বাহরাইন: পুলিশ থেকে “নারীদের রক্ষা” করায় বৃদ্ধদের গ্রেপ্তার

এই পোস্টটি আমাদের বাহরাইনের বিক্ষোভ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

বাহরাইনে “অননুমোদিত” বিক্ষোভে অংশ নিয়ে বৃদ্ধরাও গ্রেপ্তার এড়াতে পারছে না। এখানে বিক্ষোভ অনুষ্ঠান করতে রাষ্ট্রের অনুমোদন নিতে হয়। নেটনাগরিকদের ভাষ্যমতে, কার্জাকান গ্রামে “পুলিশের কাছ থেকে মহিলাদের রক্ষা” করতে গেলে দু’জন বৃদ্ধ লোককে গ্রেপ্তার করা হয়েছে।

আলোকচিত্র সাংবাদিক মাজেন মাহদি গ্রেপ্তারগুলো সম্পর্কে অভিযোগ করে টুইট করেছেন:

@মাজেনমাহদি: গতকাল তারা #কার্জাকান এলাকায় দু’জন বৃদ্ধ লোককে গ্রেপ্তার করেছে.. তারা কী জানে তাদের গ্রেপ্তার তারা সমাবেশের অধিকারকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে?

@মাজেনমাহদি: এই দু’জন জাতীয় নিরাপত্তার জন্যে কোনরূপ হুমকি ছিল না.. তারা সশস্ত্র ছিল না.. এবং তারা কাউকে আক্রমণ করেনি

@মাজেনমাহদি: তাদের গ্রেপ্তার করে এবং আইন অমান্যকারী আখ্যা দিয়ে এখন পর্যন্ত তাদের আটক রেখে শুধু তারা আইনের অপ ব্যবহারই করছে – জিজ্ঞেস করেছেন টিমোনি 🙂

মহিলাদের রক্ষা করতে গিয়ে বাহরাইনে আব্দুলমাজিদ নামের একজন বৃদ্ধ লোককে গ্রেপ্তার করা হয়েছে

মহিলাদের রক্ষা করতে গিয়ে বাহরাইনে আব্দুলমাজিদ নামের একজন বৃদ্ধ লোককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। টুইটারে ছবিটি ভাগাভাগি করেছেন @ইয়াসএমএইচএ

বিতর্কিত মিয়ামি বিভাগের সাবেক প্রধান (গুগল টিমোনি+লেক্সাস)  জন টিমোনি বর্তমানে বাহরাইনের একজন বিশেষ নিরাপত্তা উপদেষ্টা। নিরাপত্তা বাহিনীর কঠোরতার ব্যাপারে জানাতে নেটনাগরিকরা নিয়মিতভাবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নৃশংসতার ভিডিও এবং আলোকচিত্র ভাগাভাগি করার মাধ্যমে সামাজিক মিডিয়া ব্যবহার করছে। স্থানীয় সংবাদ মাধ্যমের দপ্তরগুলো হয় সরকারী মালিকানাধীন অথবা নিয়ন্ত্রিত অথবা ব্যাপকভাবে সেন্সরকৃত হওয়ায় ফেসবুক, ইউটিউব এবং টুইটারই হচ্ছে একমাত্র ভরসা।

টুইটারে মোহামেদ আলমাকনা ইউটিউবের একটি ভিডিও লিংক ভাগাভগি করেছেন যেখানে স্পষ্টতঃই আব্দুলমাজিদ এবং মোহাম্মেদ নামের বয়স্ক লোককে সশস্ত্র এবং মুখোশপরিহিত নিরাপত্তা বাহিনীর সঙ্গে তর্ক করতে দেখা যাচ্ছে। জানা গিয়েছে কার্জাকান গ্রামে নিজেরা গ্রেপ্তার হওয়ার পূর্বে তারা [হয়রানি বা গ্রেফতারের থেকে] “মহিলাদের রক্ষা” করছিলেন।

আলমাকনা টুইট করেছেন:

@আলমাকনা: কার্জাকানে মহিলাদের রক্ষা করতে দাঁড়ানো বৃদ্ধ আব্দুলমাজিদ এবং মোহাম্মেদের ভিডিও http://fb.me/1vNsVdhhB #বাহরাইন

তিনি আরো ব্যাখ্যা করেছেন:

@আলমাকনা: খবর এসেছে যে আজ বৃদ্ধ আব্দুলমাজিদ গ্রেপ্তার করা হয়েছে! সমস্ত বিক্ষোভের পরিচিত মুখ হলেন আব্দুলমাজিদ #বাহরাইন

@আলমাকনা: ঠান্ডা বা গরম যে কোন আবহাওয়ায় “অটলতা”র সত্যিকার প্রতিমূর্তি বর্ষিয়ান আব্দুলমাজিদ সবসময় স্বাধীনতার পক্ষের বিক্ষোভে অংশ নেন # বাহরাইন

এই পোস্টটি লেখার সময় পর্যন্ত আব্দুলমাজিদ এবং মোহাম্মেদকে মুক্তি দেয়া হয়েছে কিনা জানা যায়নি।

বাহরাইনে সরকার বিরোধী বিক্ষোভটি শুরু হয়েছে ১৪ই ফেব্রুয়ারি, ২০১১ তারিখে। একই বছর মার্চ মাসে সৌদি বাহিনী দেশে প্রবেশ করলে  আন্দোলনটি পর্যুদস্ত হয়। চিকিৎসক ও শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীদের মতো হাজার হাজার লোককে চাকুরিচ্যুত করা হয়। তাদের অনেককে জেলেও পাঠানো হয়। মূল বিক্ষোভগুলো অনুষ্ঠানের পার্ল গোলচক্করটি ধূলিস্যাৎ করে একটি সংযোগস্থল [যা এখন যানবাহন চলাচল বর্জিত একটি সামরিক অঞ্চলে পরিণত হয়েছে] নির্মাণ করা হয়। গ্রামগুলোতে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বিক্ষোভ  এবং নিরাপত্তা বাহিনীর আক্রমণ ও অবস্থান অব্যহত রয়েছে। এই অস্থিরতায় প্রায় ৯০জন মানুষ মারা গিয়েছে।

এই পোস্টটি আমাদের বাহরাইনের বিক্ষোভ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .