সুদান: নেটনাগরিকদের ইন্টারনেট বিচ্ছিন্নতার গুজব যাচাই

সুদানী কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করতে চাওয়ার গুজবের পর থেকে নেটনাগরিকরা ঘনিষ্ঠভাবে সুদানকে পর্যবেক্ষণ করছে – যেটা আমাদেরকে ২৭শে জানুয়ারী তারিখে মিশরের ওয়ার্ল্ডওয়াইডওয়েব বন্ধ করে এক্টিভিস্টদের এবং ২৫শে জানুয়ারীর বিপ্লব থামিয়ে দেয়ার একটি অপচেষ্টার হিমশীতল স্মৃতি স্মরণ করিয়ে দেয়।

টুইটারে জর্দানের আলী আলহাসানি রিপোর্ট করেছেন:

@_আহা: তাজা খবর: প্রতিবেদন পাওয়া গিয়েছে যে #সুদানে ইন্টারনেট বিচ্ছিন্ন করা হয়েছে। সত্য হলে খোদা যেন তাদের সহায় হন কারণ আমরা জানতে পারবো না কোনকিছুই! #সুদানেরবিদ্রোহ

খার্তুম থেকে রিপোর্ট করা মিশরীয় সাংবাদিক সালমা এলওয়ার্দানি  চার ঘন্টা আগে টুইট করেছেন:

@এস_এলওয়ার্দানি: (এরকম) খবর আছে যে সুদান সরকার হয়তো ইন্টারনেট বিছিন্ন করতে পারে #সুদানেরবিদ্রোহ

প্রত্যাশিত বিচ্ছিন্নতার প্রস্তুতি হিসেবে একটি টুইটারে কথা বলা পরিষেবা স্থাপন করা হয়েছে। রডরিগো ডেভিস এ সম্পর্কে টুইট করেছেন:

@রডরিগোডেভিস: প্রিয় ‪ #সুদান, #বশির ইন্টারনেট বিচ্ছিন্ন করে দিলেও +১৬৫০৪১৯৪১৯৬ অথবা +৩৯০৬৬২২০৭২৯৪ ব্যবহার করে টুইটে কথা বলুন‪ #সুদানেরবিদ্রোহ ‫ #السودان _ ينتفض

নেটনাগরিকরা সুদানে অনলাইনে কারা আছে সে সম্পর্কিত নোটগুলোর দ্রুত তুলনা করেন।

সারা এলহাসান লিখেছেন:

@বিসনব্লাস্ট: @সুদানীচিন্তাবিদ @ইউসিফুল_মি সুদানে এবং তিনি এখনো টুইট করছেন।

এবং ইস্রায়েলি এলিজাবেথ জারকভ আরো যোগ করেছেন:

@এলিজরায়েল: @জাস্টআমিরা @সুদানীচিন্তাবিদ সুদান থেকে অনেক বেশি মানুষকে টুইট করতে দেখে এটা সত্য মনে করেছি… @এলিজরায়েল/সুদানপিপ্স দেখুন

১৭ই জুন শত শত ছাত্র-ছাত্রী সরকারের পরিকল্পিত কৃচ্ছসাধনের পদক্ষেপের প্রতিবাদ করলে খার্তুম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভগুলোতে পুলিশী সহিংসতা এবং গ্রেপ্তার চালানো হলে ক্ষোভ আরো বেড়ে যায় এবং পরের দিনগুলোতেও বিক্ষোভ চলে।

সিএনএন-এর বেন ওয়েদেম্যান মন্তব্য করেছেন:

@বেনসিএনএন: #মিশর যদি ২৪/৭ সংবাদের একটি সুনামি না হতো #সুদান আরো বেশি মনোযোগ পেতো। সুদানের বিদ্রোহ এবং বিপ্লবের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে।

আরব বিপ্লব যোগ করেছেন:

@আরববিপ্লব: #সুদানেরবিদ্রোহ ভিডিওগুলো দেখে আমার মনে হয়েছে কীভাবে এটা #ইয়েমেন-এ শুরু হয়েছিল। রাস্তায় জনা দশেক, কিন্তু খুবই নিবেদিত। কয়েক সপ্তাহের মধ্যেই সর্বাত্মক বিপ্লব।

এবং সুদানে যা ঘটছে সে বিষয়ে মূলধারার গণমাধ্যমে সংবাদের অভাব এক্টিভিস্টদের বিরক্তি উৎপাদন করছে। মিশরীয় ব্লগার ওয়ায়েল আব্বাস [আরবী ভাষায়] প্রশ্ন করেছেন:

هو ليه الجزيرة … مش بتغطي احداث السودان تماما؟
@ওয়ায়েলআব্বাস: আল জাজিরা কেন সুদানের ঘটনা মোটেই কাভার করছে না?

মিশরীয় বিপ্লবের উপ-কেন্দ্র কায়রোর শহরতলীর তাহরির স্কোয়ার থেকে সরাসরি পুরো কাভারেজ দিয়ে আল জাজিরা আরব বিশ্বের শোবার ঘরে বিপ্লবের স্ফুলিঙ্গ ‘রপ্তানী'র জন্যে প্রশংসিত।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .