চীন: মহাশূন্য অভিযান নাকি সামাজিক উন্নয়ন?

১৬ই জুন, ২০১২ তারিখে চীন দেশের চতুর্থ মনুষ্যবাহী অভিযান শেনঝু-৯ ক্যাপসুল সফলভাবে উৎক্ষেপন করে । জাতীয় এই কৃতিত্বে উদযাপন করার জন্যে চীনা পোর্টাল ওয়েবসাইট সিনা ওয়েইবো নেটনাগরিকদেরকে “শেনঝু-৯ ক্যাপসুলে চিঠি লিখতে” কে আমন্ত্রণ জানায়। তবে অনেকে দেশের বিভিন্ন মৌলিক সামাজিক চাহিদাকে অবহেলা করে মহাশূন্য অভিযানে মাত্রাতিরিক্ত ব্যয়ের সমালোচনা করতে এই সুযোগ কাজে লাগিয়েছেন।

বিষয়্টির উপর শিল্পী আহ পিংয়ের আঁকা কার্টুন সিনা ওয়েইবোতে ব্যাপকভাবে ভাগাভাগি হয়েছে।  চীনা মিডিয়া প্রকল্প যেমন ব্যাখ্যা করেছে, কার্টুনটিতে দেখা যাচ্ছে:

Artist Ah Ping's cartoon

শিল্পী আহ পিংয়ের কার্টুন

একেবারে জরাজীর্ণ একটি গ্রামীণ স্কুলে একজন অ-কেতাদুরস্ত শিক্ষক উত্তেজিতভাবে তার ছাত্র-ছাত্রীদের ব্যাখ্যা করছে যে শেনঝু-৯’এর সফল উৎক্ষেপণ চীনের জন্যে একটি বিজয়, যদিও এমনকি ছাত্র-ছাত্রীদের নিজেদের অবস্থা পড়ে থাকা আরেকটি চীনের গল্প বলে। শিক্ষকটি পিপল’স ডেইলি’র একটি কপি হাতে ধরে বলছেন: “শেনঝু-৯’এর সফল উৎক্ষেপণের সাথে সাথে মহাশূন্য প্রচেষ্টার ক্ষেত্রে আমাদের মাতৃভূমির অবস্থান একটি বিশাল লাফ দিয়েছে। আমি চাই সব ছাত্র-ছাত্রীরা এর একটি বর্ণনা লিখুক!”

কার্টুনটির অনুভূতি অনেক নেটনাগরিকের মাধ্যমে প্রতিধ্বনিত হয়েছে। তারা বলেছেন চীনে [চীনা ভাষায়] সামাজিক সমস্যার সমাধানের চেয়ে মহাশূন্য অভিযান অনেক সহজ:

@我朝有点威武:神九发射再次证明,解决贫困失学儿童问题,全民医保养老等有关民生的大事比登天还难

@我朝有点威武:শেনঝু-৯ ক্যাপসুলের উৎক্ষেপণ আবার প্রমাণ করলো যে সবার জন্যে শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক বিষয় মোকাবেলা করা আকাশে পৌঁছানোর তুলনায় অনেক বেশি কঠিন

tweetypie: #给神九写封信#上天之后请问还逼人堕胎不?请问酸奶还用皮鞋做不?请问牛奶能放心喝了不?请问孩子们有校车坐了不?请问吃喝还公款不?请问城管还打人不?如果答案是“不”,那么,上个屁的天呀!为百姓做点实事真的有这么难么???

@টুইটাইপি: এটা [ক্যাপসুল] আকাশ ছোঁয়ার পরে বাধ্যতামূলক গর্ভপাত কী বন্ধ হবে? আমরা কী দুধপান নিরাপদ মনে করতে পারি? বাচ্চারা কী স্কুলবাস পাবে? সরকারি কর্মকর্তারা কী করদাতাদের অর্থের বেহিসাব খরচ বন্ধ করবে? চেঙ্গুয়ান [নগরের শহুরে প্রশাসন এবং আইন প্রয়োগ ব্যুরো] মানুষকে পিটানো বন্ধ করবে? উত্তর যদি না হয়, কোন আকাশে পৌঁছনো? সাধারণ মানুষের জন্যে কিছু করা আপনার জন্যে তেমন কঠিন কী?

@坐在村口的小妖:#给神九写封信# 校车不安全,动车不安全,骑个自行车也不安全,赶紧量产了神舟吧,以后就都安全了

@坐在村口的小妖:স্কুলবাসগুলো নিরাপদ নয়, উচ্চগতির ট্রেন নিরাপদ নয়, এমনকি বাইসাইকেলও নিরাপদ নয়। নিরাপত্তা সমস্যার চূড়ান্ত সমাধান হলো আরও বেশি শেনঝু ক্যাপসুল উৎপাদন

শেনঝু-৯ ক্যাপসুল উৎক্ষেপণের খবর নরওয়ের অসলোতে মায়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি'র নোবেল পুরস্কার বক্তৃতা প্রদানের খবরের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে যায়। টুইটারে অধিকাংশ তথ্য এক্টিভিস্টরা বিশ্বাস করেন যে জাতীয় গরিমা নির্ভর করে মহাশূন্য অভিযানের চেয়ে বরং মানুষের অধিকারের উপর। ভিন্নমতাবলন্বী ব্লগার ওয়েন ইউনচাও উল্লেখ করেন [চীনা ভাষায়]:

@wenyunchao: 混微博的,为神九上天激动;混推特的,为昂山素季感动;这就是区别。

@ওয়েনিউনচাও: যারা ওয়েইবোতে ব্যস্ত তারা শেনঝু-৯ নিয়ে উত্তেজিত আর যারা টুইটারে ব্যস্ত অং সান সু চি’র কথা তাদের স্পর্শ করেছে।

তিব্বতি ভিন্নমতাবলম্বী লেখিকা দেগেওয়া একটি তিব্বতি মাইক্রোব্লগে [চীনা ভাষায়] পুণঃটুইট করে তার রাজনৈতিক উদ্বেগ উত্থাপন করেছেন:

‏@degewa: 转藏人微博:神九上天告诉我们,藏人去拉萨的路比登天还难。

@দেগেওয়া: পুণঃটুইট তিব্বতি মাইক্রোব্লগ: শেনঝু-৯ আমাদেরকে বলে দিয়েছে যে আকাশে পৌঁছনোর চেয়ে তিব্বতিদের লাসা পৌঁছনো বেশি কঠিন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .