পেরুঃ আচুয়ার লোকজন তেল কোম্পানিগুলোর হাত থেকে কিভাবে তাদের বাসস্থানগুলোকে বাঁচাচ্ছে

চুম্পি অ্যান্ড দি ওয়াটারফল (চুম্পি ও ঝর্ণা) ছবিটি ছোট চুম্পি ও তার সমাজ, আচুয়ার সম্প্রদায় যারা পেরু ও ইকুয়েডর সীমান্তে অ্যামাজন রেইনফরেস্টে বসবাস করে, তাদের নিয়ে নির্মিত। ছবিতে ইংরেজি অনুবাদে, আচুয়ারদের প্রতিদিনের আভিজাত্য এবং তেল কোম্পানির হাত থেকে তাদের পূর্বপুরুষের ভিটেমাটি রক্ষার জন্য তাদের পদক্ষেপ গুলো দেখা যায়।

অ্যামাজন ওয়াচ-এর দি আচুয়ার মুভি ওয়েবসাইটে, আচুয়ার ও অন্যান্য আদিবাসিদের এলাকা এবং একই সাথে সরকার কিভাবে তেল কোম্পানিগুলোকে তাদের ভূমি উচ্ছেদের অনুমতি দিচ্ছে, তাদেরকে যাযাবর ও অনুন্নত হিসেবে বিবেচনা করছে তার সম্পর্কে তথ্যের সম্ভার রয়েছে। জিপিএস ব্যবহার ও তাদের ভূমিতে চলাচলের মাধ্যমে আচুয়াররা তাদের ভিটেমাটি ও সম্পদের মানচিত্র পরিমাপ করছে, এই আশায় যাতে এই ভূমি ও সম্পদের উপর তাদের অধিকারের স্বীকৃতি দেয়া হয়।

সাইট থেকে:

চুম্পি অ্যান্ড দি ওয়াটারফল (TeleAndes) ইকুয়েডরের সীমান্তের সাথে হুসাগা নদীর পূর্বে শেষ আদিবাসী সমাজ পেরুভিয়ান অ্যামাজন রেইনফরেস্টের আচুয়ার সমাজের চিচেরতায় নির্মিত হয়েছিল। এই মোহনা এলাকাতে, যেখানে প্রাণী পূর্ণ জঙ্গল এবং মাছপূর্ণ নদী। জীবন সাধারণত শান্ত ও সুখময়।

চুম্পি, তার বাবা সেচা এবং তার দাদা ইরার, একটি পবিত্র জলপ্রপাতে যায় যেখানে দুই প্রাপ্তবস্ক তরুণদের মত দৃষ্টি পায়। এই জলপ্রপাতসহ আচুয়ার ভূমি তেল নিঃসরণের হুমকির সম্মুখীন। আচুয়াররা বিশ্বাস করে তেল নিঃসরণ এই বিশুদ্ধ পানিকে দূষিত করবে এবং এর আরুতাম শক্তি চলে যাবে, এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের দৃষ্টি চিরতরে হারাবে।

সাইটটিতে আচুয়ারদের রোজকার জীবন নিয়ে কিছু ছবির মাধ্যমে, এবং তাদের নির্মিত মানচিত্রসহ আচুয়ারদের জন্য বাসস্থানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে একটি প্রামাণ্যচিত্র নির্মিত হচ্ছে:

Achuar hand drawn map using GPS points

আচুয়ার আবাসভূমির বাইরে জিপিএস বিন্দুর সাহায্যে মানচিত্র

এই ভিডিওটি সামাজিক নেটওয়ার্কগুলোতে আচুয়ারদের সম্পর্কে সচেতনতার জন্য ভিডিওটি প্রচারের মাধ্যমে, একটি বৈশ্বিক বিল পাস করে, অ্যামাজন ওয়াচ-এ যুক্ত হয়ে তাদের খবরাখবর নিয়ে, অথবা আচুয়ারদের জন্য অর্থদানের মাধ্যমে আপনি আচুয়ারদেরকে তাদের আবাসস্থল রক্ষার সাহায্যে যুক্ত হতে পারেন।

থাম্বনেইলে Achuarmovie.org website ওয়েবসাইট থেকে এক আচুয়ার লোকের ছবি

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .