- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

সুদান: ব্লগারের বর্ণনায় জিজ্ঞাসাবাদের তিনটি দিন

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, সুদান, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, বাক স্বাধীনতা, মানবাধিকার, রাজনীতি

এই পোস্টটি সুদানের বিদ্রোহ [1] সংক্রান্ত আমাদের বিশেষ কাভারেজের অংশ।

সুদানী ব্লগার মাহা এলস্যানোসি [2] সুদানে গ্রেপ্তার হওয়ার পর তাকে জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী’র (এনআইএসএস) জিজ্ঞাসাবাদের তিনটি দিন জীবন্তভাবে বর্ণনা করেছেন [3]

সুদানের গ্লোবাল ভয়েসেস অনলাইন লেখক মাহা তার অবশ্য-পাঠ্য পোস্টে স্মৃতিচারণ করেছেন:

আমার প্রথম আটকের সময় আমি ৪ঘন্টা মানসিক নির্যাতনের সম্মুখীন হই। একজন প্রশ্নকর্তা আমাকে বলেন: “জানালাটির দিকে ভাল করে তাকান, এটাই হবে আপনার শেষ সূর্য দেখা।” আরেকজন আমার ফাইলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমাকে বলেন যে আমাকে নারীদের নিঃসঙ্গ কারাগা্রে স্থানান্তর করা হবে। এভাবে তাদেরকে আমার কাছে বিপজ্জনক মনে হয়েছে।

মাহা সুদানী বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতকদের গিরিফনা [4] (যার অর্থ “আমরা বিরক্ত”) নামের একটি অহিংস প্রতিরোধ আন্দোলনের একজন সদস্যা। দলটি বলছে যে তাদের উদ্দেশ্য হলো সুদানকে শাসন করা ক্ষমতাসীন জাতীয় কংগ্রেস পার্টি [5]র পতন এবং তারা তাদের দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি জাতীয় আলোচ্যসূচির জন্যে একটি যৌথ স্বপ্ন বিনির্মাণের আশা করে। তাদের টুইটার একাউন্টটি এখানে [6] রয়েছে যা সুদানে চলমান বিপ্লব সম্পর্কে তথ্য ছড়িয়ে দেয়ার জন্যে ব্যবহৃত।

গত মাসে সরকার খরচ কমানো এবং অন্যান্য কৃচ্ছসাধনের পদক্ষেপের ঘোষণা দেয়ার পর থেকে সুদানের রাজধানী খার্তুমে বিক্ষোভ শুরু হয়েছে। পরে ব্যবস্থা ঘোষণা। আজ পর্যন্ত চলা এই বিক্ষোভগুলো কম প্রতিবেদিত [7], অন্যান্য দেশেরগুলোর মতো নয়।

মাহাকে জিজ্ঞাসাবাদের দ্বিতীয় দিনটি কঠোরভাবে ১১ ঘন্টা ধরে চলে। তিনি সেগুলোর বর্ণনা দেন:

আমাকে হুমকি, ব্ল্যাকমেইল, অপমান, মানসিকভাবে অপব্যবহার এবং মনস্তাত্বিক নির্যাতন করা হয়েছে। তাদের কাছে আমার ল্যাপটপ ছিল এবং তারা বলেছে তারা আমার সব ছবি পেয়েছে; তারা যদি মনে করে যে আমি কোনো ঝামেলা করছি তবে তারা সেগুলো ব্যবহার করবে। তারা আমাকে বলেছে যে সহজেই তারা আমাকে আমার চাকুরীটি খেয়ে দিতে পারে। “আপনার ফোনে আপনার চমৎকার ছবি আছে”, তাদের একজন আমাকে বলেছে। “আপনার অনেক অনুরাগী আছে,” তিনি আরো বলেন। সেই লোকটি আমার ল্যাপটপে ছবিগুলো ঘঁটার সময় আমাকে এবং আমার শ্রেষ্ঠ বন্ধুর আলিঙ্গনরত একটা ছবি দেখে। তখন তিনি আমাকে জিজ্ঞেস করেন আমি একজন লেসবিয়ান কিনা।

তার তৃতীয় দিনের জিজ্ঞাসাবাদ চলে দুই ঘন্টা। তাকে প্রশ্ন করার পরে, মাহা বলেছেন:

তারা একটি বিবৃতিতে আমাকে স্বাক্ষর করতে বাধ্য করে যে আমি কোনো গিরিফনা কর্মকান্ডে অংশ নিবো না, উল্লেখ করা হয় যদি আমি সেটা করি, তবে নিরাপত্তা আইনে আমার বিচার করা যাবে। তারা আমার পিতাকেও একই বিবৃতিতে স্বাক্ষর করতে বাধ্য করেছে। তারা আমাকে আমার ফোন এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে বলে যে “আরো তদন্তের” জন্যে তারা আমার ল্যাপটপ দু’টি রেখে দিবে। অল্প কিছুক্ষণ আগে আমি সেগুলো ফেরত চেয়েছি।

তিনি আমাদের আরো মনে করিয়ে দেন:

কয়েক সপ্তাহ ধরে এখনো যারা আটক রয়েছেন তারা হলেন এবছরের শুরুর দিকে গ্রেপ্তার হওয়া [8] বোশি, বিশিষ্ট নাগরিক সাংবাদিক এবং টুইটারের ক্ষুদে ব্যক্তিত্ব উসামাহ আলি [9],  গিরিফনা সদস্য মোহামেদ ইজেলদেন [10] এবং রাশিদা শামসেলদিনসহ আরো অনেকে। তাদের সবাই নির্যাতনের ঝুঁকিতে রয়েছেন। তারা সুদানকে মুক্ত করার জন্যে তাদের স্বাধীনতাকে উৎসর্গ করেছেন।

মোহামেদ ইজেলদেন তার অব্যবহিত পর মুক্তি পেয়েছেন।

এই পোস্টটি সুদানের বিদ্রোহ [1] সংক্রান্ত আমাদের বিশেষ কাভারেজের অংশ।