo nada y cuando me explican y veo observo que hay cada bombeada que no se puede creer. Y la verdad que cuando hay bombeada la gente se indigna y hasta el más pintado, el más educado por ahí se manda un macanón. Por eso creo que… ya veo mañana titular de Clarín: “Cristina defendió a los barrabravas, confirmado”.

আমি অন্য কিছু বলতে চাই, জনপ্রিয়তার দিক থেকে বিষয়টি কেবল এলোমেলোই নয় কিন্তু যা ঘটছে তা মূল্যের দিক থেকে গুরুত্বপূর্ণ। আমি দেখেছি জনগণ প্রিমিয়াম স্ট্যান্ডে মারামারি করছে, এমনকি একই ক্লাবের সমর্থকেরা রেফারি, প্রশিক্ষক এবং খেলা সংক্রান্ত মত ভিন্নতার কারণে মারামারি করে। কাজেই আমি মনে করি শুধুমাত্র ছোট একটি দল সহিংসতা তৈরি করে সার্বিক সহিংসতার পরিবেশ তৈরি করে, খারাপ খেলা হলেও আমরা এমনটাই ঘটতে দেখি। আসলে আমরা যা লাভ করি তা হল ন্যায় সঙ্গত ভাবে ফাউলে ফেরারির ডাক, যদিও ভক্তরা সব সময় একপেশে দৃষ্টিতে বিষয়টাকে দেখে, কিন্তু মাঝে মাঝে আমি আসলেই এর কোন অর্থ খুজে পাই না, যখন কেউ একজন ব্যাখ্যা করেন তখন আমি বুঝতে পারি যে রেফারি অনেক সময়েই প্রচুর ভুল করে থাকে। সত্যিই এতে লোকজন হতাশ হয়, এমনকি বেশ ভালো পোশাক পড়া শিক্ষিত মানুষও ভুল পদক্ষেপ গ্রহণ করে। আমি এ রকমই বিশ্বাস করি… ক্লারিন সংবাদপত্রে আগামীকালের শিরোনাম আমি এখনই দেখতে পাচ্ছি: “ক্রিসচিনা বাররাস ব্রাভাস্কে নিশ্চিতভাবেই সমর্থন দিচ্ছে”।

পরবর্তী দিন ক্ল্যারিন নিচের শিরোনামে সংবাদ পরিবেশন করে [স্প্যানিশ ভাষায়]:

Photo: Laura Schneider

ছবি: লরা স্নাইডার

Ante la dirigencia del fútbol, Cristina elogió a los barrabravas de todas las canchas.

সকল জাতীয় ফুটবল নেতাদের সামনে ক্রিসচিনা বাররাস ব্রাভাসের প্রশংসা করলেন।

আরেকটি ঘোষণায় রাষ্ট্রপতি জাতীয় টুর্নামেন্টকে “এভিতা কাপিতানা” (এভিটা ক্যাপ্টেন) এবং বিজয়ী দলকে যে ট্রফি প্রদান করা হবে তাকে “কোপা এভিটা” (এভিটা কাপ) নামকরণের অনুরোধ জানান:

Quería también pedirle en este 60º del paso a la inmortalidad de Eva Perón que este próximo campeonato de llame “Campeonato Eva Perón” y que la copa…¿cómo se va a llamar, a ver, adivinen, a ver si son vivos?……….”Evita Capitana”, muchachos, tiene que llamarse la copa, “Evita Capitana” porque además tiene que ver con la capitanía de los clubes, la capitanía de la Selección y la capitanía de la Argentina, por qué no, Evita capitana de la Argentina. Así que, vamos a hacer el campeonato Eva Perón y la copa “Evita Capitana”.

আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে এভা পেরনের ৬০ তম বার্ষিকী স্মরণে এ টুর্নামেন্টকে ক্যাম্পেওনাতো এভা পেরোন (এভা পেরোন চ্যাম্পিয়নশিপ) এবং ট্রফিকে… কি বলা যেতে পারে? অনুমান করুন, দেখি আপনারা কতটা বুদ্ধিমান?… “এভিতা কাপিতানা” (ক্যাপ্টেন এভিটা), এ নাম  ক্লাবের ক্যাপ্টেন, জাতীয় দলের ক্যাপ্টেন এবং আর্জেন্টিনার ক্যাপ্টেনের জন্যও প্রযোজ্য, কেন নয়, এভিটা আর্জেন্টিনার ক্যাপ্টেন। কাজেই চলুন আমরা এ চ্যাম্পিয়নশিপের নাম  রাখি এভা পেরোন এবং কাপের নাম রাখি “এভিতা ক্যাপ্টেন।”

টুইটারে প্রতিক্রিয়া জানাতে সময় লাগে নি। এ ঘোশনার পক্ষে –বিপক্ষে মতামত জানাতে হ্যাস্ট্যাগ # কোপাএভিতা  [স্প্যানিশ ভাষায়] এখন স্থানীয় ট্রেন্ডে পরিণত হয়েছে। যেমন আর ও (@স্টারডাস্টব্লো) [স্প্যানিশ ভাষায়]:

@stardustblow: La #AFA [Asociación de Fútbol Argentina] y su #CopaEvita. Evita el juego limpio y divertido. Evita eliminar a los barras y violentos. Evita la transparencia. Evita…

@স্টারডাস্টব্লো:  # এ এফ এ [ আর্জেন্টিনীয় ফুটবল এসোসিএয়েশন] এবং তার # কোপা এভিতা। এভিতা [ এড়িয়ে চলা (স্প্যানিশ ভাষায় এভিতার আরেক মানে “এড়িয়ে চলা”)] সুন্দর খেলা ও মজা। এভিতা [এড়িয়ে চল] ত্যাগ কর বাররাসান্ড সহিংসতা। এভিতা [এড়িয়ে চল] স্বচ্ছতা। এভিতা [এড়িয়ে চল]…

ওয়াল্টার (@ওয়াল্টার_ডি১২) এর টুইট [স্প্যানিশ ভাষায়]:

@Walter D12#copaEvita x dios dejen d usar ese nombre, q estuvo a favor d la politica nazi. Y deposito en su cuenta bancaria tesoros robados d la guerra [sic]

@ওয়াল্টার_ডি১২: #কোপাএভিতা ঈশ্বর দোয়া করে এ নাম থেকে রক্ষা কর যে আম একজন নাজি রাজনৈতিক সমর্থকের এবং যুদ্ধে চুরি করা সম্পদ যে তার নিজের একাউন্টে জমা করেছে

গ্যাব্রিয়েল গঞ্জালেস (@এস্পি৪য়ারটিকাস) [স্প্যানিশ ভাষায়] লিখেন:

@sp4rt4cus: ME ENCANTO LA PRESENTACION DE LA#TVPUBLICA PARA#FUTBOLPARATODOS #COPAEVITAAHORA SI EL FUTBOL TIENE SABOR A PATRIA SOCIALISTA. =)

@এস্পি৪য়ারটিকাস#ফুটবল্পারাতোডোস #কোপাএভিতা বিষয়ে #টিভিপাব্লিকা [ রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভি] এর উপস্থাপনা আমি পছন্দ করেছি। ফুটবল এখন সমাজতান্ত্রিক আমেজ পেল =)

ফাকু লাসের (@ফাকুডিনহো) [স্প্যানিশ ভাষায়] ইতিহাসের পানে তাকান:

@Facundinho: No hay diferencia de género si la copa se llama #EvitaCapitana no?

@ফাকুডিনহো: #এভিতাকাপিতানা [এভিতা ক্যাপ্টেন] লিঙ্গ বৈষম্যহীন একটা কাপ। ঠিক না?

তগু অয়াই গাম্বেতা [স্প্যানিশ ভাষায়] ব্লগ এভা দুয়ারতের সাথে ফুটবলের সম্পর্ককে স্মরণ করেন এভাবে:

En 1945 la Federacion Catalana de Fútbol (FCF) organizó la disputa de un torneo que enfrentaría al campeón de la Liga española contra el campeón de la Copa del Generalísimo (antecesora de la actual Copa del Rey), a iniciativa del Cónsul argentino en Barcelona. El certamen se denominó Copa de Oro Argentina en honor a la colonia argentina, que había donado el trofeo. El FC Barcelona consiguió el título al derrotar (5-4) al Athletic de Bilbao el 23 de diciembre de aquel año. La cuestión es que dos años y medio después el torneo se volvió a disputar, ahora patrocinado por la Real Federación Española de Fútbol (RFEF), aunque con el nombre de Copa Eva Duarte de Perón, tras una propuesta del embajador argentino en España, el Doctor Pedro J. RadíoEvita, que se había casado el 22 de octubre de 1945 con el presidente de la República Argentina, Teniente General Juan Domingo Perón, viajó a Madrid y donó el trofeo en disputa. La Copa Eva Duarte de Perón se convertía en la antecesora de la actual Supercopa de España.

১৯৪৫ সালে ক্যাটালান ফুটবল ফেডারেশন (এফ সি এফ) একটা টুর্নামেন্টের আয়োজন করে যেটা স্প্যানিশ লীগ চ্যাম্পিয়নের বিরুদ্ধে কোপা দেল জেনারালিসেমোর চ্যাম্পিয়ন (বর্তমান কোপা ডেল রে এর পূর্বসূরী) কে প্রতিস্থাপিত করবে। বারসিলোনার আর্জেন্টিনীয় কনসাল এর আয়োজন করে। আর্জেন্টিনীয় উপনিবেশের পক্ষ থেকে ট্রফিটি দান করা হলে তাঁদের সম্মানে এ খেলার নামকরণ হয় আর্জেন্টিনা গোল্ড-কাপ [স্প্যানিশ ভাষায়]। ঐ বছরের ২৩ ডিসেম্বর এথলেটিক অব বিলবাওকে (৫-৪) হারিয়ে বার্সিলোনা ফুটবল ক্লাব ট্রফি জিতে। উল্লেখ্য যে এর আড়াই বছর পরে আবারো এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, এক্ষেত্রে স্পন্সর করে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আর এফ ই এফ)। স্পেনে নিযুক্ত আর্জেন্টিনীয় রাষ্ট্রদূত ডঃ পিটার জে ইনলেইস এর প্রস্তাব অনুসারে এ খেলার নামকরণ করা হয় কোপা এভা দুয়ারতে দে পেরোন [স্প্যানিশ ভাষায়]। ১৯৪৫ সালের ২২ অক্টোবর আর্জেন্টিনার রাষ্ট্রপতি লেফটেনেন্ট জেনারেল হুয়ান ডোমিঙ্গো পেরোন এভিতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, রাষ্ট্রপতি মাদ্রিদে ভ্রমন করে এ ট্রফির বিরোধ মেটান। বর্তমান স্পেনের সুপার কাপ [স্প্যানিশ ভাষায়] এর পূর্বসূরি হল কোপা এভা দুয়ারতে দে পেরোন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .