তিউনিসিয়া কী একটি বানানা রিপাবলিক?

১৯শে জুলাই তারিখে জাতীয় গণপরিষদের (এনসিএ) একজন সদস্য মাহমুদ বারুদি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি মন্সেফ মারজুকি’কে “বানানা রিপাবলিকের রাষ্ট্রপতি” (দ্রষ্টব্য: রাজনৈতিকভাবে ভঙ্গুর রাষ্ট্রকে বানানা রিপাবলিক বলা হয়) হিসেবে বর্ণনা করলে উত্তপ্ত বিতর্কের সূত্রপাত ঘটে। এই ঘোষণাটি এনসিএ’র ভিতরে পুরোপুরি বিশৃঙ্খলা তৈরী করে। তিন দলীয় জোট সরকারের সাংসদরা বারুদিকে তার কথা তুলে নেয়ার আহবান জানায়। তিনি তা প্রত্যাখ্যান করেন। “(কথাটা তুলে নিতে পারি) শুধুমাত্র যখন আপনাদের প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এমন একজন হবেন যিনি আমরা যে প্রজাতন্ত্রের কথা বলতে পারি তার প্রতিনিধিত্ব করবেন। [এনসিএ রাষ্ট্রপতিকে নির্দেশ করে] জনাব রাষ্ট্রপতি, আমি ফিরে আমার কথা ফিরিয়ে নিব না। এটি একটি বানানা রিপাবলিক এবং আপনারা [সাংসদবৃন্দ] সবাই এর প্রতিনিধিত্ব করেন,” বারুদি ক্ষেপে যাওয়া সাংসদদের জবাব দেন।

বারুদি রাষ্ট্রপতির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে বরখাস্ত করার বিতর্কিত সিদ্ধান্তের উপর মন্তব্য করতে গিয়ে “কলা প্রজাতন্ত্র” শব্দটি ব্যবহার করেন। তিনি আসলে কেন্দ্রীয় ব্যাংকের নতুন একজন গভর্নর নিয়োগ করার ব্যাপারে রাষ্ট্রপতি নথির উপর বিদ্রূপ করছিলেন। নথিটির তারিখটি ছিল ১১ই জুলাই – এনসিএ সাবেক গভর্নরকে বরখাস্ত করার অনুমোদন দেয়ার এক সপ্তাহ আগের তারিখ।

ইংরেজি অক্সফোর্ড শব্দকোষ অনুসারে একটি “বানানা রিপাবলিক (কলা প্রজাতন্ত্র)” হলো “অর্থনীতি বিদেশী পুঁজি নিয়ন্ত্রিত একটি একক রপ্তানী পণ্যের উপর নির্ভরশীল হওয়ার কারণে রাজনৈতিকভাবে অস্থিতিশীল একটি ক্ষুদ্র রাষ্ট্র।” রাষ্ট্রবিজ্ঞানে এই শব্দটি রাজনৈতিকভাবে অস্থিতিশীল বিশেষতঃ কলার মতো একমাত্র রপ্তানি পণ্যের উপর নির্ভরশীল মধ্য আমেরিকার দেশগুলোর ক্ষেত্রে প্রায়ই ব্যবহৃত হয়ে থাকে।

তিউনিসিয়া: “একটি ফ্যাসিবাদী কলা প্রজাতন্ত্র”

“নতুন তিউনিসিয়া”কে বর্ণনা করতে গিয়ে লে ব্লগ বুকোরনাইন এর লেখক “বানানা রিপাবলিক” এর সঙ্গে বিশেষণ পদ “ফ্যাসিবাদী” যোগ করেছেন। লেখক তার পছন্দ ব্যাখ্যা করেছেন [ফরাসী ভাষায়]:

“République bananière” parce qu'aucune institution n'est respectée et qu'il n'y a aucune hiérarchisation des décisions et aucun respect de la légalité même des plus hautes sphères du pouvoir.

“Fasciste” envers les TUNISIENS non-musulmans, envers les TUNISIENS athées, les TUNISIENS juifs, chrétiens, agnostiques, déistes, diabétiques, insuffisants rénaux… envers ceux qui ne veulent tout simplement pas jeûner et qui ont tout à fait le droit de se rendre librement dans un café pendant le ramadan ! (…)

“একটি বানান রিপাবলিক” কারণ কোন প্রতিষ্ঠানকেই সম্মান করা হয় না, সিদ্ধান্ত নেওয়ার সময় কোন অনুক্রম মানা হয় না, এবং আইনের প্রতি কোন সম্মান এমনকি কর্তৃপক্ষীয় সর্বোচ্চ স্তরেও দেখানো হয় না।

“ফ্যাসিবাদী” অমুসলিম তিউনিসীয়, নাস্তিক তিউনিসীয়, ইহুদি, খৃস্টান, অজ্ঞেয়বাদী, ঈশ্বরবাদী, ডায়াবেটিক তিউনিসীয় এবং যারা কিডনি অকার্যকারিতায় কষ্ট পাচ্ছে তাদের প্রতি… যারা এমনি এমনি রোযা রাখতে চান না এবং রমজান মাসে অবাধে ক্যাফেতে যাওয়ার অধিকার চান তাদের বিরুদ্ধে “ফ্যাসিবাদী”! (…)

জলপাই দেশ থেকে “কলা প্রজাতন্ত্র”:

জলপাইয়ের বৃহৎ উৎপাদনকারী এবং রপ্তানিকারক তিউনিসিয়া বর্তমানে একটি “বানানা রিপাবলিক”, তিউনিস ট্রিবিউনের জন্যে আলী গানুন লিখেছেন::

Le pays de l'olivier est tout simplement devenu une république bananière ou des singes règnent en maitres et des citoyens qui subissent à longueur de journées les turpitudes d'une bande de malfrats et d'imbéciles…Pauvre Tunisie!

জলপাইয়ের দেশ শুধুই একটি কলা প্রজাতন্ত্রে পর্যবসিত, যেখানে বানরেরা মনিব হিসেবে রাজত্ব করে আর নাগরিকদের সারাদিন কতগুলো ঠগী এবং মূর্খদের নীচুতা সহ্য করতে হয়… হতভাগ্য তিউনিসিয়া!

ফটোশপে পরিবর্তন করা এন্নাহাদা আন্দোলনের লোগো সংস্করণ। উৎস:. তিউনিসট্রিবিউন

এছাড়াও তিউনিস ট্রিবিউন এন্নাহাদা আন্দোলনের লোগো’র একটি ফটোশপে পরিবর্তন করা সংস্করণ প্রকাশ করেছে। তিউনিসিয়াতে বর্তমা্নে তিন দলীয় জোট সরকারের নেতৃত্ব দিচ্ছে এন্নাহাদা এবং এনসিএ’র শতকরা ৪০ ভাগেরও বেশি আসন নিয়ন্ত্রণ করছে।
ফটোশপে পরিবর্তন করা সংস্করণে একটা কলা কবুতরটির স্থলে এবং আরো চারটি কলা তিউনিসীয় পতাকার তারকাটিকে বৃত্তাকারে ঘিরে রেখেছে। এন্নাহাদা আন্দোলনকে (এন্নাহাদা মানে নবজাগরণ) প্রতিস্থাপন করেছে নাকবা আন্দোলন (নাকবা মানে বিপর্যয়কারী ঘটনা এবং এটা সাধারণতঃ ১৯৪৮ সালে হাজার হাজার প্যালেস্টাইনীদের বাস্তুচ্যুত হওয়ার নাকবা দিবসকে নির্দেশ করে।) দলীয় নীতিবাক্য হলো “স্বাধীনতা, ন্যায়বিচার, উন্নয়ন।” এটি “কলা, কলা, কলা। শুধু কলা ছাড়া আর কিছুই নয়” দিয়ে প্রতিস্থাপিত হয়েছে।

বানানা রিপাবলিকের জাতীয় সঙ্গীত:

নেটনাগরিকরা এছাড়াও ইউটিউবে বানানা রিপাবলিকের জাতীয় সঙ্গীত ভাগাভাগি করেছেন:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .