ইরান: রাজনীতিবিদের কার্টুন আকার জন্য কার্টুনিস্টের ২৫টি বেত্রাঘাত শাস্তি

Cartoon by Mahmoud Shokraye

আহমাদ লোতফি আস্থানীর কার্টুন, যে কার্টুনের কারণে-এর শিল্পী কর্তৃপক্ষের নজরে পড়ে বিপদাপন্ন হয়েছে।

ইরানের প্রাক্তন রক্ষণশীল সংসদ সদস্য আহমাদ লোতফি আস্থানির এক কার্টুন আকার কারণে কার্টুনিস্ট মাহমোদ শোকরেইকে শাস্তি হিসেবে ২৫ টি বেত্রাঘাত করার আদেশ প্রদান করা হয়েছে [ফারসী ভাষায়]। আহমাদ লোতফি আস্থানী, আরাক-এর আমীর নামেহ নামক এলাকার প্রাক্তন সংসদ।

এই কার্স্টুনিস্টকে সমর্থন করার জন্য অনলাইনে এক আন্দোলন শুরু করা হয়েছিল এবং মাহমোদ শোকরেই-এর সমর্থনে বেশ কয়েকজন কার্টুনিস্ট কিছু কার্টুন একেছে।

দৃশ্যত মনে হচ্ছে এই আন্দোলন সফল হয়েছে, বিশেষ করে যখন প্রাক্তন এই রাজনীতিবিদ অবশেষে , সোমবার ১৪ মে, ২০১২ তারিখে তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে [ফারসী ভাষায়]।
মানা নেইয়াস্তানি, ইরানের এক অন্যতম কার্টুনিস্ট, যিনি নিজেও কার্টুন আকার দায়ে জেলে গিয়েছিলেন, তিনি এই ঘটনাকে সমর্থন করে কার্টুন একেছেন।

Cartoon by Mana Neyestani

মারডোমাক.অর্গ –এ মানা নেইয়েস্তানীর কার্টুন

ভাহিদ নিকগো একটি কার্টুন একেছে, যেখানে দেখা যাচ্ছে আহমাদ লোতফি আয়নায় নিজের দিকে তাকিয়ে বলছেন, “ যখন আমি তোমাকে আদালতে নিয়ে যাব এবং তোমাকে চাবুক মারার মত শাস্তি প্রদান করা হবে, তখন তুমি শিখবে যে আমাকে এভাবে দেখানো যায় না”।

একটি ছবি হাজার শব্দের চেয়ে বেশী কথা বলে, কিন্তু ইরানের কার্টুন আঁকলে জেল এবং বেত্রাঘাত শাস্তি পেতে হয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .