রবার্ট এফ. কেনেডি কেন্দ্রের সামাজিক মিডিয়া সাংবাদিকতা পুরস্কার

অন্যতম প্রধান একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রবার্ট এফ. কেনেডি কেন্দ্র ইতালির ফ্লোরেন্সে অবস্থিত তাদের ইউরোপীয় দপ্তর আয়োজিত একটি নতুন আন্তর্জাতিক ফটোগ্রাফি এবং সামাজিক মিডিয়াতে সাংবাদিকতা পুরস্কারের জন্যে মনোনয়ন আহবান করছে। পুরস্কারটি মানবাধিকার বিষয়ে অনুসন্ধানকারী এবং পরিবর্তনের পক্ষে কথা বলা পেশাদার এবং ছাত্রদের অর্জনের স্বীকৃতি দিবে।

সাংবাদিকতা পুরস্কারটি আরএফকে কেন্দ্রের একটি দীর্ঘমেয়াদি চৌকষ ভিন্নমতাবলন্বী প্রকল্পের প্রথম পদক্ষেপ। এর লক্ষ্য হলো মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোর এক্টিভিস্টদের একটি বাস্তব কর্মস্থল (সুন্দরভাবে সংস্কার করা ফ্লোরেন্সে অবস্থিত সাবেক লে মুরাতে কারাগার ভবনে) এবং মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার পক্ষে দাঁড়ানোর জন্যে একটি সুযোগ প্রদান করা। পেশাদারী বিষয়শ্রেণীতে বিজয়ীরা লে মুরাতে ভবনে দুই সপ্তাহ থাকতে পারবেন।

রবার্ট এফ. কেনেডির একটি আবক্ষ মূর্তি

পূর্ববর্তী পুরস্কার বিজয়ীদেরকে বড় ভাই প্রেসিডেন্ট জন এফ. কেনেডির মৃত্যুর মাত্র পাঁচ বছর পর ১৯৬৮ সালে গুলিতে নিহত নাগরিক অধিকার কর্মী এবং মার্কিন রাজনীতিবিদ রবার্ট এফ. কেনেডির একটি আবক্ষ মূর্তি প্রদান করা হয়েছে।

এই একই প্রকল্পের অংশ হিসেবে কেন্দ্রটি সাংবাদিকতা পুরস্কার অনুষ্ঠানের পরপর ১৮-১৯শে জুন, ২০১২ তারিখের জন্যে (গ্লোবাল ভয়েসেস থেকে অংশগ্রহণসহ) পরিকল্পিত “সামাজিক মিডিয়া এবং মানবাধিকার: চৌকষ ভিন্নমতাবলম্বীরা কী পরিবর্তন সৃষ্টি করতে পারবেন?”-এর উপর একটি কোর্স পেশ করবে।

মনোনয়ন অন্তর্ভুক্তিতে কারণ, অবিচারের পরিস্থিতি এবং এর থেকে মুক্তির উপায়, এবং সংশ্লিষ্ট জননীতি, কর্মসূচী, দৃষ্টিভঙ্গি এবং ব্যক্তিগত প্রচেষ্টাগুলোর সমালোচনামূলক বিশ্লেষণ থাকতে হবে।

জমা দানের সর্বশেষ সময়সীমা: ১৫ই মে, ২০১২ (একটি অন্তর্ভূক্তি ফরম নামানোর জন্যে এখানে ক্লিক করুন)।

আরএফকে’র ইউরোপীয় দপ্তর থেকে সর্বশেষ রয়েছে টুইটা্রে:

@আরএফকেনেডিইউরোপ: এসএম (সামাজিক মিডিয়া) এবং মানবাধিকারের উপর আরএফকেনেডি সাংবাদিকতা পুরস্কার ২০১২ খোলা এমন বিভিন্ন ব্লগ: http://bit.ly/AwardEntryForm – http://bit.ly/JournalismAward  #মিশর #সিরিয়া

রবার্ট এফ কেনেডি কেন্দ্র মানবাধিকার এবং সাংবাদিকতা উভয়টির জন্যে প্রতি বছর পুরস্কার দেয়। বছর. ২০১১ সালের সেপ্টেম্বরে মানবাধিকার পুরস্কার বিজয়ী ছিলেন দেশটিতে এলজিবিটিআই (গে, লেসবিয়ান, উভকামী, বহুকামী, আন্ত:কামী) জনগোষ্ঠীকে রক্ষা করা ছত্রীসংস্থা যৌন সংখ্যালঘু উগান্ডার নির্বাহী পরিচালক ফ্রাঙ্ক মুগিশা

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .