স্পেন: “প্রতিবেশীরা জেগে উঠুন, দেনার দায় আপনার দরজায়!”

তীব্র সংকট এবং সরকারী ব্যয় সংকোচনের এই সময়গুলোতে জনগণ ব্যাংকের দিকে নজর রেখেছে। এই সপ্তাহে স্প্যানীয় ব্যাংক ব্যাংকিয়া’র জন্যে একটি এক হাজার কোটি ইউরো বেলআউট ঘোষণা ওয়েবে অনেক প্রতিক্রিয়া্র জন্ম দিয়েছে। সঞ্চয় প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণের মঞ্চ  [স্প্যানিশ] নামের ব্লগটি সংবাদটিকে নিয়ে কথা বলছে:

La nueva inyección, que puede alcanzar los 10.000 millones de euros —mientras se recortan miles de millones en la Sanidad y la Educación públicas— en bonos contingentes convertibles en el Banco Financiero y de Ahorros volverá a ser insuficiente. (…)La propuesta de una banca pública bajo control democrático y gestionada con transparencia, creada mediante la nacionalización de las cajas de ahorro, no es una de las opciones posibles para resolver la actual crisis. Es la única solución porque es imposible la movilización de fondos privados en la cuantía necesaria para recapitalizar las entidades financieras españolas.

নতুন এই নগদ প্রবেশের পরিমাণ অর্থায়ন এবং সঞ্চয় ব্যাংকে বিনিমেয় বন্ড আকারে ১০০০ কোটি ইউরোতে পৌঁছালেও সেটা অপর্যাপ্ত হতে পারে – অথচ হাজার হাজার জনগণ স্বাস্থ্য এবং সরকারী শিক্ষা থেকে বাদ পড়ে রয়েছে (…) সঞ্চয় প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করে স্বচ্ছভাবে পরিচালিত গণতান্ত্রিক নিয়ন্ত্রণাধীন একটি সরকারী ব্যাংকের প্রস্তাবটি বর্তমান সংকটের সম্ভাব্য সমাধানের মধ্যেই পড়ে না। এটাই একমাত্র সমাধান কারণ বেসরকারী তহবিল থেকে স্প্যানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আবার এই পরিমাণ মূলধন যোগানো অসম্ভব।

তাছাড়া ব্যাংকগুলো বিশাল সংখ্যক সারা স্পেন জুড়ে দেনার দায় এবং উচ্ছেদের জন্যে দায়ী যা ২০১১ সালে একটি রেকর্ড মাত্রায় পৌঁছেছে। বানেস্তো ব্যাংক এবং বিচার বিভাগীয় কমিশন (বাড়ির) মালিকের দায় পরিশোধে বিকল্প সমঝোতা অথবা সম্পত্তিটির সামাজিক ভাড়া গ্রহণের প্রস্তাব অস্বীকার করায় মাদ্রিদের লাভাপিয়েস শহরতলীতে সম্প্রতি আরেকটি উচ্ছেদ সংঘটিত হয়েছে। ফ্রে সেফারিনো স্ট্রীট ১২তে অ্যাপার্টমেন্টটি কেনা বাংলাদেশ থেকে যাওয়া পরিবার দুটি ঋণের সুদের হার বৃদ্ধি এবং তাদের অর্থনৈতিক ও কাজের অবস্থার অবনতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিয়েরাবানেস্তো [স্প্যানিশ] ব্লগে “একটি ব্যাংককে পাড়া থেকে লাথি মেরে তাড়ানোর সহায়িকা” শিরোনামের পোস্টটিতে এভাবেই পরিস্থিতিটি ব্যাখ্যা করা হয়েছে:

Como sabéis, Banesto pretende dejar a Uddin, Hafiz, sus señoras esposas y sus cuatro niñxs en la calle el próximo 9 de mayo. Sí, será la segunda confrontación entre la dignidad y la barbarie, después de que el pasado 28 de marzo Lavapiés ganase el primer encuentro. Nuestrxs vecinxs como tantxs otrxs aquí, en Españistán, escucharon el canto de las sirenas bancarias que gobiernan y se creyeron que debían y podrían tener una casa propia. Ahora están a punto de ser expulsados de esa casa con una deuda pendiente casi tan grande como el crédito original.

আপনারা যেমন জানেন, বানেস্তো উদ্দিন, হাফিজ ও তাদের স্ত্রী এবং চার বাচ্চাকে ৯ই মে তারিখে রাস্তায় ঠেলে দিতে চায়। হ্যাঁ, এটি মর্যাদা এবং বর্বরতার মধ্যে দ্বিতীয় সংঘাত, ২৮শে মার্চ লাভাপিয়েস এর প্রথম রাউন্ডটি জিতেছে। স্পেনের আরো অন্যান্যদের মতো আমাদের প্রতিবেশীরা নিয়ন্ত্রণকারী ব্যাংকগুলিকে গান শোনাতে এবং ভাবতে দেখেছে যে তাদের ঘরের মালিক হওয়া উচিৎ বা তারা হতে পারে। এখন তারা নিজেরাই সেই ঘর থেকে প্রায় তার মূল ক্রেডিটের সমান বড় একটি অমীমাংসিত ঋণের কারনে বহিষ্কৃত হতে যাচ্ছে।

লাভাপিয়েস থেকে উচ্ছেদকৃত এক ব্যক্তি তার অ্যাপার্টমেন্ট থেকে শেষ আসবাবপত্রটি বের করছেন। ছবি, এলেনা আরোন্তেস।

ধন্যবাদ, প্রায় ৮০জন মানুষের সমর্থনকে। উচ্ছেদটিকে ২৮শে মার্চ থেকে ৯ই মে পর্যন্ত স্থগিত করা গিয়েছে। তবে অত্যাধিক পুলিশ মোতায়েনের কারণে বিক্ষোভটি বানেস্তোকে অ্যাপার্টমেন্টের অধিগ্রহণ থেকে বিরত রাখতে পারেনি। পুলিশ এবং দাঙ্গাবিরোধী বাহিনী (আশপাশের এলাকায় উড়ন্ত একটি হেলিকপ্টারসহ) রাস্তাটি অবরোধ করে রাখলেও উচ্ছেদটির বিরুদ্ধে বিভিন্ন সমর্থক গোষ্ঠী সংহতি প্রদর্শন করেছিল। রাস্তার দু’পাশ থেকে জনগণ স্লোগান দিচ্ছিল: “কি দারুণ মিল, দারিদ্রের বাড়ছে, সাথে সাথে পুলিশের খরচও!”, “একটি পরিবারকে ছুঁড়ে ফেলায় আমি লজ্জিত!”, “প্রতিবেশীরা জেগে উঠুন, দেনার দায় আপনার দোরগোড়ায়!”, “আজকে আপনি, আগামীকাল এটা হব আমি”…

আইনজীবীর সঙ্গে উচ্ছেদ আক্রান্তের আগমন। ছবি, এলেনা আরোন্তেস।

কোন কারণে ব্যাংক এবং সম্পত্তি বন্দোবস্তকারী যদি নির্ধারিত সময়ের (সকাল ৮টায়) আগে উচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলে সে জন্যে আগের  রাতে ২০ জনের একটি দল উদ্দিন এবং হাফিজ এর অ্যাপার্টমেন্টে গিয়েছিল। বন্ধক ভুক্তভোগীদের মঞ্চের (পিএএইচ)  একজন আইনজীবিসহ উদ্দিন এবং হাফিজ উচ্ছেদে স্বাক্ষর করার জন্যে একটি বিচার বিভাগীয় কমিশনের সম্মুখীন হলে সংহতি জ্ঞাপনকারী দলটিকে সকাল সাড়ে নয়টায় বিল্ডিংটি ছেড়ে চলে যেতে হয়েছে।

এরকম ক্ষেত্রগুলোতে সপ্তাহে বেশ কয়েকবার ছাত্র ও বিশ্বস্ত প্রতিবেশী এবং অন্যান্য প্রতিবেশীদের সমাবেশ এবং সামাজিক মিডিয়া ব্যবহার করে প্রতিবাদের আহবান করে নাগরিক ধর্মঘট চলছে। পিএএইচ তার ওয়েবসাইটে মাদ্রিদ এবং বার্সেলোনাতে উচ্ছেদ বন্ধের একটি আহবান জানিয়েছে। দুর্ভাগ্যবশতঃ উদ্দিন এবং হাফিজ যথেষ্ট ভাগ্যবান ছিলেন না বলে উচ্ছেদটি কার্যকর হয়ে যায়, তবে অন্যান্য ক্ষেত্রে নাগরিক চাপের কারণে সেটা সফল হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .