যুক্তরাষ্ট্রঃ অভিবাসন-বিরোধী আইনের উপর কঠোর সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট সম্প্রতি আরিজোনা যুক্তরাষ্ট্র মামলায়, সাংবিধানিক আইন এসবি ১০৭০ এর উপর প্রশ্ন সৃষ্টির মাধ্যমে তাদের আইন প্রণয়ন করেছেন। সুপ্রিম কোর্ট ঐ আইনকে তিনটি ভাগ করেছেন, কিন্তু তা নিম্ন আদালতে সেকশন ২(বি) প্রদেশের ক্ষেত্রে বিবেচনার জন্য পাঠানো হয়েছে, যা কর্তৃপক্ষকে আরিজোনায় সন্দেহভাজন অবৈধভাবে বসবাসকারী লোকদেরকে আটক করার ক্ষমতা দিয়েছে।

সুপ্রিম কোর্টের সামনে এসবি ১০৭০ আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের মিছিল।

সুপ্রিম কোর্টের সামনে এসবি ১০৭০ আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের মিছিল। ফ্লিকারে মেক্সিকানস উইদাউট বর্ডারসের সৌজন্যে (সি সি বাই ২.০)

যদিও এসবি ১০৭০ আইনের কিছু অংশ বাতিল হওয়ায় তা অভিবাসন-সমর্থিত কর্মীদের একটি বিজয় হিসেবে পরিলক্ষিত হয়েছে, তারপরও সেকশন ২(বি)তে বিপজ্জনক বিষয় রয়েছে, কারণ তা জাতিগত পরিচয় বহন করবে- যা নির্ভর করবে বাহ্যিক চেহারা ও কথা বলার উপর- এমনকি কেউ যদি আলাদাভাবে যুক্তরাষ্ট্রে জন্মায়ও। তাই, জাতিগত পরিচয় শেষ করার এই আইন কংগ্রেসে এসবি ১০৭০ আইনের সম্ভাব্য ফলাফল হিসেবে অভিবাসনের লক্ষ্যের জন্য প্রস্তাবিত।

ব্লগ দুনিয়ায় এর দ্রুত প্রতিক্রিয়া হয়েছে। মেরিবেল হেস্টিংস ল্যাটিনোভেশনস ব্লগের জন্য লিখেছেন যে, তার মতে, এসবি ১০৭০ আইন আরিজোনায় জনগণের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলবেঃ

কোর্ট পরোক্ষভাবে হিস্পানিক ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য করেছে…আইনটি অলিখিত অভিবাসনের বিরুদ্ধে যুদ্ধের নামে প্রণয়ণ করা হয়েছে, কিন্তু এর ভুক্তোভোগীরা বৈধভাবে বসবাসকারী, বা, এক অর্থে নাগরিক- দুই দলেরই মূল্যবান ভোটার যাদের টানার চেষ্টা করা হয়েছে।

ইনমাইগ্রান্তেটিভি ব্লগ বিবৃতি দিয়েছে যে অভিবাসীরা কোর্টের আইনের ফলে সম্ভাব্য বৈষম্য নিয়ে শঙ্কিতঃ

Este artículo [Section 2(B)] puede llevar a generar discriminación racial contra los inmigrantes hispanos, legales o indocumentados, por su apariencia física, señala Promise Arizona, organización con sede en Phoenix…Son muchos los casos que se reportaron en el pasado sobre el actuar de las agencias policiales al detener a personas solo por su piel, su forma de hablar, vestirse[;] por tal razón, existe un temor muy grande que los hispanos sean blanco de los agentes del orden en la aplicación de la SB 1070.

ফোয়েনিক্সে একটি সংগঠন প্রমিস আরিজোনার ভাষায় এই অনুচ্ছেদটি [সেকশন ২(বি)] এলাকায় বাহ্যিক চেহারার ভিত্তিতে হিস্পানিক অভিবাসীদের বিরুদ্ধে জাতিগত পরিচয় সৃষ্টি করেছে…এ ব্যাপারে অনেক ঘটনাই প্রতিবেদিত হয়েছে কিভাবে পুলিশ এজেন্টরা মানুষদের তাদের চামড়া, কথা বলা, বা পোশাকের জন্য থামিয়েছে। এ কারণে, সেখানে আশঙ্কা আছে যে এসবি ১০৭০ আইনের মাধ্যমে হিস্পানিকরা আইন প্রণয়ন কর্মকর্তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

পিলি টোবার দেশের অভিবাসন ব্যবস্থা নিয়ে আমেরিকানদের “আসল অবস্থান” আমেরিকা’স ভয়েস ব্লগে ব্যাখ্যা করেন:

আমেরিকানরা বিশ্বাস করে যে অভিবাসন ব্যবস্থা ভেঙে গেছে এবং জানে যে তা ঠিক করার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এবং কিছু ভোটার অন্যান্য বিষয় বিবেচনায় নেয়ার জন্য ওয়াশিংটনের বক্তব্যে অনিশ্চয়তায় ভুগছে। কিন্তু অভিবাসন পুনর্গঠনের প্রতি সমর্থন প্রদেশ-ভিত্তিক দমনমূলক আইনের সমর্থনের চেয়ে বেশি। যেহেতু এটি মোড় ঘুরিয়ে দিয়েছে, তাই রাজনীতিবিদগণ সত্যিকার অভিবাসন ব্যবস্থা গ্রহণ ও প্রণয়নের মাধ্যমে ল্যাটিনো ও অন্যায় আমেরিকান উভয় ভোটারদেরই দৃষ্টি আকর্ষণ করতে পারেন।

টুইটারে, এসবি ১০৭০ আইনের কার্যকারিতা ও সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছেঃ

আলিয়া রাও (@aliarau) এসবি ১০৭০ আইনের জন্য আর্থিক খরচের পরিমাণ প্রকাশ করেছেনঃ

@aliarau(আলিয়া রাও): আরিজোনা কর্মকর্তারা গত দুই বছরে #এসবি ১০৭০ এর জন্য প্রায় ৩ মিলিয়ন ডলার ব্যয় করেছে: http://www.azcentral.com/news/politics/ … via @azcentral

পরিশেষে, পুয়ের্তো রিকান কংগ্রেসম্যান লুইস ভি. গুইতারেজ, এসবি ১০৭০ নিয়ে তার মূল্যায়ন ব্যক্ত করেছেনঃ

@LuisGutierrez (লুইস গুইতারেজ) : এ সপ্তাহে আমরা একটি কঠিন বার্তার মাধ্যমে আনন্দ পেয়েছিঃ চামড়ার রঙ বা নামের মাধ্যমে কাউকে বিচার করা উচিত নয়, #SB1070 অ-আমেরিকান

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .