চীনা বংশোদ্ভুত ভারোত্তলনকারীরা কাজাখস্তানের জন্য স্বর্ণ জয় করেছে

লন্ডন অলিম্পিকে দুজন মহিলা ভারোত্তলনকারী কাজাখস্তানের জন্য স্বর্ণ পদক জয় করে এনেছে। রেজিস্টার.নেট–এ ম্যাথু ক্যাপফের লিখেছে এই দুই ক্রীড়াবিদ “ প্রকৃতপক্ষে চীন থেকে আসা দুই নাগরিক… যা কিনা কাজাখস্তানে আর কারো অজানা নয়”। ব্লগার এর সাথে যুক্ত করেছে, কিন্তু এতে তারা যা অর্জন করেছে, তার প্রতি কারো মনোভাব পরিবর্তন হচ্ছে না। [এই] ক্রীড়াবিদেরা চীনের সেরা ক্রীড়াবিদ ছিল না। দৃশ্যত কাজাখস্তান তাদের আবিস্কার করেছে, তাদের প্রশিক্ষণ প্রদান করেছে এবং তাদের সেরা খেলোয়াড় বানিয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .