গুয়াতেমালা পায়ে হাঁটা প্রতিযোগিতায় এরিক বারোন্ডোর রৌপ্য পদক জয় উদযাপন করছে

এই পোস্টটি লন্ডন অলিম্পিক ২০১২ নিয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

গুয়াতেমালা, লন্ডনে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিক ২০১২-এ, ৪ আগস্ট তারিখে অনুষ্ঠিত পুরুষদের ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় এরিক বারোন্ডো গার্সিয়ার রৌপ্য পদক জয় উদযাপন করছে। যখন এই সংবাদ ছড়িয়ে পড়ে সামাজিক প্রচার মাধ্যম ব্যবহারকারী, যার মাধ্যে রাজনীতিবিদ এবং অন্য সব ব্যক্তিত্বরাও রয়েছেন, তারা বারোন্ডোর এই দারুণ জয় অর্জনের ঘটনায় হাততালি দিয়েছেন এবং তা উদযাপন করেছেন।

পপ-তারকা রিকার্ডো আরজোনা (@রিকার্ডো _আরজোনা) [স্প্যানিশ ভাষায়] তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন :

@Ricardo_Arjona: Erick Barrondo. Que Dios te bendiga. Mas orgulloso que nunca. Nuestra primer medalla gracias a vos. Que viva Guate.

@রিকার্ডো_আরজোনা[স্প্যানিশ ভাষায়]:এরিক বারান্ডো, ঈশ্বর আপনাকে রক্ষা করুন। আমি যে কোন সময়ের চেয়ে গর্বিত, অলিম্পিকে আমাদের প্রথম পদক। ভিভা গুয়াতে! [গুয়াতেমালার জয় হোক]।

উপ-রাষ্ট্রপতি রোক্সানা ব্লাদেত্তি (@রোক্সানাব্লাদেত্তি) [স্প্যানিশ ভাষায়] টুইটারে লিখেছেন :

প্যান আমেরিকান গেম২০১১-এ এরিক বারোন্ড। ছবি ফ্লিকার ব্যবহারকারী আয়লা২পিলে, ক্রিয়টিভ কমন্স লাইসেন্স (সিসি বাই এন সি ২.০)-এর অধীনে ব্যবহার করা হয়েছে।

@roxanabaldetti: Erick Barrondo es ejemplo de esfuerzo y valentía. Dios lo bendiga! La medalla es un sueño hecho realidad!

@রোক্সানাব্লাডেত্তি [স্প্যানিশ ভাষায়]:এরিক বারোন্ডো হচ্ছেন প্রচেষ্টা এবং সাহসিকতার এক উদাহরণ। ঈশ্বর তাকে রক্ষা করুন। এই পদক হচ্ছে একটা স্বপ্ন যা বাস্তবে রূপ নিয়েছে!

ক্রীড়া বিষয়ক ধারাভাষ্যকার এডগার গালিন্ডো (@গালিন্ডোজিটি) বিজয় মঞ্চে দাঁড়ানো এই অসাধারণ ক্রীড়াবিদের একটি ছবি প্রদর্শন করছে, যে ছবিতে তাকে পদক গ্রহণ করা অবস্থায় দেখা যাচ্ছে। এই জয়ে বারোন্ডো আবেগে আপ্লুত।

এরিক বারোন্ডো, আলেদা চুয়ুক-এর সান ক্রিস্টোবাল ভেরাপাজ পৌর এলাকায় জন্মগ্রহণ করেন, যা কিনা দেশটির অন্যতম এক দরিদ্র এলাকা, আর এই এলাকাটি বিশেষ করে মারামারি এবং মাদকের ছোবলে আক্রান্ত। সংবাদে জানা গেছে যে তার গ্রাম এবং সমগ্র জাতি এই উদযাপনের জন্য তৈরি হয়ে আছে।

ওপিনা এল বালোনের মতে(@ওপিনাএলবালোনে) [স্প্যানিশ ভাষায়], বারোন্ডো তার জাতির জন্য এই বার্তা প্রদান করেছেন:

@opinaelbalon: Erick Barrondo: “Me voy a sentir tan orgulloso si alguien deja una pistola y la cambia por unos zapatos para ir al estadio a entrenar”

@ওপিনাএলবালোন [স্প্যানিশ ভাষায়] :এরিক বারোন্ডো: যদি কেউ বন্দুকের বদলে একজোড়া জুতো বিনিয়ম করে স্টেডিয়াম-এ যায় এবং অনুশীলন শুরু করে তাহলে আমি প্রচণ্ড খুশী হব।”

এমন এক রাষ্ট্র যেখানে সংঘর্ষ, দূর্নীতি এবং দরিদ্র প্রতিদিনের সংবাদ, সেখানে এই জয় এক উদযাপনের উপলক্ষ হয়ে এসেছে যে কি ভাবে কঠোর পরিশ্রম এবং পরিবারের সমর্থন, একটি স্বপ্নকে সত্যি করে তোলে। .

এই পোস্টটি লন্ডন অলিম্পিক ২০১২ নিয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .