সিরিয়া: ভিডিওগুলোতে তীব্র সংঘাতের প্রমাণ

এই পোস্টটি আমাদের সিরিয়ার বিক্ষোভ ২০১১/১২ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

সিরিয়ার রাজধানী দামেস্কে বুধবারের আক্রমণটিতে রাস্ট্রপতি বাশার আল আসাদের কয়েকজন মুখ্য নিরাপত্তা সহযোগী নিহত হয়েছে। এতে সিরিয়ার শাসকগোষ্ঠী এবং বিরোধী বাহিনীগুলোর মধ্যে ১৬মাস ব্যাপী সংঘাতে একটি গুরুত্বপূর্ণ তীব্রতা বৃদ্ধি সূচিত হয়েছে। বৃহস্পতিবার এক্টিভিস্টরা রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী এলাকাগুলোতে অব্যহত যুদ্ধের কথা জানিয়েছে। একই দিন রাশিয়া এবং চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি আন্তর্জাতিক শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার জন্যে সিরীয় সরকারের উপর অবরোধ আরোপের একটি সিদ্ধান্তে ভেটো প্রয়োগ করেছে

সিরিয়া থেকে আসা সংবাদে সামাজিক মিডিয়া জ্বলছে। ইউটিউবে এক্টিভিস্টদের আপলোড করা ভিডিওগুলো দর্শকদেরকে তীব্রভাবে বেড়ে যাওয়া সংঘাতটির মূল ধাপগুলো অনুসরণ করার সুযোগ করে দিয়েছে।

দামেস্ক বোমাবর্ষণের একটু পর থেকেই সারা শহরের পার্শ্ববর্তী এলাকাগুলো জুড়ে মর্টার শেল নিক্ষেপ এবং আকাশ থেকে বোমাবর্ষণ শুরুর রিপোর্ট আসতে শুরু করে। সেগুলোর কিছু কিছু – এমসিরিয়া৯১ এর পাঠানো নিচেরটির মতো – ভিডিওতে ধরা পড়েছে:

http://www.youtube.com/watch?v=dzPk0GAdR7k&feature=player_embedded

পরে বুধবার এক্টিভিস্টরা রিপোর্ট করেছে যে সিরিয়ার সামরিক বাহিনী দামেস্কে ট্যাংক মোতায়েন করেছে। প্রথম শোকার্ত রাস্তায় ঘোরাফেরা শুরু করার সঙ্গে সঙ্গে হেলিকপ্টারগুলো মাথা উপর চক্কর দিতে শুরু করেছে – ম্যারিওয়েইন এর পাঠানো নিচের ভিডিওটিতে যেমন ধারণ করা হয়েছে:

http://www.youtube.com/watch?v=1_ykGov2OLs&feature=player_embedded

নিচের ভিডিওটিও পাঠিয়েছেন ম্যারিওয়েইন যাতে গ্রামবাসীদের বাশার আল আসাদের ঘনিষ্ট হোতাদের হত্যাকাণ্ড উদযাপন করতে দেখা যাচ্ছে বলে দাবী করা হয়েছে:

http://www.youtube.com/watch?v=ObKfPoFcZYQ&feature=player_embedded

দিনের পরবর্তী অংশে সামাজিক মিডিয়াতে দামেস্কে আসাদের পোষা গুণ্ডা বাহিনী সাবিহা’র হাতে গণহত্যার অসমর্থিত খবর পাওয়া গিয়েছে। গ্রাফিক ভিডিওগুলোতে (দর্শকের বিবেচনার পরামর্শ দেওয়া গ্রাফিক প্রকৃতির একটি ভিডিও লিংক) কথিত আক্রান্তদের শীঘ্রই ইউটিউবে হাজির হতে দেখা যাচ্ছে।

মুভিজট্রেইলারসক্লিপ্স এর পাঠানো নিচেরটির মতো অন্যান্য সব ভিডিওতে দামেস্কের পার্শ্ববর্তী মিদান এলাকায় সরকারী বাহিনীর শেল বর্ষনের ফলাফল দেখা যাচ্ছে:

http://www.youtube.com/watch?v=z3jyU0AerCs&feature=player_embedded

মিদানেরবিপ্লব এর পাঠানো নিচের ভিডিওটিতে সারারাত ধরে মিদান এলাকাতে অব্যাহত মর্টার এবং ভারী গোলা বর্ষণ দেখানো হয়েছে:

বৃহস্পতিবার বিরোধী এক্টিভিস্টরা দামেস্কের দক্ষিণ এলাকাতে অব্যাহত যুদ্ধের কথা উল্লেখ করেছে। দ্রুতই খাদ্য সংকটের সংবাদ আসে।   জামালওয়ার্কমেইল এর পাঠানো নিচের ভিডিওটি রুটির জন্যে দামেস্কের বাসিন্দাদের লাইন ধরতে দেখানোর দাবি করেছে:

http://www.youtube.com/watch?v=DTat7DLCL24&feature=player_embedded

পরবর্তীতে বৃহস্পতিবার পরিস্থিতিটিকে দ্রুত পরিবর্তন মনে হচ্ছিল। গর্বিতলিবিয়ার পাঠানো একটি ভিডিওতে বিরোধী বাহিনীর সিরীয়-ইরাকী সীমান্তের একটি পারাপারের নিয়ন্ত্রণ করতে দেখানোর দাবি করেছে।:

পরবর্তীতে খবরটি নিশ্চিত করেছেন একজন ইরাকী কর্মকর্তা। বৃহস্পতিবার তিনি এএফপিকে বলেছেন যে সিরিয়ার বিদ্রোহীরা ইরাক এবং সিরিয়া মধ্যেকার সবগুলো সীমান্ত পারাপারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

এই পোস্টটি আমাদের সিরিয়ার বিক্ষোভ ২০১১/১২ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .