কেনিয়া: শহুরে জঙ্গলে মানুষ-বন্যপ্রাণী সংঘাত

নাইরোবির উপকণ্ঠে কিতেঙ্গেলা এলাকার ক্ষুদ্ধ অধিবাসীরা এক ডজন গবাদি পশু্কে আক্রমণের কারণে ৬টি সিংহকে হত্যা করেছে। তার পরের দিন একদল সিংহ একটি বাস্তুভিটা আক্রমণ করে ছাগল ও ভেড়ার প্রাণনাশ করে। সম্প্রতি মানুষ ও বন্যপ্রাণীর বিরোধের ঘটনা বেড়ে চলছে

আমরা ঘটনাটি সম্পর্কে #সিংহ এবং #কিতেঙ্গেলা হ্যাশট্যাগ ব্যবহার করে কেনিয়াবাসীদের আকর্ষণীয় প্রতিক্রিয়া খুঁজে পাওয়ার জন্যে টুইটারমণ্ডল একবার ঘুরে এসেছি:

@এনটিভিকেনিয়া: # কেডাব্লিউএস [কেনিয়া বন্যপ্রাণী পরিষেবা] জোর দিয়ে বলেছে যে তারা #কিতেঙ্গেলা’তে #ছয়সিংহ-এর #খুনী’দের #আইন অনুসারে মোকাবেলা করবে

@মেইনাডো: আমি মনে করি #কিতেঙ্গেলাতে ছয়টি সিংহের মৃত্যুর জন্যে @কেডাব্লিউএসকেনিয়া’কে এককভাবে দায়ী করা উচিৎ। তারা তাদের ভিতরে রাখার জন্যে আরো কিছু করতে পারতো।

মানুষ ও বন্যপ্রাণী বিরোধের একটি হাস্যরসাত্মক চিত্রায়ন: সিংহরা যুদ্ধের জন্যে প্রস্তুতি নিচ্ছে। ছবিটির সৌজন্যে @রবার্টআলাই-এর মাধ্যম হয়ে ফানকেনিয়া.কম

@জেমসস্মাট: #সিংহেরা কিতেঙ্গেলাতে ৩টি ম্যানিয়াত্তা (বসতি) আক্রমণ করে গবাদি পশু হত্যা করেছে। মোরান’রা [মাসাই যোদ্ধা] নিজেরাই নিজেদের সাহায্য করার আগে কেডাব্লিউএস’কে ২৪ ঘন্টার মধ্যে তাদের কাজ সারতে বলেছে

@লায়নএইড: ৯০% এরও বেশি আফ্রিকার # সিংহ হারিয়ে ফেলার পর #সিংহেরঅস্থিবাণিজ্য-এর উদ্ভবের ফলে আমরা এখন আরো হত্যা দেখতে পাবো। এটা আর কত খারাপ হতে পারে?

@ওলেটোয়রাই: @কেডাব্লিউএস #কিতেঙ্গেলা। হ্যাঁ নিহত পশুর জন্যে কোন ক্ষতিপূরণ নেই. . . তারপরও কী একজন মাসাই বসে বসে শুধু দেখবে?

ঘটনাটি সম্পর্কে তাদের মতামত প্রকাশ করতে গিয়ে কিছু কিছু টুইপ হাস্যরস ব্যবহার করেছে:

@শীতলগজদন্ত্য: প্রিয় #কিতেঙ্গেলা’র অধিবাসী, (পৃথিবীতে) ৭ শত কোটিরও বেশি মানুষ আছে, আপনি কোন তারকা (অথবা সে ধরনের) আকর্ষণ নন। কিন্তু সিংহে্রা তাই…

@shicsdavida: @insidelaura amma b heading to #kitengela n hp da lions don't take revenge on me thinkin am a #moran

@শিকসদাভিদা: @ইনসাইডলর আমি কিতেঙ্গেলা যাবো এবং আশা করি সিংহেরা আমাকে একজন মাসাই যোদ্ধা মনে করে আমার উপর প্রতিশোধ নিবে না

@kimaniduku: @Mwangoedd dadangu mdogo,mambo vpi.tembea #kitengela ukunywe damu ya simba

@কিমানিডুকু: আমার ছোট বোন @মাঙ্গয়েড, তুমি কেমন আছ। সিংহের রক্ত পান করতে কিতেঙ্গেলা ভ্রমণ করুন

@শীতলগজদন্ত্য: # কিতেঙ্গেলা’র অধিবাসী – ৯৯% পর্যটক আসে আপনাদের ছাগল, গরু বা নাচ দেখতে আসে না… তারা আসে সিংহ দেখতে বা সৈকতে ছুটে যেতে

@কেনিয়া্নটুইটসেস: কেনিয়ার কিছু বুদ্ধিমান সিংহ আছে!! @আদর্শকেনিয়া: #কিতেঙ্গেলা’তে  কেনিয়ার #সিংহদের প্রতিশোধমূলক আক্রমণ http://bit.ly/MHlFGp

@শীতলগজদন্ত্য: আমার বিনম্র মতামত, #কিতেঙ্গেলা’র বাসিন্দাদের কেনিয়াবাসীদের থেকে চুরি করে নিয়ে এমশূয়োর’দের [এমপি (সন্সদ সদস্য)-দের উল্লেখ করে] বর্শাবিদ্ধ করা উচিৎ, সুন্দর সিংহগুলোকে নয় যারা শুধু বেঁচে থাকার চেষ্টা করছে মাত্র…

মানুষ-বন্যপ্রাণী সংঘাত সহযোগ (এইচডাব্লিউসিসি)  রিপোর্ট করেছে যে জনসংখ্যা বৃদ্ধি, উন্নয়নের বিস্তার, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং আরো অন্যান্য মানব ও পরিবেশগত নিয়ামক মানুষ এবং বন্যপ্রাণীকে আরো বড় ধরনের সরাসরি প্রতিযোগিতার দিকে ঠেলে দেয়ার কারণে মানুষ-বন্যপ্রাণী সংঘাতের প্রকোপ বাড়ছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .